দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির মিশন শুরু করল বাংলাদেশ। চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত ছেলেদের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন দ্বীন ইসলাম।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বাধীন লাল-সবুজ শিবিরের। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে এসে মিলেছে সাফল্য। ম্যাচের ২০তম মিনিটে ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন দ্বীন ইসলাম। ছয় মিনিট পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই তরুণ ফরোয়ার্ড।

তৃতীয় কোয়ার্টারে স্কোরলাইনে শেষ সংযোজনটি করেন অমিত হাসান। তার গোলেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মওদুদুর রহমানের শিষ্যরা। পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ।

এ জয়ের ফলে টুর্নামেন্টে শুভ সূচনা করল লাল-সবুজরা। গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে মেয়েদের অনূর্ধ্ব-১৮ দলেরও এশিয়া কাপ যাত্রা শুরু হতে যাচ্ছে। ৪ জুলাই তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী জাপানের।

উল্লেখ্য, ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সর্বশেষ আসর হয়েছিল ২০১৬ সালে, ঢাকায়। সেই আসরে ফাইনালে জায়গা করে নিয়েও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এবারের টুর্নামেন্টে নেই ভারত। বাংলাদেশের গ্রুপে হংকং ছাড়াও রয়েছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হক

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মো. আলীর দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী-এর উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (আজ) বিকেলে ফতুল্লার পঞ্চবটী এলাকায় তাঁর মালিকানাধীন এবি, ভেজিটেবল ভবনের দ্বিতীয় তলায় এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মাহফিলে উপস্থিত সকলেই মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ জীবনের জন্য বিশেষ মোনাজাত করেন। এলাকার বরেণ্য আলেমগণ মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য মোঃ আলী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের হৃদয়ের প্রার্থনা। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান অনস্বীকার্য।

তিনি আরও জানান যে, তাঁর আহ্বানে আজ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি নানা পেশাজীবী মানুষ উপস্থিত থেকে দলের চেয়ারপারসনের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।
 

সম্পর্কিত নিবন্ধ