গুগলের ‘এআই ওভারভিউ’-সুবিধায় সার্চ ফলাফলের ওপরের অংশেই এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত তথ্য দেখা যায়। ফলে কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই অনলাইন থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। গত বছর এই সুবিধা চালুর পর থেকে বিভিন্ন ওয়েবসাইটের অরগানিক ট্রাফিক কমে গেছে বলে অভিযোগ করেছেন অনেক ওয়েবসাইটের মালিক ও কনটেন্ট নির্মাতারা। তবে এ অভিযোগ অস্বীকার করে গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই ওভারভিউ সার্চ–সুবিধার কারণে ওয়েবসাইটের ভিজিটর কমছে না। ব্যবহারকারীরা এখন আগের চেয়ে বেশি সময় নিয়ে নির্দিষ্ট বিষয়ের গভীরে যেতে উৎসাহী হচ্ছেন বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, গুগল সার্চে ব্যবহারকারীদের প্রশ্নের ওপর ভিত্তি করে শীর্ষে যে এআই সারাংশ দেখানো হয়, সেখানে অনেকেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যান। ফলে তাঁরা আর মূল উৎস; অর্থাৎ ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করেন না। ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর ট্রাফিক সংখ্যা কমছে। তবে এ অভিযোগ অস্বীকার করে গুগলের সার্চ বিভাগের প্রধান লিজ রিড এক ব্লগ বার্তায় জানিয়েছেন, অনেক সময় ভুল পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করা হয়। গুগলের নিজস্ব তথ্য বিশ্লেষণে এ ধরনের প্রবণতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। গুগল সার্চ থেকে ওয়েবসাইটে ক্লিকের হার গত বছরের তুলনায় প্রায় একই রয়েছে। কিছু ওয়েবসাইটে ভিজিটর বেড়েছে, আবার কিছু ওয়েবসাইটে কমেছে। সামগ্রিকভাবে ক্লিকের পরিমাণ স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুনগুগল সার্চে নতুন এআই সুবিধা২৭ জুলাই ২০২৫

গুগলের এআই ওভারভিউ-সুবিধার কারণে ওয়েবসাইটের ট্রাফিক কমার অভিযোগ গুগল অস্বীকার করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি জানিয়েছে, এআই সার্চের প্রভাবে অনেক সংবাদমাধ্যম ওয়েব ট্রাফিক হারাচ্ছে। বিজনেস ইনসাইডার, ওয়াশিংটন পোস্ট ও হাফপোস্ট–এর মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। এ ছাড়া গুগলের অ্যালগরিদমে পরিবর্তনের ফলে অনেক স্বাধীন ও ছোট ওয়েবসাইট সার্চ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে। এতে এসব ওয়েবসাইটে আগের মতো ভিজিটর পাওয়া যাচ্ছে না।

কিছু ওয়েবসাইটের ট্রাফিক কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে রিড জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারীদের আচরণ পরিবর্তনের কারণেই এমনটি হচ্ছে। তাঁর মতে, ব্যবহারকারীদের সার্চ অভ্যাসে পরিবর্তনের ফলে কিছু ওয়েবসাইটে ভিজিটর কমেছে, আবার কিছু সাইটে বেড়েছে। বিশেষ করে যেসব ওয়েবসাইটে ব্যবহারকারীদের অভিজ্ঞতানির্ভর আলোচনা, ভিডিও, পডকাস্ট রয়েছে—সেগুলো বেশি ট্রাফিক পাচ্ছে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র ফ ক কম স ব ক র কর গ গল র

এছাড়াও পড়ুন:

‘সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ ভালো নির্বাচন’

অন্তর্বর্তী সরকার মনে করছে, তাদের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

আরো পড়ুন:

‘আলোকিত স্বার্থবোধের’ ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়েছি আমরা: তৌহিদ হোসেন

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।”

“তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দ্বিতীয় অধ্যারয়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা,” বলেন শফিকুল আলম।

এর বাইরে সংস্কার ও বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান প্রেস সচিব।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ