চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
Published: 20th, April 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার সোনারমোড় ও সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রৃাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো.
ওসি মতিউর রহমান জানান, জেলা শহরের সোনারমোড় জেলা আদর্শ স্কুলের সামনে শিবগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক পিছন হতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক চালক ইসমাইল হোসেন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেওয়ার পথেই তিনি মারা যান।
অন্যদিকে সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাবিকুন নাহার (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. মতিউর রহমান বলেন, “সদর উপজেলায় আলাদা দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সোনার মোড়ের দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ঢাকা/শিয়াম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ সদর উপজ ল দ র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৭ নং ওয়ার্ড যুবদলের দোয়া
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার ২১ নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট এদেশের ছাত্র/জনতার ধাওয়া খেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে এ দেশ থেকে বিতারিত হয়েছে। আরেক দিকে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। এই দুই জনের মধ্যে রয়েছে বিস্তার প্রার্থক।
তিনি আরো বলেন,বহু বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা খেয়াল রাখবেন কোন ষড়যন্ত্র ও কোন কালো ছায়া যাতে নির্বাচনকে বাধাগ্রস্থ্য করতে না পারে। আমরা কোন ভাইয়ের লোক এইটা বড় বিষয় নয়। দিন শেষে আমরা সবাই ধানেরশীষ কর্মী এটাই বড় পরিচয়।
বন্দর থানার ২৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক এস এম মোমেনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।
দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, একই কমিটির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম খন্দকার, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাবেক যুবদলের প্রচার সম্পাদক রাসেল আহাম্মেদ মনির, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সী, পরিবহন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহাম্মেদ, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুছা, ১৯ নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম, গোলাম নবী, শহিদুল্লাহ, মজিবর রহমান, আমির হোসেন, কয়াদি মনির, নাছির, কচি, ফজলুল হক, জাকির হোসেন, আব্দুর রব, ছাত্রদল নেতা সাইফুল, আনিছ, আনন্দ, নিরব, রিয়াদ, বিজয়সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুড়িপাড়া খোদাইবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ক্বারীমুল হক নাছিরি।