চাঁপাইনবাবগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। 

রবিবার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার সোনারমোড় ও সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রৃাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো.

আলফাজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৩৫)।

ওসি মতিউর রহমান জানান, জেলা শহরের সোনারমোড় জেলা আদর্শ স্কুলের সামনে শিবগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক পিছন হতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক চালক ইসমাইল হোসেন। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেওয়ার পথেই তিনি মারা যান।

অন্যদিকে সদর উপজেলার আমনুরা বাইপাস এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাবিকুন নাহার (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. মতিউর রহমান বলেন, “সদর উপজেলায় আলাদা দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সোনার মোড়ের দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ঢাকা/শিয়াম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ সদর উপজ ল দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

অশ্লীল ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেপ্তার

টিকটকে চাকরির প্রলোভন দেখিয়ে নারীর ব্যক্তিগত ছবি সংগ্রহ, সেগুলো বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক মো. আব্বাস (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (২২ নভেম্বর) র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

নোয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

যুবদল নেতা হত্যায় বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

মেজর সাদমান ইবনে আলম জানান, কুমিল্লার দেবিদ্বারের এক নারী ৫ নভেম্বর র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে অভিযোগ করেন। তিনি জানান, কয়েকজন প্রতারক টিকটকের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখায়। রেজিস্ট্রেশনের কথা বলে তারা ওই নারীর ছবি ও তথ্য সংগ্রহ করে পরে তা এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও বানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সাত লাখ টাকা হাতিয়ে নেয়।

টাকা দেওয়ার পরও চক্রটি আরো টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা ভুক্তভোগীর ফেসবুক আইডি হ্যাক করে। প্রোফাইল পিকচারে অশ্লীল ছবি আপলোড করে এবং ভিডিও ছড়িয়ে দেয়। অভিযোগ পাওয়ার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ নভেম্বর) রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর দল ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে আব্বাসকে গ্রেপ্তার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্বাস ভোলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। পরে আইডি হ্যাক করে অশ্লীল কনটেন্ট ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।

গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ