ছবি ও ভিডিও বিকৃতি নিয়ে সোচ্চার মেহজাবীন
Published: 8th, August 2025 GMT
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বহুগুণ বেড়েছে। রুপালি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে মানুষের চাহিদাও খানিকটা কমেছে। যার প্রভাব হলিউডে দৃশ্যমান হয়েছে। ফলে ২০২৩ সালের মে মাসে ধর্মঘটের ডাক দেয় হলিউডের রাইটার্স গিল্ড।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রীদের ডিপফেক ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার ঘটনা কম নেই। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেশের অনেক তারকার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এবার সোচ্চার হলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন মেহজাবীন চৌধুরী। তাতে এ অভিনেত্রী বলেন, “প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী, কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে।”
আরো পড়ুন:
অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ
উত্তরায় বিমান বিধ্বস্ত: তারকাদের প্রার্থনা
কৃত্রিম বুদ্ধিমত্তাকে খারাপভাবে ব্যবহার করাকে ‘অপরাধ’ বলে মন্তব্য করেছেন মেহজাবীন। তার মতে, “এটা এখন নিত্যদিনের ঘটনা। এমন মানুষদের সংখ্যা বাড়ছে, যারা সারাদিন ধরে শুধুই এসব করে বেড়ায়। তারা ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক না, এটা একেবারে অপরাধ।”
আইনি পদক্ষেপের দাবি জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “এই ধরণের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা বলা যায়। এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার। আমাদের দরকার কঠোর আইন, শক্ত প্রতিরোধ, আর জনসচেতনতা। যারা এসব করে, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।”
আশা ব্যক্ত করে মেহজাবীন চৌধুরী বলেন, “আমি আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা সবাই বিশেষ করে নারীদের জন্য—একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক চলচ চ ত র ক ত র ম ব দ ধ মত ত ম হজ ব ন চ ধ র ব যবহ র
এছাড়াও পড়ুন:
চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
হিজরি ১৪৪৭ সনের রবিউস সানি মাস কখন শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭
ঢাকা/নঈমুদ্দীন/রফিক