প্রেস এজেন্সি ‘প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন
Published: 27th, October 2025 GMT
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘প্রেসেঞ্জার’ ঢাকা ব্যুরো অফিস। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেসেঞ্জারের ঢাকা ব্যুরোর কর্মীরাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরো পড়ুন:
ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
অনলাইন পত্রিকাসহ সবার জন্যই বেতন কাঠামো দিয়ে যেতে চাই: তথ্য উপদেষ্টা
শুরুতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, “বর্তমানে আমরা ২৪ পরবর্তী নতুন এক বাংলাদেশে আছি। যদিও তার আগেও সংবাদমাধ্যমের বহুমুখী চ্যালেঞ্জ ছিল। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সে চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ করেছে। আশা করছি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রেসেঞ্জার অগ্রণী ভূমিকা রাখবে।”
তিনি বলেন,“প্রেসেঞ্জার বাংলাদেশে কার্যক্রম শুরু করা একটি আনন্দের সংবাদ। বাংলাদেশে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করে। তাদের নিয়ে বিতর্কের জায়গাও রয়েছে। তবে, আশা করি প্রেসেঞ্জা বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করে ব্যতিক্রমধর্মী সংবাদ প্রকাশ করবে।”
প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “আজ আনুষ্ঠানিকভাবে বার্তা সংস্থা প্রেসেঞ্জার কার্যক্রম ঢাকায় শুরু হলো। আমি প্রেসেঞ্জার সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। এতদিন ১০টি ভাষায় প্রেসেঞ্জা সংবাদ পরিবেশন করতো, এখন এর সঙ্গে যুক্ত হলো বাংলা। তাই প্রেসেঞ্জার যেকোনো সংবাদ এখন থেকে বাংলা ভাষাতেও পড়া যাবে।”
তিনি বলেন, “বাংলাদেশের সাংবাদিকতার উৎকর্ষতাকে আরো বেগবান করতে প্রেসেঞ্জা বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এএফপি, এপি, বিবিসি বা রয়টার্সের মতোই প্রেসেঞ্জা মানসম্মত একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসেঞ্জার প্যানেল এডিটর শেখ মোহাম্মদ আরীফ, শামসুল হক বসুনিয়া, বায়োজিদ যশোরী, হেড অব এড অ্যাডমিন কাওসার আহমেদ এবং হেড অব সার্পোট সার্ভিস মারুফ উল আলম।
এছাড়া ওয়েবিনারে যুক্ত ছিলেন প্রেসেঞ্জা ইন্টারন্যাশনালের কো-ডাইরেক্টর পিয়া ফিগুয়েরা (চিলি), ইন্টারন্যাশনাল টেকনিক্যাল এক্সপার্ট জাভিয়ার টোলকাচার (আর্জেন্টিনা) এবং ডেভিড এন্ডারসন।
২০০৯ সালে ইতালির মিলানে প্রথম প্রতিষ্ঠিত হওয়ার পর, ২০১৪ সাল থেকে ইকুয়েডরের কিটোতে একটি আন্তর্জাতিক প্রেস এজেন্সি হিসাবে আইনত নিবন্ধিত হয় প্রেসেঞ্জা। বিশ্বের ২৪টি দেশের সক্রিয় উপস্থিতি নিয়ে, প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল ইংরেজি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি, এরাবিক, পর্তুগিজ, জার্মান, গ্রিক এবং কাতালানসহ ১০টি ভাষায় দৈনিক সংবাদ পরিষেবা প্রকাশ করে আসছে। আজ থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলা ভাষা। এছাড়া ২৪টি দেশের সঙ্গে আজ থেকে বাংলাদেশের ঢাকা ব্যুরো অফিসও এই পরিষেবায় যুক্ত হয়েছে।
ঢাকা/রায়হান/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাকসু নির্বাচনের রোডম্যাপ দাবিতে অনশনে শিক্ষার্থী
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনশন শুরু করেছেন এক শিক্ষার্থী। গত দুইদিন ধরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে তিনি এ কর্মসূচি পালন করছেন।
তিনি হলেন, কলেজে ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফেরদৌস রুমি।
আরো পড়ুন:
বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফেরদৌস রুমি বলেন, “৩২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর বিএম কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ২৪ বছর ধরে কলেজটিতে নির্বাচন হচ্ছে না। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না বাকসু।”
তিনি বলেন, “নির্বাচনের দাবিতে ১ মাসের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত এ অনশন চলবে।”
এ ব্যাপারে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শিক্ষকদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। দ্রুত সময়ের মধ্যে বাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
গত ২৩ অক্টোবর বাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের দুইটি ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজের ছাত্র সংসদ শুধু নেতৃত্ব নয়, এটি ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের অন্যতম মাধ্যম। অথচ দীর্ঘ ২ যুগ ধরে প্রশাসন নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।
ঢাকা/পলাশ/মেহেদী