পুরস্কার লেখককে অনন্য উচ্চতায় যেতে উদ্বুদ্ধ করে
Published: 10th, July 2025 GMT
আমরা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার দেওয়া শুরু করেছিলাম বাংলা ভাষার লেখকদের মূল্যায়ন করে সম্মান জানানোর প্রয়াসে শামিল হওয়ার জন্য। আমরা বিশ্বাস করি লেখক কখনও পুরস্কারের আশায় লেখেন না। তারা লেখেন অন্তর্গত তাগিদে, দেশ ও সমাজ সংস্কারে জাতির মানস গঠনে কিছু ভূমিকা রাখার জন্য। এর পরও একটি পুরস্কার ও স্বীকৃতি উৎসাহ দিয়ে একজন লেখককে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়, উদ্বুদ্ধ করে বারবার নিজেকে অতিক্রম করতে। এই প্রক্রিয়ায় সমৃদ্ধ হয় সাহিত্য। ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার প্রদানে সম্পৃক্ত হওয়া দেশ ও সমাজ গঠনে এবং বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করার জন্য সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার পূরণে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমার দৃঢ়ভাবে বিশ্বাস, এক যুগেরও বেশি সময় ধরে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ইতোমধ্যে দেশের সাহিত্য অঙ্গনে একটা অন্যতম মর্যাদাপূর্ণ স্থান দখলের পাশাপাশি সেরা সাহিত্য পুরস্কারে সম্মান ও স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে।
এ পুরস্কারের মাধ্যমে আমরা মানুষের মেধা, মননশীলতা, স্থিতিশীলতা বিকাশে কিছুটা হলেও অবদান রেখে যেতে চাই। আপনারা জেনে আনন্দিত হবেন, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের কর্মকর্তারা চারটি বুক ক্লাব তৈরি করেছেন। এই ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে পাঠচক্র করেন। নিয়মিত বই নিয়ে আলোচনা করেন। ব্র্যাক ব্যাংকের কর্মীদের সৃজনশীলতা বিকাশে তারা তৈরি করেছেন আবৃত্তি ও সংগীত ক্লাব। নিজেদের লেখা দিয়ে তারা একটি সংকলনও প্রকাশ করেছেন।
আপনারা ইতোমধ্যে জেনেছেন, আমরা এ বছর যে পুরস্কার প্রদান করছি এটি ২০২৩ সালের প্রায় চারশটি বই থেকে বিজয়ী নির্বাচিত করেছি। এই গুরুদায়িত্ব পালনের জন্য আমি, বিচারকমণ্ডলীর সদস্য লেখক খালিকুজ্জামান ইলিয়াস, সাহিত্যিক ফয়জুল লতিফ চৌধুরী ও কবি আবিদ আনোয়ারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ২০২৩ সালে প্রকাশিত বইয়ের পুরস্কার ২০২৫ সালে এসে দিচ্ছি। কারণ, করোনাকালীন এক বছর পুরস্কার প্রদানে বিরতি ঘটেছিল। সেই ব্যাকলক এখনও রয়ে গেছে। এই শূন্যস্থান পূরণের জন্য আমরা ২০২৪ ও ২০২৫ সালে প্রকাশিত দুই বছরের পুরস্কার ২০২৬ সালে একসঙ্গে দেওয়ার পরিকল্পনা করেছি। আমি আশা করছি, সমকাল কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
আমার ব্যক্তিগত একটা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা শুনেছেন বা জানেন আমি লেখালেখির সঙ্গে যুক্ত এবং আমার লেখা কয়েকটি বইও আছে। পুরস্কারও পেয়েছি কয়েকটি। বাংলা একাডেমি ছাড়াও আইএফআইসি সাহিত্য পুরস্কার এবং সিটি ব্যাংক-আনন্দ আলো পুরস্কার পেয়েছি। তবে ব্র্যাক ব্যাংকের সঙ্গে সম্পৃক্ততার কারণে এই পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার যোগ্যতা রাখি না। আমি শুনেছিলাম ২০২১ সালে সম্ভবত আমার একটি বই আমার পক্ষ থেকে পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছিল এবং নির্বাচিত হয়েছিল কিন্তু ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমার সম্পৃক্ততার টেকনিক্যাল কারণে বইটি পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। যাই হোক, এতে আমার কোনো দুঃখ নাই। এই পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার চেয়ে ব্র্যাক ব্যাংকের মতো একটি শক্তিশালী ও সত্যিকার কমপ্ল্যানড প্রতিষ্ঠানে যুক্ত থাকতে পারাকে আমি আরও বড় পুরস্কার বলে মনে করি। আমি ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ সালের বিজয়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করছি আমাদের এই সম্মাননা আপনাদের অনুপ্রাণিত করবে। আমরা চাই আপনাদের লেখার জাদু আরও বিকশিত হোক। পাঠক আপনাদের লেখা পড়ে আরও উৎসাহিত হোক এবং আরও সমৃদ্ধ হোক আমাদের বাংলা সাহিত্য। আজ যেই বইগুলো পুরস্কৃত হয়েছে আশা করি অনেকেই সেই বইগুলো পড়েছেন। যাদের পড়া হয়নি তারা পড়লে আমরা এই পুরস্কার প্রদানকে সার্থক মনে করব। আমরা আশা করব আমাদের সন্তানরাও যেন বই পড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে। শিশুদের ভবিষ্যৎ গঠনে বই পড়ার যে কোনো বিকল্প নেই, এই বোধ ওদের মধ্য জাগ্রহ করে তুলতে হবে আমাদের।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র প রস ক র র র র জন য আপন দ র আম দ র
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে