রন হাওয়ার্ডের সিনেমায় ১৯৭০-এর দশক ঘুরেফিরে আসে। আর ফর্মুলা ওয়ানে তো সত্তরের দশক ছিল গতি, গ্ল্যামার আর উন্মাদনার স্বর্ণযুগ। ব্যস, দুইয়ে মিলে গেলে আর কী লাগে! ‘অ্যাপোলো ১৩’, ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘দ্য ভিঞ্চি কোড’ বা ‘ফ্রস্ট/নিক্সন’-এর মতো অসাধারণ সব সিনেমার পরিচালক ২০১৩ সালে বানালেন ‘রাশ’, দুই রেসিং কিংবদন্তির চরম প্রতিদ্বন্দ্বিতার গল্প নিয়ে।

আরও পড়ুন‘ছেলে বলেছিল—মা, আমাকে ছেড়ে যেয়ো না, তখনই ঠিক করেছিলাম জীবনে বিয়ে করব না’১৭ জুন ২০২৫

একদিকে ব্রিটিশ প্লেবয় রেসার জেমস হান্ট (ক্রিস হেমসওয়ার্থ), অন্যদিকে ঠান্ডা মস্তিষ্কের অস্ট্রিয়ান নিকি লাউডা (ড্যানিয়েল ব্রুল)। রন হাওয়ার্ডের ‘রাশ’ এই দুই প্রতিদ্বন্দ্বীর গল্পকে এতটা জীবন্ত করে তুলেছে যে দর্শকেরা ঘরে বসে থেকেও রেসিং ট্র্যাকে বসে থাকার অনুভূতি পাবেন!
হান্ট রীতিমতো পার্টি অ্যানিমেল, রিস্ক নেওয়ার রাজা, গানবাজনা, মদ, নারী—এসব ছাড়া তাঁর দিনই কাটে না!

রাশ ফর্মুলা ওয়ানের দুই কিংবদন্তির দ্বৈরথের গল্প.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একই দিনে ঢাকায় দুই ভৌতিক সিনেমা

যখন সুপারহিরো, সিক্যুয়েল আর পুরোনো ছবির রিবুট দেখে দেখে হাঁপিয়ে উঠেছেন দর্শক, তখন হঠাৎ ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার ছবি। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বেই হরর ছবি নির্মাণের হার বেড়েছে। এ বছর এখনো পর্যন্ত হলিউডের ব্যবসাসফল ছবির তালিকায় হরর ছবির সংখ্যা উল্লেখ করার মতো।

মার্কিন সংস্থা কমস্কোরের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে, যা ২০২৪ সালে ছিল ১১ শতাংশ; এক দশক আগেও যা ছিল মাত্র ৪ শতাংশ। হরর ছবির এই জয়রথে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি সিনেমা। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে মার্কিন হরর থ্রিলার ‘ওয়েপনস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। সেই সঙ্গে বাড়তি উপহার হিসেবে থাকছে জনপ্রিয় তুর্কি হরর সিনেমা ‘সিকিন’ সিরিজের নতুন ছবি ‘সিকিন ৮ ’। এ ছবিটিও ৮ আগস্ট মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

‘ওয়েপনস’ সিনেমার পোস্টার

সম্পর্কিত নিবন্ধ