নতুন এআই মডেল ‘জেনি ৩’ উন্মুক্ত করেছে গুগল। গুগল ডিপমাইন্ডের তৈরি নতুন এআই মডেলটির মাধ্যমে সাধারণ টেক্সট প্রম্পট ব্যবহার করে তৈরি করা যাবে থ্রি–ডি ভার্চ্যুয়াল জগৎ, যেখানে এআই ও মানুষ উভয়েই বাস্তবের মতো মিথস্ক্রিয়া করতে পারবে। নতুন এই মডেলের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির বিস্তারে আরও এক ধাপ এগিয়ে গেল গুগল।

গুগলের দাবি, নতুন এই এআই মডেল থ্রি–ডি পরিবেশ তৈরির পাশাপাশি সেখানে থাকা বস্তু বা চরিত্রকে মেমোরিতেও সংরক্ষণ করে রাখতে পারে। ব্যবহারকারী কোনো নির্দিষ্ট পথে হাঁটার পর আবার সেখানে ফিরে গেলে জেনি ৩ সেই পথ চিনে নিতে পারে। এটি আগের সংস্করণ ‘জেনি ২’–এর তুলনায় প্রযুক্তিগত দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি বলেই ধরা হচ্ছে। জেনি ৩ সংস্করণে এখন ৭২০পি রেজল্যুশনের থ্রি–ডি গ্রাফিকস তৈরি সম্ভব হচ্ছে। আগের সংস্করণে মিথস্ক্রিয়া মাত্র ২০ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন সংস্করণে মিথস্ক্রিয়ার সময়সীমা অনেক দীর্ঘ। ফলে আরও বাস্তবধর্মী অনুভূতি পাওয়া যায়। ব্যবহারকারী চাইলে টেক্সট কমান্ডের মাধ্যমেই পরিবেশে আবহের পরিবর্তন ঘটাতে পারেন। নতুন চরিত্র বা বস্তু যোগ করতে পারেন।

গুগলের ভাষ্য অনুযায়ী, জেনি ৩ ভবিষ্যতে ভার্চ্যুয়াল গেম তৈরির পদ্ধতিকে আমূল পাল্টে দিতে পারে। এতে গেম ডেভেলপারদের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিটি শিশুদের শিক্ষা ও ভার্চ্যুয়াল থেরাপির মতো গুরুত্বপূর্ণ খাতেও ব্যবহারযোগ্য হতে পারে বলে মনে করছে গুগল। নিরাপত্তা ও সম্ভাব্য নেতিবাচক প্রভাব মূল্যায়নের লক্ষ্যে জেনি ৩–এর ব্যবহার আপাতত গবেষক ও কনটেন্ট নির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

সূত্র: নিউজ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র স স করণ

এছাড়াও পড়ুন:

কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট

বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কখনো পাননি। এ নিয়ে চাপা আক্ষেপ বয়ে বেড়াচ্ছিলেন। ৭১তম জাতীয় চলচ্চিত্রে পুরস্কার সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ।  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশের পর থেকে নানা ধরনের সমালোচনা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেকে শাহরুখ খানকে আক্রমণ করেও মন্তব্য করেছেন। এবার শাহরুখ খানকে নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেতা লিলিপুট। কেবল তাই নয়, কমল হাসানের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছেন ৭৪ বছরের এই অভিনেতা।   

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন লিলিপুট। এ আলাপচারিতায় তিনি বলেন, “যে অন্ধ নয়, সে অন্ধের অভিনয় করতে পারে। কিন্তু যে বামন নয়, সে কীভাবে একজন বামনের চরিত্রে অভিনয় করবে? কারণ বামনরাও স্বাভাবিক—তাদের হাতের নাড়াচড়া স্বাভাবিক, তারা হাসে, ভাবে—সব কিছু স্বাভাবিক মানুষের মতোই, শুধু তাদের চেহারাটা আলাদা। তাহলে আপনি এতে কীভাবে অভিনয় করবেন? আপনাকে প্রযুক্তির মাধ্যমে ছোট করে দেখাতে হবে।” 

আরো পড়ুন:

হুমা কুরেশির ভাই খুন

বলিউডের নয়া ‘ক্রাশ’ অনীত

শাহরুখ খানের সমালোচনা করে লিলিপুট বলেন, “আমরা জানি আপনি সুদর্শন, চমৎকার দেখতে—সেখানেই আমাদের ধারণা থমকে যায়। আমরা একজন বামনকে দেখছি না, বরং এমন একজন হিরোকে দেখছি যাকে ভিএফএক্স দিয়ে ছোট করে দেখানো হয়েছে। আপনার চিত্রনাট্য কী বলার চেষ্টা করছে?” 

তামিল ভাষার ‘অপ্পু রাজা’ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান। বরেণ্য এই অভিনেতার সঙ্গে শাহরুখ খানের ‘জিরো’ সিনেমার তুলনা করেন লিলিপুট। এ সিনেমায় শাহরুখ একজন বামনের চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি শাহরুখ খান যথেষ্ট হোমওয়ার্ক করেননি বলেও দাবি তার।  

এ বিষয়ে লিলিপুট বলেন, “আপনি ‘অপ্পু রাজা’ এর বুদ্ধিমত্তা দেখেন। কমল হাসান একজন বামন ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বামনদের শরীর কিছুটা বিকৃত থাকে, তাদের আঙুল ছোট হয়, একটু মোটা হয়, হাত, মুখ ও পা অন্যরকম হয়—তাহলে আপনি যখন সেই ধরনের প্রভাব ফেলতে পারছেন না, তখন কেন এমন একটা কাজ করলেন? কীভাবে ভাবলেন আপনি এর মাধ্যমে প্রভাব ফেলতে পারবেন?” 

কমল হাসানকে অনুকরণ করেছেন শাহরুখ খান। এ দাবি করে লিলিপুট বলেন, “আপনি কমলজির অনুকরণ করেছেন। কিন্তু আপনি তার পায়ের ধুলোরও যোগ্য নন।” 

আনন্দ এল রাই নির্মিত ‘জিরো’ সিনেমা ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর দর্শক-সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়া পান। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করেছিল ১৯১.৪৩ কোটি রুপি। এ ব্যর্থতার পরই শাহরুখ খান আড়ালে চলে যান। দীর্ঘ বিরতিতে নিজেকে প্রস্তুত করেন। ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন হয়। 

‘জওয়ান’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এ সিনেমা ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ