বিশেষ বিসিএসে ২০০০ চিকিৎসক নিয়োগ, বাড়ছে বয়স
Published: 13th, March 2025 GMT
চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক সায়েদুর রহমান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সায়েদুর রহমান। তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স ৩৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদ ২৬৬৩ ঘণ্টা আগেঅধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে চিকিৎসকেরা গত বুধবার তাঁদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাঁদের দাবিদাওয়া নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাঁদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে।
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়৪ ঘণ্টা আগেসরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকেরা গতকাল বুধবার আন্দোলন থেকে সরে এসেছে জানিয়ে বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘তবে এখনো কিছু ইন্টার্ন চিকিৎসক শিক্ষার্থীরা ক্লাশে অনুপস্থিত রয়েছেন। আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই যেন নিজেদের দায়িত্ব পালন করেন।’ চিকিৎসক এবং রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ার কাজটি শেষ হবে বলেও জানান অধ্যাপক সায়েদুর রহমান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র রহম ন চ ক ৎসক ব স এস সরক র
এছাড়াও পড়ুন:
ইয়ামালের চিকিৎসা নিয়ে বার্সেলোনা-স্পেন দ্বন্দ্ব
লামিনে ইয়ামালের চিকিৎসা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) অভিযোগকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। ফেডারেশনের দাবি, ইয়ামালের রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা সম্পর্কে জাতীয় দলের চিকিৎসকদের সময়মতো জানায়নি ক্লাবটি। তবে বার্সা বলছে, চিকিৎসার তথ্য ‘অবিলম্বে’ এবং ‘দায়িত্বশীলভাবে’ জানানো হয়েছিল আরএফইএফকে।
ইয়ামাল বর্তমানে বার্সেলোনার চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সোমবার যোগ দিয়েছিলেন স্পেন জাতীয় দলের ক্যাম্পে, বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে। কিন্তু চিকিৎসার বিষয়টি জানার পর কোচ লুই দে লা ফুয়েন্তে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেন এবং ক্লাবে ফেরত পাঠান।
আরএফইএফের অভিযোগ, ইয়ামালের কুঁচকির চোটের জন্য রেডিওফ্রিকোয়েন্সি থেরাপি দেওয়া হয়েছিল। কিন্তু তারা বিষয়টি জানতে পারে চিকিৎসা সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরে। এতে ফেডারেশনের চিকিৎসক দল বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে। স্পেন কোচ লা ফুয়েন্তে বলেন, ‘এমন পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি। আমার মনে হয় না, বিষয়টা খুব স্বাভাবিক। অবশ্যই আমি অবাক হয়েছি, যেমনটা অন্য সবাইও হয়েছে।’
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিবো জানিয়েছে, বার্সেলোনা অভিযোগটি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, বেলজিয়ান বিশেষজ্ঞ ডা. আর্নেস্ট শিল্ডার্সের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা দেওয়া হয়েছিল। দলের মেডিকেল স্টাফ, ইয়ামাল এবং বিশেষজ্ঞের যৌথ অনুমোদনেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসার পর ‘অবিলম্বে’ আরএফইএফকে বিস্তারিত জানানো হয়েছিল বলেও বার্সার দাবি।
আরও পড়ুন১৫৬ কোটি টাকায় পিকে–শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল২৮ অক্টোবর ২০২৫বার্সেলোনা আরও জানিয়েছে, চিকিৎসাটি করা হয়েছিল সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের এক দিন পর, ১০ নভেম্বর সোমবার। চিকিৎসার পর পুনরুদ্ধার প্রক্রিয়া ‘নিয়ন্ত্রণে’ আছে, কোনো গুরুতর জটিলতার আশঙ্কা নেই। ক্লাবের দাবি, পুরো সময়ই স্পেনের মেডিকেল টিমের সঙ্গে তাদের ‘সার্বক্ষণিক যোগাযোগ’ ছিল।
এই পাল্টাপাল্টি মন্তব্যে ইয়ামালকে ঘিরে দুই পক্ষের বিবাদ আরও তীব্র হয়েছে। এর আগে সেপ্টেম্বরে জাতীয় দলে খেলে আসার পর বার্সা কোচ অভিযোগ করেছিলেন, ইয়ামালকে ব্যথানাশক ব্যবহার করানো হয়েছিল। সেই কারণে ক্লাবের হয়ে চার ম্যাচে তাঁকে খেলানো যায়নি।
চলমান ফিফা উইন্ডোতে স্পেন খেলবে দুটি ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে, দ্বিতীয়টি ১৮ নভেম্বর তুরস্কের বিপক্ষে।
আরও পড়ুনআর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে পড়েছেন ইয়ামাল০৩ নভেম্বর ২০২৫