চাঁপাইনবাবগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। 

রবিবার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার সোনারমোড় ও সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রৃাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো.

আলফাজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৩৫)।

ওসি মতিউর রহমান জানান, জেলা শহরের সোনারমোড় জেলা আদর্শ স্কুলের সামনে শিবগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক পিছন হতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক চালক ইসমাইল হোসেন। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেওয়ার পথেই তিনি মারা যান।

অন্যদিকে সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাবিকুন নাহার (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. মতিউর রহমান বলেন, “সদর উপজেলায় আলাদা দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সোনার মোড়ের দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ঢাকা/শিয়াম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ সদর উপজ ল দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

ধানুশ-কৃতির সিনেমার আয় ১৩৬ কোটি টাকা

আনন্দ এল রাই নির্মিত মিউজিক্যাল-রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমা ‘তেরে ইশক মে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। গত ২৮ নভেম্বর, বিশ্বের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। চলচ্চিত্রটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।    

অমর উজালা পত্রিকায় প্রকাশিত চলচ্চিত্রটির সমালোচনায় কিরণ জৈন পাঁচে রেটিং দিয়েছেন তিন। তিনি লিখেছেন, “সামগ্রিকভাবে ‘তেরে ইশক মে’ সিনেমা অবশ্যই দেখা উচিত। বিশেষত তাদের যারা ভালোবাসার গল্প দেখতে পছন্দ করেন।” বলি‌উড হাঙ্গামা পাঁচে রেটিং দিয়েছে ৩। সংবাদমাধ্যমটি লিখেছে, “এটি একটি তীব্র প্রেমকাহিনি।” এ লেখায় সিনেমাটিকে ‘স্মরণীয় নাটকীয় মুহূর্ত’, প্রধান অভিনেতাদের ‘শক্তিশালী’ অভিনয়ের প্রশংসা করা হয়েছে। তবে সিনেমাটির দৈর্ঘ্য ‘অতিরিক্ত’ এবং দ্বিতীয়ার্ধ ‘দুর্বল’ বলে সমালোচনা করা হয়েছে, যা সিনেমাটির প্রভাবকে মারাত্মকভাবে কমিয়ে দেয়।

আরো পড়ুন:

বক্স অফিসে ধানুশ-কৃতির প্রেম কতটা জমেছে?

শুটিং শুরুর পরই প্রভাসের সিনেমার আয় ২১৭ কোটি টাকা

হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি পাঁচে রেটিং ৩ দিয়েছেন। তিনি লিখেছেন, “আনন্দ এল রাইয়ের একটি অশান্ত, অসম প্রেম কাহিনি, যা ধানুশ ও কৃতি স্যাননের শক্তিশালী অভিনয়ে উজ্জ্বল হয়েছে।” ইন্ডিয়া টুডের সানা ফারজিন পাঁচে রেটিং ২.৫ দিয়েছেন। তিনি লিখেছেন, “তেরে ইশক মে’ সিনেমায় জটিল, টক্সিক লাভ ও আবেশের গল্প দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। শক্তিশালী অভিনয় থাকার পরও ক্রুটিযুক্ত গল্প দর্শকদের অস্বস্তিকর অবস্থায় ফেলে। তাছাড়া নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি পাঁচে রেটিং তিন দিয়েছে। 

গত চার দিনে বক্স অফিসে কেমন সাড়া ফেলেছে ‘তেরে ইশক মে’ সিনেমা? বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত বলিউডের ৪৩টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় সবার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকায় ‘তেরে ইশক মে’ সিনেমার অবস্থান অষ্টম (১৫.৩৯ কোটি রুপি)। সিনেমাটি দ্বিতীয় দিনে আয় করে ১৬.৪১ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ১৮.৮৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৮.৩৫ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৯.৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৬.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০১ কোটি ৬৪ লাখ রুপি)। 

স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, ‘তেরে ইশক মে’ সিনেমা পাঁচ দিনে ভারতে আয় করেছে ৯৫.৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০০.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি ১৯ লাখ টাকার বেশি)।  

অস্থির ও আবেগপ্রবণ এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। গল্পে কৃতি স্যাননের প্রেমে পড়েন তিনি। কলেজজীবনে সম্পর্ক জমে উঠলেও পরে মুক্তি অর্থাৎ ধানুশ অন্য এক পুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এ আর রাহমানের সংগীত পরিচালনায় সিনেমাটির গানগুলো মুক্তির আগে থেকেই বেশ শ্রোতাপ্রিয় হয়েছে।  

ধানুশ-কৃতি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—প্রকাশ রাজ, প্রিয়াংশু, টোটা রায় চৌধুরী, জয়া ভট্টাচার্য প্রমুখ। ভূষণ কুমার, কৃষ্ণা কুমার, আনন্দ এল রাই প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ কোটি রুপি।   

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ