বয়সভিত্তিক ফিফা বিশ্বকাপ দিয়ে আলোয় আসেন তরুণ ক্লদিও এচেভেরি। আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে নতুন মেসি খেতাব পান বোকা জুনিয়র্স থেকে উঠে আসা তরুণ। তাকে দলে নিতে উঠে পড়ে লাগে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো।

বয়স ১৬ বছরের ঘরে থাকতেই পেপ গার্দিওলার চাওয়ায় ম্যানচেস্টার সিটি তাকে দলে ভেড়ায়। গত শীতকালীন দলবদলের মৌসুমে বয়স ১৮ হওয়ার পরে ম্যানসিটি ক্যাম্পে যোগ দেন আনুষ্ঠানিকভাবে। এক ম্যাচে অল্প একটু খেলার সুযোগও পেয়েছিলেন তিনি।

তবে আলোয় আসলেন ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। শুরুর একাদশে জায়গা পেয়ে নতুন মেসি খ্যাত এচেভেরি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মতো এক ফ্রি কিক গোলে ম্যানসিটিতে গোলের খাতা খুলেছেন।

ম্যানসিটির ৬-০ গোলের জয়ে এচেভেরি ২৭ মিনিটে জালে বল পাঠান। সেটাও দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। বক্সের বাহির থেকে তার ডান পায়ে নেওয়া ফ্রি কিক বুঝেই উঠতে পারেননি আল আইনের গোলরক্ষক। শুধু গোল নয় ম্যাচে ৪৫ মিনিট খেলে খুবই সাবলীল ছিলেন তিনি। ম্যাচে রেটিং পেয়েছেন ১০ এর মধ্যে ৯।

যে কারণে ম্যানসিটির নতুন লিগ মৌসুমে শুরুর একাদশে নিয়মিত খেলার দাবিদার বনে গেছেন তিনি। চলতি ক্লাব বিশ্বকাপে মেসিও ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন। তার গোলে ইউরোপের দল পোর্তর বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প

এছাড়াও পড়ুন:

বিদ্যুৎ সাশ্রয়ে মসজিদের ইমামদের সঙ্গে ডেসকোর মতবিনিময়

সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটির মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এর মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধে সাধারণ মানুষকে সচেতন করা যাবে বলে আশা করা হচ্ছে। ঢাকার মহাখালীর একটি কনভেনশন হলে আজ বৃহস্পতিবার এই সভার আয়োজন করা হয়।

ডেসকো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অংশ নিয়ে ডেসকোর চেয়ারম্যান ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের মতো ৫০০ মানুষকে জানানো মানে, আপনার মাধ্যমে বিভিন্ন এলাকায় ৫ লাখ মানুষের কাছে পৌঁছানো।’

ডেসকোর চেয়ারম্যান বলেন, মসজিদের ইমাম, খতিব সাহেবদের সমাজের ওপর যথেষ্ট প্রভাব রয়েছে। শুক্রবারে খুতবার সময় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে সামাজিক সচেতনতামূলক কথা বলা হলে মানুষ তা আমলে নিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত ও সচেতন হবেন। তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ খাতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। অথচ প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল এমন অনেক জরুরি কাজে অর্থ প্রয়োজন। বিদ্যুৎ অপচয় না করলে সরকারের খরচ কমবে, যা অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত হতে পারে।

মতবিনিময় সভায় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন। বনানী সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মো. আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের আয়োজন এই প্রথম। এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। রূপনগর আবাসিক এলাকার মসজিদের ইমাম মো. জাহিদুল ইসলাম এ আয়োজনের প্রশংসা করেন। উত্তরা পশ্চিম তুরাগ এলাকার এক মসজিদের প্রতিনিধি বিদ্যুৎ বিল কমানোর সুপারিশ করেন।

আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। তিনি পবিত্র কোরআন শরিফের একটি আয়াত তরজমা করে সবাইকে অপচয় থেকে বিরত থাকতে আহ্বান জানান। তিনি সবাইকে সচেতন হতে এবং নিজ নিজ এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে উৎসাহী করার জন্য অনুরোধ করেন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরেন।

সম্পর্কিত নিবন্ধ