ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাস। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই বাসের ভেতর আরো অনেক যাত্রী আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটের ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির। 

আরো পড়ুন:

দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে ওই বাস হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টিতে একটি পাহাড় থেকে বিপুল পরিমাণ কাদা ও বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাসটি চাপা পড়ে যায় কাদা ও পাথরের স্তরের নিচে।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে যায়।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। এক শিশুসহ চারজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। 

এই দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুতে আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।” একইসঙ্গে তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন উদ ধ র

এছাড়াও পড়ুন:

নাটোরে বাসের ধাক্কায় অটোরিশার ৩ যাত্রী নিহত

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানাতে পারেনি পুলিশ। 

সোমবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

নবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু

দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন দুইজন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। মরদেহ তিনটি পুলিশ হেফাজতে রয়েছে। 

তিনি আরো জানান, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
  • মেঘনা নদীতে পুলিশ-নৌ চাঁদাবাজ গোলাগুলি : তিন পুলিশসহ আহত ৫ 
  • মেঘনা নদীতে পুলিশের সাথে নৌ চাঁদাবাজদের গোলাগুলি, সংঘর্ষ : তিন পুলিশসহ আহত ৫ 
  • টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১০
  • নাটোরে বাসের ধাক্কায় অটোরিশার ৩ যাত্রী নিহত