রেলিংয়ের ওপর দিয়ে হাঁটার সময় নদীতে পড়ে শিশু নিখোঁজ
Published: 6th, August 2025 GMT
মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির নাম তানভীর। সে পারনান্দুয়ালি এলাকার আরজুর ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি নদীর পাড়ে থাকা নিরাপত্তা–দেয়ালের রেলিংয়ের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় হঠাৎ নবগঙ্গা নদীতে পড়ে যায় সে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে আসে মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘শিশুটি যেখানে নিখোঁজ হয়েছে, সেখানে নদীর তীব্র স্রোত আছে। আমাদের কর্মীরা পুকুর বা বদ্ধ জলাশয় থেকে উদ্ধারকাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। এখানে নদীর যে স্রোত আছে, এতে পেশাদার ডুবুরি ছাড়া উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফরিদপুর থেকে ডুবুরিদের একটি দল উদ্ধার করতে এখানে আসছেন।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১০০০ গোল থেকে আর কত দূরে রোনালদো ও মেসি
একজনের বয়স ৪০, অন্যজনের ৩৮।
কিন্তু খেলা দেখে বোঝার উপায় নেই তাঁরা বুটজোড়া তুলে রাখার সময় পেরিয়ে এসেছেন। এখনো দুজনই ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছেন, গোল করাচ্ছেন।
বলা হচ্ছে দুই চির তরুণের কথা। একজন ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যজন লিওনেল মেসি।
এই তো শনিবারও রোনালদো জোড়া গোল করেছেন আল নাসরের হয়ে, সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ৫-১ ব্যবধানের দাপুটে জয়ে। অন্যদিকে মেজর লিগ সকারে মেসি দুই গোল তো করেছেনই, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটা। তাঁর ম্যাজিকেই ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে।
দুজনেই এগোচ্ছেন অবিশ্বাস্য এক মাইলফলকের দিকে—ক্যারিয়ারে ১০০০ গোল। রোনালদো কিছুটা এগিয়ে, মেসি তাঁর পিছু পিছু।
কার কত গোলশনিবার রাতের জোড়া গোলের পর আপাতত রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা ৯৪৫। ১০০০ গোলের মাইলফলক থেকে তিনি আর মাত্র ৫৫ গোল দূরে। আল নাসরের হয়ে এই মৌসুমে ৫ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৪ গোল। এভাবে এগোতে থাকলে হয়তো এই মৌসুমেই তিনি সেই মাইলফলক ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ কিংবদন্তি। আর তা না হলেও পরের মৌসুমে তো প্রায় নিশ্চিত।
মেসির জন্য এই পথ এখনো কিছুটা দীর্ঘ। আপাতত তাঁর মোট গোল ৮৮২। ১০০০-এর মাইলফলক ছুঁতে তাঁকে আরও ১১৮টি গোল করতে হবে। ধারণা করা হচ্ছে, আরও প্রায় আড়াই মৌসুমে তিনি এই মাইলফলক ছুঁতে পারেন। এখন দেখার অপেক্ষা, মেসি কি ইন্টার মায়ামিতে থেকেই সেই কীর্তি গড়েন, নাকি তাঁর নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়ে!
আরও পড়ুনবার্সেলোনা যেভাবে ‘দেশি’, রিয়াল মাদ্রিদ ‘বিদেশি’২০ সেপ্টেম্বর ২০২৫ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলফুটবলের ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। তাদের গবেষণা অনুযায়ী, এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলে ৫০০ বা এর বেশি গোল করেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা ২৬ জন। তাঁদের মধ্যে এক ও দুই নম্বর নামটা তো খুবই অনুমিত—রোনালদো ও মেসি।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যখন জাতীয় দলের জার্সিতে মুখোমুখি