চুয়াডাঙ্গা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ একজন গ্রেপ্তার
Published: 23rd, June 2025 GMT
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটটি সোনার বারসহ মোমিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার পিচমোড়ে গয়েশপুর সীমান্ত চৌকির (বিওপি) টহল দল এ অভিযান চালায়।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দ সোনার ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর সীমান্ত চৌকির (বিওপি) হাবিলদার শিশিরের নেতৃত্বে একটি টহল দল গতকাল রাত আটটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ইসলামপুর পিচমোড়ে অভিযান চালায়। এ সময় একই ইউনিয়নের গয়েশপুর গ্রামের তেতুল মণ্ডলের ছেলে মো.
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস প্রথম আলোকে বলেন, সোনার পাচার মামলাসহ মো. মোমিন নামের একজনকে রোববার দিবাগত মধ্যরাতে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ বননগর
এছাড়াও পড়ুন:
মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা মাতাল ব্যক্তির
রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক শহরতলির রাস্তায় নাগরিকদের সাথে কথা বলার সময় মঙ্গলবার মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা করেছে এক মাতাল ব্যক্তি। তবে একজন সরকারি কর্মকর্তার হস্তক্ষেপের আগেই প্রেসিডেন্টকে স্পর্শ করেছিলেন ওই ব্যক্তি। বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তিটি চুম্বনের জন্য প্রেসিডেন্ট শাইনবাউমের দিকে ঝুঁকে পড়ে। একপর্যায়ে সে হাত দিয়ে প্রেসিডেন্টের দেহ স্পর্শ করে। এসময় প্রেসিডেন্ট আলতো করে তার হাতটি সরিয়ে দেন, তার দিকে মুখ ফিরিয়ে হাসিমুখে বলেন. “চিন্তা করবেন না।”
প্রেসিডেন্টের কার্যালয় ঘটনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধের সাথে সাথে সাড়া দেয়নি।
শাইনবাউম, তার পূর্বসূরী এবং রাজনৈতিক পরামর্শদাতা সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের মতো জনগণের সাথে সংযোগ বজায় রাখার চেষ্টা করেন। প্রায়শই তিনি সেলফি এবং করমর্দনের জন্য জনগণকে সুযোগ দেন।
মঙ্গলবারের ভিডিওতে তার নিরাপত্তার চিত্র তাৎক্ষণিকভাবে দৃশ্যমান ছিল না।
পশ্চিম মিচোয়াকান রাজ্যে একজন মেয়রের প্রকাশ্যে হত্যার পর রাজনৈতিক সহিংসতা সম্পর্কে শাইনবাউমকে বারবার প্রশ্নের উত্তর দিতে হয়েছে, এমন এক সপ্তাহের মধ্যে এটি ছিল এক অস্থির দৃশ্য। মঙ্গলবার, শাইনবাউম মেয়রের সাথে দেখা করতে গিয়েছিলেন।