Samakal:
2025-09-22@12:46:45 GMT

কলম্বো টেস্টে ফিরছেন মিরাজ 

Published: 20th, June 2025 GMT

কলম্বো টেস্টে ফিরছেন মিরাজ 

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কিন্তু ভাইরাল জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি দলের নির্ভরযোগ্য স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, কলম্বোয় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন ডানহাতি এই অলরাউন্ডার। এরই মধ্যে মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন। দলের সঙ্গেও যোগ দিয়েছেন। গল টেস্টের আগে তিনি অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেননি।

কলম্বো টেস্ট সামনে রেখে বৃহস্পতিবার গলে আলাদাভাবে অনুশীলন করেছেন মিরাজ। টিম ম্যানেজমেন্ট থেকে জানিয়েছে, মিরাজ এখন অনেক ভালো আছে। মাঠেও এসেছিল।

গল টেস্ট চলাকালেই তাকে ড্রেসিংরুমে দেখা গিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল, মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন এবং দলের সঙ্গে যোগ দিতে ও অনুশীলন শুরু করতে তার বাধা নেই। গল টেস্টের আগে জ্বর অন্যদের মধ্যে ছড়িয়ে যাওয়ার ভয়ে তাকে আলাদা রাখা হয়েছিল।

গল টেস্টে মিরাজের জায়গায় একাদশে জায়গা পান ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে তিনি ডাক মেরেছেন। কলম্বো টেস্টে দলের সমন্বয়ের প্রয়োজনে বিজয় একাদশের বাইরে চলে যেতে পারেন। অবশ্য উইকেট-কন্ডিশন বিবেচনা করে মিরাজকে একাদশে নিয়ে নাঈম হাসানকেও বেঞ্চ করা হতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গল ট স ট গল ট স ট কলম ব

এছাড়াও পড়ুন:

নিয়ম ভেঙে বিদেশ সফর, সংস্কৃতি মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা

সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণে যাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে শুধু সরকারি বিধি লঙ্ঘিত হচ্ছে না, পাশাপাশি দাপ্তরিক কাজেও ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতিতে বিদেশ সফর নিয়ন্ত্রণে ৫ দফা নির্দেশনা জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা ব্যক্তিগত উদ্যোগে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিদেশ সফরে যাচ্ছেন, যা বিধি পরিপন্থি। আবার অনেক ক্ষেত্রে আমন্ত্রণপত্রও সরাসরি প্রেরণ করা হচ্ছে সংশ্লিষ্টদের কাছে, যা মন্ত্রণালয় বা দপ্তর প্রধানের মাধ্যমে হওয়া উচিত ছিল। একই সঙ্গে একাধিক কর্মকর্তা একই সময়ে বিদেশ সফরে যাওয়ার ঘটনাও দেখা গেছে। এসব অনিয়ম বন্ধে সংস্কৃতি মন্ত্রণালয় ৫টি নির্দেশনা জারি করেছে।

আরো পড়ুন:

রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫টি নির্দেশনা
১. বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ নয়: কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি পত্র যোগাযোগ করতে পারবেন না। যোগাযোগ করতে হবে মন্ত্রণালয়ের সচিব অথবা দপ্তর/সংস্থা প্রধানের মাধ্যমে।
২. আমন্ত্রণপত্র সংগ্রহে বিরত থাকার আহ্বান: ব্যক্তিগত উদ্যোগে কোনো বিদেশি সংস্থার কাছ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে।
৩. বিদেশ ভ্রমণের পূর্বে অনুমতি: সব কর্মকর্তাকে বিদেশ ভ্রমণের আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে যথাযথভাবে অবহিত করতে হবে।
৪. পূর্বানুমতি গ্রহণ: বিদেশি সংস্থার সঙ্গে আমন্ত্রণ সংক্রান্ত কোনো যোগাযোগের পূর্বে সচিব (মন্ত্রণালয়) অথবা দপ্তর/সংস্থা প্রধানের অনুমতি নিতে হবে।
৫. জনস্বার্থ যাচাই: বিদেশি সংস্থার আমন্ত্রণে অংশগ্রহণকারী অনুষ্ঠান বা সেমিনার পেশাগত উন্নয়ন, প্রতিষ্ঠানের কার্যক্রম এবং জনস্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত কি না, তা যাচাই করে অনুমতি দিতে হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে, যাতে সরকারি নিয়মনীতি বজায় থাকে এবং দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ