বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড দলে ৪ নতুন মুখ
Published: 8th, October 2025 GMT
৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। এজন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।
৪ নতুন মুখ নিয়ে টেস্ট খেলতে আসছেন তারা। টেস্টের তুলনায় তাদের টি-টোয়েন্টি দল বেশি অভিজ্ঞ। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।
প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ক্যাড কারমাইকেল, লিয়াম ম্যাকার্থি জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি। এছাড়া লেগ স্পিনার গ্যাভিনকেও রাখা হয়েছে। এর আগে একাধিকবার তাকে দলে নেয়া হয়েছিল। কখনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
২০২৩ সালে আয়ারল্যান্ড বাংলাদেশে এসে একটি টেস্ট খেলেছিল। যেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। ওই স্কোয়াডে থাকা ৭ জন এবার দুই ম্যাচের সিরিজ খেলতে আসবেন।
হাঁটুর চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন মার্ক অ্যাডায়ার। তবে তিনি কেবল টি-টোয়েন্টি সিরিজেই খেলবেন। এই সংস্করণে ফিরেছেন আরেক পেসার জস লিটলও। এছাড়া তারকা ব্যাটার হ্যারি টেক্টরের ভাই টিম টেক্টরও ফিরেছেন টি-টোয়েন্টি দলে।
দুই দলের এটাই প্রথম পূর্ণাঙ্গ টুর্নামেন্ট হতে যাচ্ছে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। পরের ম্যাচ ১৯ নভেম্বর মিরপুরে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরের দিন আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড
অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, ক্যাড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাবিন হো, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়াল
বিশ্ববাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়েছে। গতকাল মঙ্গলবার এই প্রথম প্রতি আউন্স সোনার দাম চার হাজার ডলার ছুঁয়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বিশ্ব অর্থনীতির ধীরগতি, যুক্তরাষ্ট্রে নীতি সুদ কমার সম্ভাবনা—সব মিলিয়ে এই নিরাপদ সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৫১ শতাংশ। বিশ্লেষকেরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বেড়ে যাওয়া, স্বর্ণনির্ভর এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধি, মার্কিন ডলারের দুর্বলতা, খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ—এসব কারণে সোনার দামের এই উল্লম্ফন। বাণিজ্যযুদ্ধ ও ভূরাজনৈতিক টানাপোড়েন বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন। ফলে ১৯৮৬ সালের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে সোনার দাম সবচেয়ে বেশি হারে বেড়েছে। খবর সিএনএনের
অর্থনীতিবিদদের মতে, কম সুদের হার ও অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে সোনার দাম সাধারণত বেড়ে যায়। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনা নির্ভরযোগ্য রক্ষাকবচ হিসেবে বিবেচিত। কেননা, মূল্যস্ফীতি বাড়লেও সোনার দাম কমে না।
এদিকে যুক্তরাষ্ট্রে শাটডাউন থাকায় ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা এখন সরকারি অর্থনৈতিক তথ্য পাচ্ছেন না। ফলে বিনিয়োগকারীরা বিকল্প উৎস থেকে তথ্য সংগ্রহ করে ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপ অনুমান করার চেষ্টা করছেন। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী ২৮-২৯ অক্টোবরের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার ১ চতুর্থাংশ পয়েন্ট কমাতে পারে। শুধু তা–ই নয়, ডিসেম্বরেও তারা নীতি সুদহার কমাতে পারে।
স্করপিয়ন মিনারেলসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল ল্যাংফোর্ড সিএনএনকে বলেন, মার্কিন ডলারের মান আরও কমতে থাকলে আগামী ছয় মাসে সোনার দাম আউন্স প্রতি ৪ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।
শতকোটিপতি বিনিয়োগকারী কেন গ্রিফিন অবশ্য এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, ‘ডলারের চেয়ে নিরাপদ সম্পদ হিসেবে সোনার উত্থান উদ্বেগজনক। মানুষ এখন নিজেদের সম্পদ ডলারের প্রভাব থেকে দূরে রাখতে বা ঝুঁকি কমাতে চাইছে।
এদিকে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস গত সোমবারের পূর্বাভাসে সোনার দাম আরও বাড়বে বলে জানিয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর মাসের জন্য তাদের পূর্বাভাস ৪ হাজার ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪ হাজার ৯০০ ডলার করেছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকও সেপ্টেম্বরে টানা একাদশ মাসের মতো তাদের রিজার্ভের জন্য সোনা কিনেছে বলে জানা গেছে।
গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১ দশমিক ৩৮ শতাংশ বা আউন্সপ্রতি ৫৪ দশমিক ৬৩ ডলার। গত এক মাসে বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ বা আউন্সপ্রতি ৩০৮ দশমিক ৯৭ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ বা ৮৬৯ দশমিক ৪৪ ডলার। গত এক বছরে বেড়েছে ৫১ দশমিক ৫২ শতাংশ বা আউন্সপ্রতি ১ হাজার ৩৪৩ দশমিক ৭২ ডলার।