দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির মিশন শুরু করল বাংলাদেশ। চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত ছেলেদের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন দ্বীন ইসলাম।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বাধীন লাল-সবুজ শিবিরের। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে এসে মিলেছে সাফল্য। ম্যাচের ২০তম মিনিটে ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন দ্বীন ইসলাম। ছয় মিনিট পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই তরুণ ফরোয়ার্ড।

তৃতীয় কোয়ার্টারে স্কোরলাইনে শেষ সংযোজনটি করেন অমিত হাসান। তার গোলেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মওদুদুর রহমানের শিষ্যরা। পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ।

এ জয়ের ফলে টুর্নামেন্টে শুভ সূচনা করল লাল-সবুজরা। গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে মেয়েদের অনূর্ধ্ব-১৮ দলেরও এশিয়া কাপ যাত্রা শুরু হতে যাচ্ছে। ৪ জুলাই তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী জাপানের।

উল্লেখ্য, ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সর্বশেষ আসর হয়েছিল ২০১৬ সালে, ঢাকায়। সেই আসরে ফাইনালে জায়গা করে নিয়েও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এবারের টুর্নামেন্টে নেই ভারত। বাংলাদেশের গ্রুপে হংকং ছাড়াও রয়েছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হক

এছাড়াও পড়ুন:

লোহাগাড়ায় গভীর রাতে গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরোনো বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ফারুকের ছেলে মো. সোহেল এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবু বক্কর।

পুলিশ জানায়, কক্সবাজারগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই আরোহী গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ এবং দুজনের লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ