অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ঝালকাঠির নলছিটির এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবি উঠেছে। আজ রোববার সকালে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে পালিত এক কর্মসূচিতে এমন দাবি তোলেন বিএনপি নেতাকর্মীরা। যদিও তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় জনসাধারণ। এ সময় দুই ঘণ্টা ধরে সড়কে যানজট দেখা দেয়। 

কর্মসূচিতে বক্তারা দপদপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারণ দাবি করেন। তারা অভিযোগ করেন, হাসিনা সরকারের আমলে বাবুল মৃধা ভোট ডাকাতি করে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়াও তিনি নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত। তাঁকে অবৈধ চেয়ারম্যান উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি জানান। এ দাবি মানা না হলে সড়ক অবরোধ ছাড়াও কঠোর র্কমসূচির হুঁশিয়ারি দেন তারা। 

সেখানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নান্টু দূরানী ও সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার। 

এ দিকে সকাল ১০টা থেকে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় হয়রানির শিকার হতে দূরপাল্লার শতাধিক যানবাহনের যাত্রীদের। 

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

নজরুল ইসলাম বলেন, দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অবরোধের খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে যান। তাদের সঙ্গে উপজেলা বিএনপির নেতারাও ছিলেন। তাদের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে যান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ লক ঠ উপজ ল

এছাড়াও পড়ুন:

ডিসেম্বরের প্রথমার্ধে জকসু নির্বাচন চায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করে ডিসেম্বরের প্রথমার্ধে করার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা বলেন, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে একধরনের উত্তেজনা ও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। তফসিলে নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অনেকাংশে উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সংবাদ সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন, জকসু নির্বাচনের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, তা প্রহসন ছাড়া আর কিছুই নয়। ডিসেম্বর বছরের শেষ মাস। এ সময় শিক্ষার্থীরা সারা বছরের একাডেমিক চাপ শেষে ছুটি কাটাতে বাড়ি যায়। অধিকাংশ শিক্ষার্থী এ সময় ক্যাম্পাসে থাকে না। নির্বাচনের জন্য এমন সময় নির্ধারণের একমাত্র উদ্দেশ্য হতে পারে ভোটারদের অংশগ্রহণ সীমিত করা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা আরও বলেন, ডিসেম্বর মাসের শেষার্ধে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী তীব্র উত্তেজনা বিরাজ করতে পারে। এমন সময়ে জকসু নির্বাচনের তারিখ নির্ধারণের কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না।

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, ‘একটি সুস্থ ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। কারণ, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর এটিই প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যা সংকটে জর্জরিত এই ক্যাম্পাসের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রাখে।’

সম্পর্কিত নিবন্ধ