চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
Published: 20th, April 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার সোনারমোড় ও সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রৃাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো.
ওসি মতিউর রহমান জানান, জেলা শহরের সোনারমোড় জেলা আদর্শ স্কুলের সামনে শিবগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক পিছন হতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক চালক ইসমাইল হোসেন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেওয়ার পথেই তিনি মারা যান।
অন্যদিকে সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাবিকুন নাহার (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. মতিউর রহমান বলেন, “সদর উপজেলায় আলাদা দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সোনার মোড়ের দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ঢাকা/শিয়াম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ সদর উপজ ল দ র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
‘জালিয়াতি রাষ্ট্রের’ যুগে প্রবেশ করেছে বিশ্ব
বিস্ফোরণ শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই মিয়ানমারে অবস্থিত বিজনেস পার্কটি খালি হয়ে যাচ্ছিল। বোমা বিস্ফোরণের পর কর্তৃপক্ষ খালি অফিস ব্লকগুলো ভেঙে ফেলে। ডিনামাইট একটি চারতলা হাসপাতাল, নীরব কারাওকে কমপ্লেক্স, জনশূন্য জিম এবং ডর্ম রুমগুলিকে ধ্বংস করে দিয়েছিল।
মিয়ানমারের জান্তার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে কুখ্যাত ‘স্ক্যাম কেন্দ্র’ গুলোর মধ্যে অন্যতম কে কে পার্কের সমাপ্তি ঘটেছে। এই কেন্দ্রটিতে হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়েছিল, বিশ্বজুড়ে মানুষকে নিরলসভাবে প্রতারণা করা হয়েছিল। এখন।
কিন্তু বিজনেস পার্কের পরিচালকরা অনেক আগেই পালিয়ে গিয়েছিলেন: স্পষ্টতই একটি অভিযান শুরু হওয়ার খবর পেয়ে তারা অন্যত্র সরে গিয়েছিলেন। এছাড়া এক হাজারেরও বেশি কর্মী সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অবশ্য এরপরেও দুই হাজার জনকে আটক করা হয়েছিল। কিন্তু ২০ হাজার কর্মী, সম্ভবত পাচার এবং নির্মমভাবে নির্যাতনের শিকারের পরে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে জান্তার নজর এড়িয়ে শত শত জালিয়াতি কেন্দ্র মিয়ানমারে বিকশিত হচ্ছে।
বহু বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী জালিয়াতি শিল্প এতটাই প্রকট হয়ে উঠেছে যে বিশেষজ্ঞরা বলছেন, আমরা ‘জালিয়াতি রাষ্ট্র’ এর যুগে প্রবেশ করছি। মাদকরাষ্ট্রের মতো, এই শব্দটি এমন দেশগুলোকে বোঝায় যেখানে একটি অবৈধ শিল্প বৈধ প্রতিষ্ঠানের গভীরে প্রবেশ করেছে, অর্থনীতিকে পুনর্গঠন করেছে, সরকারকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং একটি অবৈধ নেটওয়ার্কের উপর রাষ্ট্রীয় নির্ভরতা প্রতিষ্ঠা করেছে।
কে কে পার্কে অভিযান দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে জালিয়াতি কেন্দ্রগুলির বিরুদ্ধে ব্যাপক প্রচারিত অভিযানের সর্বশেষ ঘটনা। তবে আঞ্চলিক বিশ্লেষকরা জানাচ্ছেন, এগুলো মূলত পারফর্মিং বা মধ্যম খেলোয়াড়দের লক্ষ্য করে, যা কর্মকর্তাদের ‘রাজনৈতিক নাটক।’ কারণ কর্মকর্তারা জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। অবশ্য অত্যন্ত লাভজনক খাতকে নির্মূল করার ক্ষেত্রে তাদের খুব কম আগ্রহ রয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ভিজিটিং ফেলো এবং মেকং-এ ট্রান্সন্যাশনাল ও সাইবার অপরাধের বিশেষজ্ঞ জ্যাকব সিমস বলেছেন, “এটি হ্যাক-এ-মোল খেলার একটি উপায়, যেখানে আপনি কোনো তিল মারতে চান না।”
সিমস জানান, গত পাঁচ বছরে জালিয়াতি ‘ছোট অনলাইন জালিয়াতির চক্র থেকে শিল্প-স্তরের রাজনৈতিক অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে।’
তিনি বলেন, “মোট জিডিপির দিক থেকে, এটি সমগ্র মেকং উপ-অঞ্চলের জন্য প্রভাবশালী অর্থনৈতিক ইঞ্জিন। এর অর্থ হল এটি প্রভাবশালী - যদি প্রভাবশালী না হয় - রাজনৈতিক ইঞ্জিনগুলির মধ্যে একটি।”
বর্তমানে এই স্ক্যাম বা জালিয়াতি শিল্পের বিশ্বব্যাপী আকারের আনুমানিক পরিমাণ ৭০ বিলিয়ন ডলার থেকে শুরু করে শত শত বিলিয়ন ডলার পর্যন্ত। এটি এমন একটি মাত্রা যা একে বিশ্বব্যাপী অবৈধ মাদক ব্যবসার সমান করে তুলছে। কেন্দ্রগুলো সাধারণত আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়, প্রায়শই চীন থেকে উদ্ভূত হয়, তবে তাদের মূল অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
২০২৪ সালের শেষের দিকে মেকং দেশগুলো- মিয়ানমার, কম্বোডিয়া ও লাওসে সাইবার জালিয়াতি কার্যক্রম বছরে আনুমানিক ৪৪ বিলিয়ন ডলার আয় করছিল, যা সম্মিলিত আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় ৪০ শতাংশের সমান। এই সংখ্যাটি রক্ষণশীল বলে মনে করা হয় এবং ক্রমবর্ধমান।
ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে গ্লোবাল ইনিশিয়েটিভের জেসন টাওয়ার বলেছেন, “এটি একটি বিশাল প্রবৃদ্ধির ক্ষেত্র। এটি ২০২১ সাল থেকে একটি বিশ্বব্যাপী অবৈধ বাজারে পরিণত হয়েছে এবং আমরা এখন প্রতি বছর ৭০ বিলিয়ন ডলারের বেশি অবৈধ বাজারের কথা বলছি।”
ঢাকা/শাহেদ