দীপিকা ও আলিয়া নন, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পান এই অভিনেত্রী
Published: 12th, July 2025 GMT
বলিউড হোক বা দক্ষিণি—সিনেমাপ্রতি কে কত পারিশ্রমিক পান, সেটা সাধারণত বেশ গোপনেই রাখা হয়। তবে মাঝেমধ্যে কিছু প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্র সেই পর্দা সরিয়ে দেয়, আর তখনই সামনে আসে তারকাদের চোখধাঁধানো পারিশ্রমিকের অঙ্ক। এত দিন ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিকের দৌড়ে দীপিকার চেয়ে খুব একটা পিছিয়ে নেই আলিয়া ভাটও। তবে সাম্প্রতিক এক চুক্তিতে বদলে গেছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর নাম। প্রিয়াঙ্কা চোপড়া, যিনি প্রায় ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন। তিনি একটি ছবির জন্য ৩০ কোটি রুপি নিয়েছেন। এটিই এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।
প্রিয়াঙ্কা ফিরছেন রাজামৌলির ছবিতে
এস এস রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। একদিকে এটি তাঁর বলিউডে প্রত্যাবর্তনের ছবি, অন্যদিকে দক্ষিণি ছবিতেও তিনি ফিরছেন দুই দশকের বেশি সময় পর। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, এই ছবির জন্য প্রিয়াঙ্কা চুক্তিবদ্ধ হয়েছেন ৩০ কোটি রুপিতে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দাম্পত্য জীবন সুন্দর-দীর্ঘ করতে মেয়েকে কোন উপদেশ দেন শর্মিলা
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খান। বয়সে ছোট কুণাল খেমুকে পরিবারের মতে বিয়ে করেছিলেন তিনি। দাম্পত্য জীবনের দশ বছর পার করলেন তারা। বিয়ের ঠিক আগে স্বামীর মনের বিশেষ একটি দিক খেয়াল রাখার জন্য সোহাকে উপদেশ মা শর্মিলা ঠাকুর।
সম্প্রতি অভিনেত্রী সোহা জানান, বিয়ের আগে মা শর্মিলা ঠাকুর তাকে পুরুষ মানুষের মন বুঝে চলার উপদেশ দিয়েছিলেন। সম্পর্ক সুন্দর ও দীর্ঘ করতে এই পরামর্শ দেন তার মা।
শর্মিলা মেয়েকে বিয়ের আগে বলেন, ‘পুরুষ মানুষের অহংবোধ থাকে, সেটাকে তার স্ত্রীকে বুঝে চলতে হয়। এবং নারীর আবেগের গুরুত্ব দিতে হয় পুরুষকে।’
সোহা জানান, তার মা সৎ উদ্দেশ্য নিয়েই এই উপদেশ দেন। মায়ের দেওয়া সেই পরামর্শ মেনে চলেন সোহা। পরবর্তী কালে বন্ধু নেহা ধুপিয়ার বিয়ে সময়ও তাকে এই এক পরামর্শই দিয়েছিলেন সোহা।
শর্মিলা ঠাকুর তখন অভিনয় জীবনের মধ্যগগনে। ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ছবিতে বিকিনি পরে সাড়া ফেলেছিলেন তিনি। খ্যাতি ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। পরের বছরেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খানকে বিয়ে করেন!
সেই সময় বলিউডে একটাই গুঞ্জন, নিজের হাতে নিজের পেশাজীবন শেষ করলেন সর্মিলা! বাস্তবে তেমন কিছুই হয়নি। সংসার জীবন নিয়েও ছিলো না কোনো ঝামেলা। তাদের সফল দাম্পত্য জীবন নিয়ে গর্বিত ছেলে-মেয়েরা। সূত্র: আনন্দবাজার অনলাইন।