বিশেষ বিসিএসে ২০০০ চিকিৎসক নিয়োগ, বাড়ছে বয়স
Published: 13th, March 2025 GMT
চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক সায়েদুর রহমান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সায়েদুর রহমান। তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স ৩৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদ ২৬৬৩ ঘণ্টা আগেঅধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে চিকিৎসকেরা গত বুধবার তাঁদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাঁদের দাবিদাওয়া নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাঁদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে।
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়৪ ঘণ্টা আগেসরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকেরা গতকাল বুধবার আন্দোলন থেকে সরে এসেছে জানিয়ে বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘তবে এখনো কিছু ইন্টার্ন চিকিৎসক শিক্ষার্থীরা ক্লাশে অনুপস্থিত রয়েছেন। আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই যেন নিজেদের দায়িত্ব পালন করেন।’ চিকিৎসক এবং রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ার কাজটি শেষ হবে বলেও জানান অধ্যাপক সায়েদুর রহমান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র রহম ন চ ক ৎসক ব স এস সরক র
এছাড়াও পড়ুন:
দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে গুয়াহাটি যাবেন গিল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের অধিনায়ক শুভমন গিল খেলতে পারবেন কি না- এ নিয়ে গত কয়েক দিন ধরেই তৈরি হয়েছিল ধোঁয়াশা। ২২ নভেম্বর গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচকে সামনে রেখে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল গিলের চোটের অবস্থা।
কলকাতায় প্রথম টেস্ট চলাকালেই গিল ঘাড়ে আঘাত পান। দ্বিতীয় দিনের খেলাশেষে তাকে নেওয়া হয় হাসপাতালে। চোটের ধাক্কায় তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে পারেননি। ১২৪ রানের ছোট লক্ষ্য তাড়া করেও শেষ পর্যন্ত ৩০ রানে ম্যাচ হারে ভারত।
আরো পড়ুন:
‘একশটা টেস্টই যেন শেষ না হয়’
টি-টেন লিগে তাসকিন
চোট কাটিয়ে উঠছেন গিল:
সবচেয়ে আশার কথা- গিলের অবস্থা এখন অনেকটাই ভালো। রিপোর্টে বলা হচ্ছে, তিনি এখন স্থিতিশীল, স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন এবং ঘাড়ে আগের তুলনায় অনেক কম ব্যথা অনুভব করছেন। তার মাঠ ছাড়ার পর ভারতীয় দল যে বিপাকে পড়েছিল, এই উন্নতি তাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, গিল সম্ভবত দলের সঙ্গে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য গুয়াহাটি সফরে যেতে পারেন। তিনি রাতভর চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন, এবং চিকিৎসকরা জানিয়েছেন, উন্নতির গতি বেশ ইতিবাচক।
প্রথম টেস্ট মাত্র তিন দিনেই শেষ হওয়ায় ভারতীয় দল আপাতত কলকাতাতেই অবস্থান করছে। মঙ্গলবার ইডেন গার্ডেনে দলের একটি ঐচ্ছিক অনুশীলন সেশন থাকার কথা।
গুয়াহাটি যাত্রা নিয়ে সিদ্ধান্ত শিগগিরই:
আগের পরিকল্পনা অনুযায়ী, বুধবার ভারতীয় দল উড়াল দেবে গুয়াহাটির উদ্দেশে। যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, সম্ভাবনা রয়েছে যে গিল তাদের সঙ্গেই ভ্রমণ করবেন। যদি ততটা প্রস্তুত না থাকেন, তবে একদিন পর বৃহস্পতিবার তিনি দলে যোগ দিতে পারেন।
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আরেক দফা মেডিক্যাল পরীক্ষা শেষে। আপাতত চিকিৎসকদের পরামর্শ হলো- পূর্ণ বিশ্রাম। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে কি না, তার সম্ভাবনা এখন “ফিফটি ফিফটি”।
প্রথম টেস্টে গিলের ব্যাটিং ছিল একদম ক্ষণিকের। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর তিনি নামলেও মাত্র তিন বল খেলেই ঘাড়ে ব্যথা অনুভব করেন এবং দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক ঋষভ পন্ত।
ঢাকা/আমিনুল