বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জাটকা ইলিশ পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের পর তারা সেগুলো এতিমখানা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেছে।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রওনক শাহরিয়ার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা যায়, সাগরে অবৈধ কারেন্ট জাল দিয়ে এই ইলিশের বাচ্চাগুলো আহরণ করা হয়। শনিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে প্রকাশ্যে আড়তদাররা সেগুলোনিলামে বিক্রি করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে বিএফডিসি ঘাটে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় মৎস্য ব্যবসায়ীরা বাজারে মাছ রেখে পালিয়ে যায়। পরে জাটকা ইলিশ জব্দ করে মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.

হাসিবুর হক জানান, কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়াার মাধ্যমে মাছগুলো বিভিন্ন এতিমখানাসহ এলাকার অতি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: বরগ ন প থরঘ ট জ টক প থরঘ ট মৎস য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক: ভারত

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক আখ্যায়িত করেছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর আগে দেশটির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এই দুটি মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

আরও পড়ুনভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়াল ৫০২ ঘণ্টা আগে

হোয়াইট হাউস অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে। আমরা ইতিমধ্যে এসব বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ঘটনা হলো আমাদের আমদানি নির্ভর করে বাজারের ওপর। আর এটা করা সার্বিকভাবে ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা খুবই দুঃখজনক যে যুক্তরাষ্ট্র শুধু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে এমন সব পদক্ষেপের জন্য, যেগুলো আরও বেশ কয়েকটি দেশ নিচ্ছে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য।’

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের দিন জানা গেল চীন যাচ্ছেন মোদি১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ