‘সাইয়ারা’ সিনেমার সাফল্য: প্রথমবার মুখ খুললেন নায়িকা
Published: 8th, August 2025 GMT
বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। কেবল তাই নয়, বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি নয়া ক্রাশে রূপ নিয়েছেন অনীত।
‘সাইয়ারা’ সিনেমা দিয়ে অভিনয় আর রূপের দ্যুতি ছড়ালেও নীরব ছিলেন অনীত। অবশেষে প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ‘হতবাক’ অনীত তার অনুভূতি ব্যক্ত করেছেন।
অনীত পড্ডা বলেন, “আমার বিমূঢ়তা কেটে যাচ্ছে। আমি শুধু এতটুকুই বলতে চাই—‘আমি আপনাদের ভালোবাসি।’ আমি আপনাদের চিনি না। কিন্তু জানি, আমি আপনাদের ভালোবাসি।”
আরো পড়ুন:
কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট
হুমা কুরেশির ভাই খুন
মানুষের ভালোবাসায় সিক্ত অনীত ভাষাহীন। তার ভাষায়, “আপনারা আমাকে এতটাই উদারভাবে ভালোবাসা দিয়েছেন যে, সেটা আমার বুকের ভেতর ভারী হয়ে আছে। আমি জানি না কী করব! শুধু এটুকু বুঝি—এটা আপনাদের ফিরিয়ে দিতে চাই। সামনে কী আছে তা ভেবে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি এটাই যথেষ্ট নয়। কিন্তু আমার যা কিছু আছে, তার সবটুকু দিয়ে দেব।”
নিজের সবটুকু দিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনীত পড্ডা বলেন, “এটা যদি আপনার মুখে হাসি ফোটায় কিংবা কান্না অথবা আপনার ভুলে যাওয়া কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, এটা যদি আপনার একাকিত্ব একটুও কমিয়ে থাকে, তাহলে হয়তো এটাই আমার থাকার অর্থ। আমি চেষ্টা করে যাব। নিখুঁত না হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। কারণ আমি আপনাদের ভালোবাসি।”
অনীত অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাইয়ারা’। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রণয়ধর্মী এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে সাফল্য ধরা দিয়েছে অনীতের। এতে বাণী বাত্রার চরিত্র রূপায়ন করে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন মোহিত সুরি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আপন দ র আপন র
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নরা পাবেন ৬১ কোটি টাকা—প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন
২৪ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেন টেনিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি ৮২ লাখা টাকা)। পুরুষ একক ও নারী একক—দুই বিভাগের চ্যাম্পিয়নই পাবেন এই পরিমাণের অর্থ।
ইউএস ওপেন কর্তৃপক্ষ বলছে, টেনিস ইতিহাসে এর আগে আর কোনো গ্র্যান্ড স্লামে এত বেশি অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়নি। শুধু চ্যাম্পিয়ন নয়, প্রাইজমানি বেড়েছে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যই।
এবারের ইউএস ওপেনে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার বা ৬ কোটি ৭৪ লাখ পাউন্ড। এটি গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালে ইউএস ওপেনের মোট প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি মার্কিন ডলার।
মোট প্রাইজমানির তুলনায় বেশি বেড়েছে চ্যাম্পিয়নের প্রাইজমানি। গত বছর পুরুষ একক ও নারী এককের চ্যাম্পিয়ন পেয়েছিলেন ৩৬ লাখ মার্কিন ডলার বা ২৮ লাখ পাউন্ড।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০২৫ ইউএস ওপেন যুক্তরাজ্যের উইম্বলডনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি প্রাইজমানি দিতে চলেছে। এ বছর উইম্বলডনের মোট পুরস্কার ছিল ৫.৩৫ কোটি পাউন্ড আর চ্যাম্পিয়নরা পেয়েছিলেন ৩০ লাখ পাউন্ড করে; যা ইউএস ওপেনে হতে যাচ্ছে ৩৭ লাখ পাউন্ড।
আরও পড়ুনটেনিসের স্কোরিং রহস্য: কেন ১৫, ৩০, ৪০... আর ‘লাভ’ মানে ‘শূন্য’৩১ জুলাই ২০২৫চ্যাম্পিয়নের পাশাপাশি আগের তুলনায় বেশি অর্থ পাবেন বিভিন্ন রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া খেলোয়াড়েরাও। যেমন ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়েরা পাবেন ১ লাখ ১০ হাজার ডলার, যা গতবারের চেয়ে ১০ শতাংশ বেশি। আবার পুরুষ ও নারী দ্বৈতের পুরস্কার ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৭.৮০ লাখ মার্কিন ডলার।
২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি (মার্কিন ডলারে)ইউএস ওপেন কর্তৃপক্ষ প্রাইজমানি ঘোষণার বিবৃতিতে জানিয়েছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো’ পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে বিজয়ী দলগুলো ১০ লাখ মার্কিন ডলার করে পুরস্কার পাবে।
২৪ আগস্ট শুরু হয়ে এবারের ইউএস ওপেন শেষ হবে ৭ সেপ্টেম্বর।
আরও পড়ুনপ্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা১১ জুলাই ২০২৫