বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জাটকা ইলিশ পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের পর তারা সেগুলো এতিমখানা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেছে।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রওনক শাহরিয়ার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা যায়, সাগরে অবৈধ কারেন্ট জাল দিয়ে এই ইলিশের বাচ্চাগুলো আহরণ করা হয়। শনিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে প্রকাশ্যে আড়তদাররা সেগুলোনিলামে বিক্রি করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে বিএফডিসি ঘাটে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় মৎস্য ব্যবসায়ীরা বাজারে মাছ রেখে পালিয়ে যায়। পরে জাটকা ইলিশ জব্দ করে মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.

হাসিবুর হক জানান, কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়াার মাধ্যমে মাছগুলো বিভিন্ন এতিমখানাসহ এলাকার অতি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: বরগ ন প থরঘ ট জ টক প থরঘ ট মৎস য

এছাড়াও পড়ুন:

পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব আরোপের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারের মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব আরোপের হুমকি দিয়েছেন। রবিবার তারা এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, “ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি খুনিদের জন্য পুরস্কার। এর তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা: অধিকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্বের তাৎক্ষণিক প্রয়োগ এবং ফিলিস্তিনি সন্ত্রাসী কর্তৃপক্ষের সম্পূর্ণ ধ্বংস।”

এক্স- এক পোস্টে তিনি বলেছেন, “আমি পরবর্তী সরকারি সভায় সার্বভৌমত্ব প্রয়োগের জন্য একটি প্রস্তাব জমা দিতে চাইছি।”

সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর হুমকির প্রতিধ্বনি করে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিকে ‘ইহুদি-বিদ্বেষ এবং ইসরায়েলের প্রতি ঘৃণার গন্ধযুক্ত একটি অর্থহীন ঘোষণা’ হিসাবে বর্ণনা করেছেন।

এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন, “এই বোকামিপূর্ণ বক্তব্যের একমাত্র সঠিক প্রতিক্রিয়া হল জুডিয়া, সামেরিয়া এবং জর্ডান উপত্যকার উপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ