পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া চালাবে ভারত
Published: 6th, May 2025 GMT
ভারতীয় বিমান বাহিনী রাজস্থানে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া বা যুদ্ধ মহড়া করবে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জারি করা একটি নোটাম বা বিমানসেনাদের প্রতি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টায় মহড়া শুরু হবে এবং শুক্রবার ভোর ৩টায় শেষ হবে। এই সময় সীমান্তের কাছাকাছি বিমানবন্দরে বিমানের যাত্রা বা অবতরণ স্থগিত থাকবে।
গত মাসে পহেলগাম হামলার পর পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে ভারত তার সামরিক শক্তি প্রদর্শন করছে। ভারতজুড়ে প্রতিকূল সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কার্যকর বেসামরিক প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য রাজ্যগুলোতে ‘নাগরিক প্রতিরক্ষা’ মহড়া পরিচালনা করার সময়ও যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হবে। ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধের পর থেকে এই ধরণের বেসামরিক প্রতিরক্ষা প্রস্তুতি দেখা যায়নি। দিল্লিসহ প্রায় ৩০০টি স্থানে এই প্রস্তুতি অনুষ্ঠিত হবে।
এদিকে সোমবার পাকিস্তান জানিয়েছে, তারা ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘ইন্ডাস’ নামের বৃহত্তর সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটি।
অপরদিকে, ভারত দেশীয়ভাবে তৈরি পানির নিচের মাইন পরীক্ষা করেছে। এই মাইনটির সেন্সর জাহাজের উৎপাদিত অ্যাকোস্টিক, চৌম্বকীয় এবং চাপের মাত্রা সনাক্ত করতে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প
পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ‘লজ্জাজনক’ বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।’
তিনি আরও বলেন, ‘মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া
এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এ হামলার বদলা নিতে শুরু করেছে। খবর ডনের
হামলায় হতাহতের বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে। এর কিছুক্ষণ পর তিনি পাকিস্তানের জিউ নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তাতে বলেছেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তিনি জানান, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু ও তার বাবা–মা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।
২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও, তা নাকচ করেছে পাকিস্তান। এরপর থেকে দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।