ব্রাজিলে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ২
Published: 16th, February 2025 GMT
ব্রাজিলে আবারো বিমান দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ-পূর্ব সাও পাওলো রাজ্যের একটি গ্রামীণ শহরে একটি ছোট বিমান আখ ক্ষেতে বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন।
স্থানীয় দমকল বিভাগের বরাত দিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।
দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, কাছের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর কোয়াড্রাহাদ শহরে বিমানটি বিধ্বস্ত হয়, এতে আরোহী দুজন নিহত হন।
আরো পড়ুন:
চ্যাম্পিয়ন হতে অপেক্ষা বাড়ল ব্রাজিলের, আর্জেন্টিনারও
৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে
তিনি আরো জানান, বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল কিন্তু আখ ক্ষেতের সঙ্গে ধাক্কায় বিস্ফোরিত হয়।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। বিমানটি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। ওই দুর্ঘটনায় পাইলট এবং একজন যাত্রী নিহত এবং ছয়জন আহত হন।
ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবোনিউজের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে এখন পর্যন্ত ব্রাজিলে সাতটি বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ইনসাফ’-এ ভয়ংকর রূপে মোশাররফ করিম
চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো থেটোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে– দেখেই বোঝা যাচ্ছে, প্রতিশোধের নেশায় দাঁড়িয়ে আছেন অভিনেতা মোশাররফ করিম।
এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনও। দেখা যাবে হয়তো এমনটি তার দর্শকরা ভাবেওনি। অথচ সেই ভয়ংকর রূপেই অভিনেতাকে এবার দেখলেন; যা একেবারে চেনা ছকের বাইরে, ভিন্ন একজন।
রোববার সন্ধ্যায় নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করে বলা হয়, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’
সেই সঙ্গে পরিচালক ইঙ্গিত দিলেন ঈদুল আজহায় যে মোশাররফ সামনে আসছেন তিনি। চিরচেনা নন। ভিন্ন একজন, ভয়ংকর একজন।
নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ‘ইনসাফ’ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। আর এ সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার।
গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ফার্স্ট লুক পোস্টার। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির করা হয় রাজকে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’ সে পোস্টারে সিনেমাটির নায়ক শরিফুল রাজকে পরিচিত করা হয়। সেই ধারাবাহিকতায় এবার এলো মোশাররফ করিমের পরিচিতি। তবে এ সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক না ইতিবাচক, সে কথা খোলাসা করেননি।
গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ অংশের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিৎকে নিয়ে টালিউডে ‘মানুষ’ নামের সিনেমা বানিয়েছিলেন তিনি।
সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় এসেছে প্রতিষ্ঠানটি। সঙ্গে রয়েছে টিওটি ফিল্মস। সিনেমাটিতে শরিফুল রাজের সঙ্গে অভিনয় করেছেন নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ছবির মাধ্যমে পুরোপুরি কমার্শিয়াল ছবির নায়িকা হয়ে আসছেন তিনি।