বিএনপি’র একটি পক্ষ আওয়ামী লীগের কিছু লোককে নিয়ে বিএনপির পার্টি অফিস প্রবেশ করায় এক মণ দুধ দিয়ে ধোয়া হয়েছে পার্টি অফিস। দুধ দিয়ে পার্টি অফিস ধোয়ার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিনব এ ঘটনা এলাকায় সাড়া ফেলেছে।

বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্ব ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। 

ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। এ দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ছিল। তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ (ইশরাক সিদ্দিকী) আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে, পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। 

এর প্রতিবাদস্বরূপ ১ মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে পার্টি অফিস কলঙ্কমুক্ত হলো। পাশাপাশি এর মাধ্যমে আমরা আরেকটি স্পষ্ট বার্তা দিয়ে রাখলাম, যেন ভবিষ্যতে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কেউ পার্টি অফিসে প্রবেশের সাহস না পায়। 

এদিকে দুধ দিয়ে বিএনপির পার্টি অফিস ধোয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়- একাধিক ছাত্রদল ও যুবদল নেতাকর্মী বক্তব্য দিচ্ছেন এবং বেশ কয়েকজন বালতিতে করে দুধ নিয়ে পার্টি অফিস ধুয়ে দিচ্ছেন। 

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘ঐতিহাসিক অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আমাদের একটি শোভাযাত্রা ও মিছিল ছিল। একটি পক্ষ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছিল। পরে আমরা এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলি।”

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ছ ত রদল অফ স ধ প রব শ উপজ ল

এছাড়াও পড়ুন:

৫ আগস্ট সংবাদপত্রে ছুটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (৪ আগস্ট) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। তবে, পত্রিকা প্রকাশে কোনো বাধ্যবাধকতা নেই। প্রকাশকরা চাইলে বিশেষ ব্যবস্থায় প্রকাশ চালু রাখতে পারবেন।

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ ৮৩ শিক্ষার্থী
  • ৫ আগস্ট রাবিতে কোনো প্রোগ্রাম করেনি ছাত্রদল-বাম
  • ‘২৪ এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতায় দেশ সেরা বড়লেখা সরকারি কলেজ
  • অর্থনীতিকে চাঁঙ্গা করতে দ্রুত নির্বাচন দরকার: আযম খান
  • জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
  • ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা আয়োজন
  • রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডাক টিকিট উদ্বোধন
  • ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি