রেলিংয়ের ওপর দিয়ে হাঁটার সময় নদীতে পড়ে শিশু নিখোঁজ
Published: 6th, August 2025 GMT
মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির নাম তানভীর। সে পারনান্দুয়ালি এলাকার আরজুর ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি নদীর পাড়ে থাকা নিরাপত্তা–দেয়ালের রেলিংয়ের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় হঠাৎ নবগঙ্গা নদীতে পড়ে যায় সে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে আসে মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘শিশুটি যেখানে নিখোঁজ হয়েছে, সেখানে নদীর তীব্র স্রোত আছে। আমাদের কর্মীরা পুকুর বা বদ্ধ জলাশয় থেকে উদ্ধারকাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। এখানে নদীর যে স্রোত আছে, এতে পেশাদার ডুবুরি ছাড়া উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফরিদপুর থেকে ডুবুরিদের একটি দল উদ্ধার করতে এখানে আসছেন।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রেলিংয়ের ওপর দিয়ে হাঁটার সময় নদীতে পড়ে শিশু নিখোঁজ
মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির নাম তানভীর। সে পারনান্দুয়ালি এলাকার আরজুর ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি নদীর পাড়ে থাকা নিরাপত্তা–দেয়ালের রেলিংয়ের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় হঠাৎ নবগঙ্গা নদীতে পড়ে যায় সে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে আসে মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘শিশুটি যেখানে নিখোঁজ হয়েছে, সেখানে নদীর তীব্র স্রোত আছে। আমাদের কর্মীরা পুকুর বা বদ্ধ জলাশয় থেকে উদ্ধারকাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। এখানে নদীর যে স্রোত আছে, এতে পেশাদার ডুবুরি ছাড়া উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফরিদপুর থেকে ডুবুরিদের একটি দল উদ্ধার করতে এখানে আসছেন।’