জয়দেবপুর জংশনে মুগ্ধর নামে সুপেয় পানির কর্নার
Published: 5th, August 2025 GMT
জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে নির্মাণ হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন সাধারণ যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন।
জানা যায়, গাজীপুর জেলা পরিষদ ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ লাখ ৭৫ হাজার টাকায় এটি নির্মাণ করেছে। নাম ফলকে লেখা হয়েছে ‘তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন। আমার চোখে জুলাই বিপ্লব। মুগ্ধ সুপেয় পানির কর্নার।’
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে মুগ্ধের বিস্কুট ও পানি বিতরণের একটি ভিডিও সেসময় আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছিল। তার মৃত্যুতে সরকার পতনের আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকায় সুপেয় পানির এই কর্নার নির্মাণ করেছে।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, “মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষের সুবিধার জন্য নির্মাণ হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।”
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ও পুলিশ সুপার যাবের সাদেকসহ অন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
উল্লেখ্য, এর আগে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র কর কর ন র
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের অন্তত ৫ কর্মী দগ্ধ
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, পরিদর্শক জান্নাতুল নাইম, মো. শামিম ও নুরুল হুদা। আরেক কর্মীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, টঙ্গীর সাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় রাসায়নিকের অনেক গুদাম গড়ে উঠেছে। এসব গুদামে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল। আজ বেলা সাড়ে তিনটার দিকে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় আগুনের তীব্রতায় ফায়ার সার্ভিসের অন্তত পাঁচ কর্মী দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট যুক্ত হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য পদার্থ থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত।