চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
Published: 20th, April 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার সোনারমোড় ও সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রৃাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো.
ওসি মতিউর রহমান জানান, জেলা শহরের সোনারমোড় জেলা আদর্শ স্কুলের সামনে শিবগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক পিছন হতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক চালক ইসমাইল হোসেন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেওয়ার পথেই তিনি মারা যান।
অন্যদিকে সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাবিকুন নাহার (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. মতিউর রহমান বলেন, “সদর উপজেলায় আলাদা দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সোনার মোড়ের দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ঢাকা/শিয়াম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ সদর উপজ ল দ র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
খুলনা মহানগর পুলিশের কমিশনারসহ ২১ পুলিশ কর্মকর্তাকে বদলি
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনারসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, যিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের আরও ১৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং সুপারনিউমারারি পদে থাকা বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে অ্যান্টি টেররিজম ইউনিটে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মো. তারেক আহম্মেদকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের মো. আল মামুনকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীমকে সিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার এবং আরএমপির উপপুলিশ কমিশনার মো. মমিনুল করিমকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং এসএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সুপারনিউমারারি পুলিশ সুপার পদে থাকা কর্মকর্তাদের মধ্যে টাঙ্গাইল পিটিসির মো. তরিকুর রহমানকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীকে সিএমপিতে এবং এসএমপির মো. শাহরিয়ার আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। ডিএমপির মো. আব্দুল আউয়ালকে এসএমপিতে এবং চট্টগ্রাম রেঞ্জ অফিসের নাজমুন নাহারকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এস এম তারেক রহমানকে এসবিতে এবং এসএমপির আহমাদ মাঈনুল হাসানকে রেলওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
বদলি আদেশে এসবি ঢাকার পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানের এআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।