ক্লাব বিশ্বকাপে গরম আর ঝড়–বৃষ্টিই শিরোনাম, ২০২৬ বিশ্বকাপে কী হবে
Published: 22nd, June 2025 GMT
দরদর করে ঘামছিলেন বরুসিয়া ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ। ডাগআউটে দাঁড়িয়েই এই অবস্থা হয়েছিল তাঁর। হওয়ারই কথা, বাংলাদেশ সময় কাল রাতে যখন দক্ষিণ আফ্রিকার দল মামেলোদি সানডাউনসের মুখোমুখি হলো বরুসিয়া ডর্টমুন্ড, সিনসিনাটির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমে খেলতে অনভ্যস্ত ডর্টমুন্ড কোচ ম্যাচ শেষে বললেন, ‘এমনভাবে ঘামছি, মনে হচ্ছে মাত্রই সনা (বাষ্পস্নান) থেকে বেরোলাম।’
নিজে ডাগআউটে দাঁড়িয়ে ঘেমেনেয়ে একাকার হলেও মাঠের বাইরে থাকা খেলোয়াড়দের বাঁচাতে অভিনব পদ্ধতিই অবলম্বন করেছিলেন কোভাচ। বদলি খেলোয়াড়দের ডাগআউটে না রেখে শীতাতপনিয়ন্ত্রিত ড্রেসিংরুমে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে বসেই তাঁরা টেলিভিশনে প্রথমার্ধের খেলা দেখেন। ড্রেসিংরুমে বসে খেলোয়াড়েরা খেলা দেখছেন, এমন ছবি নিজেদের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ডর্টমুন্ড লিখেছে, ‘টিকিউএল স্টেডিয়ামের গনগনে তাপ থেকে বাঁচাতে আমাদের বদলিরা লকার রুমে বসে প্রথমার্ধের খেলা দেখেছে। এমন কিছু আগে দেখা যায়নি, কিন্তু কী করা! এই গরমে আসলে আর কীই–বা করার ছিল।’
এই গরমে খেলে সানডাউনসকে কোভাচের দল ৪-৩ গোলে হারালেও ম্যাচের শেষ দিকে দক্ষিণ আফ্রিকানরা ভালোই চেপে ধরেছিল। স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি নিয়ে আগে থেকেই অবশ্য উদ্বিগ্ন ছিলেন কোভাচ। ম্যাচের আগেই তিনি উদ্বেগের কথা জানিয়েছিলেন, ‘দুই দলের জন্যই কঠিন হবে। তবে প্রতিপক্ষ দলটি এই আবহাওয়ায় খেলে অভ্যস্ত।’
শুধু কি গরম, ঝড়-বৃষ্টিও কম ঝামেলায় ফেলছে না ফিফা ক্লাব বিশ্বকাপকে। এ পর্যন্ত চারটি ম্যাচ শুরু করতে দেরি হয়েছে কিংবা মাঝপথে থেমেছিল বজ্রঝড়ে। আবহাওয়ার পূর্বাভাসও ভালো কিছু বলছে না। বরং শঙ্কিত হওয়ার মতোই খবর পাওয়া গেছে আবহাওয়ার পূর্বাভাস থেকে। যেখানে বলা হয়েছে, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহে অবস্থা আরও খারাপ হতে পারে।
গরমের কারণে বরুসিয়া ডর্টমুন্ডের বদলি খেলোয়াড়েরা কাল মামেলোদি সানডাউনস–ডর্টমুন্ড ম্যাচের প্রথমার্ধটা দেখেছে লকার রুমে বসে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি-২০২৬ রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ, প্রতিষ্ঠানপ্রধানদের করণীয়
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অধীনে সব মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ (এসএসসি-২০২৬) ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের চূড়ান্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষর করে এ কার্যক্রম জারি করেছেন।
দরকারি তথ্য১. প্রতিষ্ঠানপ্রধান বা তাঁর প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধিকে নির্ধারিত তারিখে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
২. নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণে ব্যর্থ হলে যেকোনো জটিলতার জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
৩. রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের সময় প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি বা একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন ও চলমান কমিটির অনুমোদনপত্রের ছায়ালিপি সত্যায়িত সহকারে অবশ্যই দাখিল করতে হবে।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ—১. জেলার নাম: রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা—২২ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১টা।
২. জেলার নাম: কক্সবাজার ও চট্টগ্রাম দক্ষিণ জেলা—২৩ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১টা।
৩. জেলার নাম: কক্সবাজার ও চট্টগ্রাম দক্ষিণ জেলা—২৪ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১টা।
আরও পড়ুনজাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা১৭ সেপ্টেম্বর ২০২৫জেনে রাখুন১. রেজিস্ট্রেশন কার্ডে বিষয়, বিভাগ, নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখ হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।
২. নির্ধারিত তারিখের পর উক্ত রেজিস্ট্রেশন কার্ডের কোনো প্রকার সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।
৩.উল্লেখ্য, অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন সংশোধন করে এসএসসি-২০২৬ রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনগাজায় যুদ্ধ: ইসরায়েলকে একাডেমিক বয়কট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের১৮ সেপ্টেম্বর ২০২৫