গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কিন্তু ভাইরাল জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি দলের নির্ভরযোগ্য স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, কলম্বোয় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন ডানহাতি এই অলরাউন্ডার। এরই মধ্যে মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন। দলের সঙ্গেও যোগ দিয়েছেন। গল টেস্টের আগে তিনি অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেননি।
কলম্বো টেস্ট সামনে রেখে বৃহস্পতিবার গলে আলাদাভাবে অনুশীলন করেছেন মিরাজ। টিম ম্যানেজমেন্ট থেকে জানিয়েছে, মিরাজ এখন অনেক ভালো আছে। মাঠেও এসেছিল।
গল টেস্ট চলাকালেই তাকে ড্রেসিংরুমে দেখা গিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল, মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন এবং দলের সঙ্গে যোগ দিতে ও অনুশীলন শুরু করতে তার বাধা নেই। গল টেস্টের আগে জ্বর অন্যদের মধ্যে ছড়িয়ে যাওয়ার ভয়ে তাকে আলাদা রাখা হয়েছিল।
গল টেস্টে মিরাজের জায়গায় একাদশে জায়গা পান ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে তিনি ডাক মেরেছেন। কলম্বো টেস্টে দলের সমন্বয়ের প্রয়োজনে বিজয় একাদশের বাইরে চলে যেতে পারেন। অবশ্য উইকেট-কন্ডিশন বিবেচনা করে মিরাজকে একাদশে নিয়ে নাঈম হাসানকেও বেঞ্চ করা হতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গল ট স ট গল ট স ট কলম ব
এছাড়াও পড়ুন:
মিয়ানমার সংঘাতের আঞ্চলিক প্রভাব যাচাইয়ে বাংলাদেশ ঘুরে গেলেন জার্মানির সংসদ সদস্য
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের আঞ্চলিক প্রভাব যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করেছেন জার্মানির গ্রিন পার্টির সংসদ সদস্য বরিস মিজাতোভিচ। চার দিনের এই সফরের সময় তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আসন্ন নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করেন।
বুধবার ঢাকায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মানির পার্লামেন্ট বুন্দেসট্যাগের গ্রিন পার্টির সদস্য বরিস মিজাতোভিচ ২৬ থেকে ২৯ অক্টোবর বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জ্বালানি প্রকল্প, বিশেষ করে এই অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বরিস মিজাতোভিচ মিয়ানমারের সংঘাতের আঞ্চলিক প্রভাব যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করেছিলেন। যার লক্ষ্য ছিল এই বিষয়গুলোকে আন্তর্জাতিক আলোচনার সূচিতে ফিরিয়ে আনা। এই লক্ষ্যে তিনি বাংলাদেশ সফর শেষে থাইল্যান্ডের চিয়াং মাই ভ্রমণ করেন।
বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর জোর দেওয়ার পাশাপাশি শিক্ষা, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থা, পরিবেশজনিত উদ্বেগ, কর্মপরিবেশ এবং শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর পরিস্থিতির মতো বিষয়গুলো নিয়ে বরিস মিজাতোভিচ আলোচনা করেন।
বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সফরকালে মিজাতোভিচ শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গেও বৈঠক করেন। সরবরাহ শৃঙ্খল সম্পর্কিত বিষয়গুলোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে শ্রম অভিবাসন এবং কর্মপরিবেশ নিয়েও আলোচনা করেন তাঁরা। এ ছাড়া বৈঠকে জাহাজভাঙার চ্যালেঞ্জ এবং এর সঙ্গে সম্পর্কিত অনেক সমস্যা নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া বরিস মিজাতোভিচ বাংলাদেশের টেক্সটাইল শিল্পের সম্ভাবনা নিয়ে জিআইজেড আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত সম্পর্কে অবগত হন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে কর্মপরিবেশ উন্নত করার সম্ভাব্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
প্রথমবারের মতো বাংলাদেশ সফরের সময় বরিস মিজাতোভিচ কক্সবাজারে যান।
সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেন এবং এ অঞ্চলে মানবিক চ্যালেঞ্জ এবং চলমান ত্রাণ কার্যক্রম আরও ভালোভাবে বোঝার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এই সফর মানবাধিকার, কর্মপরিবেশ এবং মানবিক সহায়তার ক্ষেত্রে সংলাপ, বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধির প্রতি তাঁর প্রতিশ্রুতি তুলে ধরেন।