জীবননগর সীমান্তে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Published: 23rd, June 2025 GMT
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বারসহ মোহাম্মদ মমিন (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার রাতে পৌরসভার ইসলামপুর পিচ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার দর প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
আটক পাচারকারী মোহাম্মদ মমিন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মণ্ডলের ছেলে।
বিজিবি জানায়, জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ৬৯/২-এস পিলারের দেড় কিলোমিটার ভিতরে বিশেষ অভিযান চালায়। এ সময় মমিন নামের এক ব্যক্তি বাইসাইকেলে চড়ে ভারতে পাচারের জন্য আটটি স্বর্ণের বার ও স্বর্ণের একটি ছোট টুকরো নিয়ে যাচ্ছিলেন। বিজিবির সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম।
বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক মমিনের বিরুদ্ধে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ স্বর্ণ আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ বননগর স বর ণ র ব র স বর ণ র ব র জ বননগর
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। নিহতরা হলেন—ওই গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই ভাইকে কোপানো হয়।
স্থানীয় বাসিন্দা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানিয়েছেন, মিন্টা ও হামজা শনিবার সকাল ৮টার দিকে উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যান। এ সময় প্রতিপক্ষের ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যান। স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে হামজার ও সাড়ে ১১টার মিন্টার মৃত্যু হয়।
উথলী গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/মামুন/রফিক