পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া চালাবে ভারত
Published: 6th, May 2025 GMT
ভারতীয় বিমান বাহিনী রাজস্থানে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া বা যুদ্ধ মহড়া করবে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জারি করা একটি নোটাম বা বিমানসেনাদের প্রতি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।  
নোটিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টায় মহড়া শুরু হবে এবং শুক্রবার ভোর ৩টায় শেষ হবে। এই সময় সীমান্তের কাছাকাছি বিমানবন্দরে বিমানের যাত্রা বা অবতরণ স্থগিত থাকবে।
গত মাসে পহেলগাম হামলার পর পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে ভারত তার সামরিক শক্তি প্রদর্শন করছে। ভারতজুড়ে প্রতিকূল সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কার্যকর বেসামরিক প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য রাজ্যগুলোতে ‘নাগরিক প্রতিরক্ষা’ মহড়া পরিচালনা করার সময়ও যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হবে। ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধের পর থেকে এই ধরণের বেসামরিক প্রতিরক্ষা প্রস্তুতি দেখা যায়নি। দিল্লিসহ প্রায় ৩০০টি স্থানে এই প্রস্তুতি অনুষ্ঠিত হবে।
এদিকে সোমবার পাকিস্তান জানিয়েছে, তারা ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘ইন্ডাস’ নামের বৃহত্তর সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটি।
অপরদিকে, ভারত দেশীয়ভাবে তৈরি পানির নিচের মাইন পরীক্ষা করেছে। এই মাইনটির সেন্সর জাহাজের উৎপাদিত অ্যাকোস্টিক, চৌম্বকীয় এবং চাপের মাত্রা সনাক্ত করতে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।