ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা ঘোষণা পর ১২ ঘণ্টারও বেশি সময়ে পেরিয়ে গেছে। পশ্চিমা কয়েকটি দেশ এই ঘোষণার প্রতিক্রিয়া জানালেও এখনো আরব দেশগুলো কোনো মন্তব্য করেনি। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। 

নেতানিয়াহু বুধবার (৭ আগস্ট) রাতে এক টেলিভিশন ভাষণে গাজা দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “গাজা যেন আর কখনো আমাদের নাগরিকদের জন্য হুমকি না হয়, তা নিশ্চিত করতেই আমাদের এ পরিকল্পনা। আমরা চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি।”

নেতানিয়াহুর এই ঘোষণার পর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইসরায়েলকে সিদ্ধান্তটি ‘অবিলম্বে পুনর্বিবেচনা করার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্য ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের অংশ হিসেবে’ শান্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।

অস্ট্রেলিয়া ইসরায়েলকে তার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, “স্থায়ীভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি এই পরিকল্পনাটিকে ‘একেবারে ভুল দিকে অত্যন্ত খারাপ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। 

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলি সরকারের ঘোষণায় ‘গভীরভাবে উদ্বিগ্ন।’ 

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ‘তীব্রভাবে’ এই ঘোষণার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি ‘কেবলমাত্র আরো ধ্বংস এবং দুর্ভোগের দিকে পরিচালিত করবে।’

মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্ক তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্ক বলেছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত ‘এই অঞ্চলে তাদের সম্প্রসারণবাদী এবং গণহত্যা নীতির একটি নতুন পর্যায় গঠন করে।’

মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। শক্তিধর মুসলিম দেশ সৌদি আরব, আরব আমিরাত ও কাতার প্রতিবাদ তো দূরের কথা এখনো কোনো মন্তব্যই করেনি। গাজার প্রতিবেশী মিশর একেবারেই নীরব ভূমিকা পালন করছে।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বল ছ ন ইসর য

এছাড়াও পড়ুন:

১৭ বছর বয়সেই অধিনায়ক হয়ে ‘জ্যাক ভুকুসিচের’ ইতিহাস

ক্রিকেট ইতিহাসে এক অনন্য মুহূর্তের জন্ম দিল ক্রোয়েশিয়ার তরুণ তারকা জ্যাক ভুকুসিচ। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সাইপ্রাসের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি। মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার কীর্তি গড়লেন এই তরুণ।

এর আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে, যিনি ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন।

১৭ বছর বয়সী এই তরুণ ইতোমধ্যেই ক্রোয়েশিয়ার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন এবং ২০৫ রান করেছেন। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ৫৩ রান। তিনি ২০২৪ সালের জুলাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক করেন।

আরো পড়ুন:

ভারত-ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির বৃষ্টিতে ভাঙল ৭০ বছরের রেকর্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন রুট, ছুঁলেন অনন্য মাইলফলক

তবে সাইপ্রাসের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল হতে পারেননি। ১৯ বলে ১৪ রান করেছেন, যার মধ্যে ছিল মাত্র একটি চার।

সাইপ্রাসের বিপক্ষে চলমান সিরিজে ভুকুসিচ তিন ইনিংসে করেছেন ৭৫ রান, গড় ২৫। তবে অধিনায়কত্বের অভিষেকটা তেমন সুখকর হয়নি তার জন্য। প্রথম তিন ম্যাচেই হেরেছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে সাইপ্রাস জয় পায় ৫৮ রানে, এরপর পরের দুটি ম্যাচে তারা জেতে যথাক্রমে ৭ উইকেটে এবং ৩ উইকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়কের তালিকা:
১. জ্যাক ভুকুসিচ (ক্রোয়েশিয়া) – ১৭ বছর ৩১১ দিন – আগস্ট ২০২৫,
২. নোমান আমজাদ (ফ্রান্স) – ১৮ বছর ২৪ দিন – জুলাই ২০২২,
৩. কার্ল হার্টম্যান (আইল অব ম্যান) – ১৮ বছর ২৭৬ দিন – ফেব্রুয়ারি ২০২৩,
৪. লুউসানজুন্দুই এরডেনেবুলগান (মঙ্গোলিয়া) – ১৮ বছর ৩২৪ দিন – সেপ্টেম্বর ২০২৩,
৫. রশিদ খান (আফগানিস্তান) – ১৯ বছর ১৬৫ দিন – মার্চ ২০১৮।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ