যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার এবং তাঁর স্ত্রীর নামে থাকা দুটি বহুতল হোটেল, ৯তলা বাড়ি ও তিনটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া তাঁর নামে থাকা ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহানের পরিচয়পত্র ‘ব্লক’ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, শাহিন চাকলাদার ও তাঁর স্ত্রীর নামে দুটি হোটেল রয়েছে। যশোরের হোটেলটি ১৭ তলার, আর ঢাকার উত্তরায় ১১ তলা হোটেল রয়েছে। এ দুটি হোটেল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া শাহীন চাকলাদারের নামে থাকা যশোরে জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে শাহীন চাকলাদারের নামে থাকা তিনটি গাড়ি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। তা ছাড়া তাঁর স্ত্রীর নামে থাকা একটি গাড়িও ক্রোকের আদেশ দেওয়া হয়। শাহীন চাকলাদারের স্ত্রীর তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদক আদালতকে লিখিত প্রতিবেদন দিয়ে জানিয়েছে, শাহীন চাকলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ২৯টি ব্যাংক হিসেবে ৩৪১ কোটি ৬১ লাখ টাকা লেনদেনের তথ্য জানতে পেরেছে দুদক। জ্ঞাত আয়ের বাইরে তিনি ৪২ কোটি ৪৬ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী ফারহানা জাহান; মেয়ে সামিয়া জাহান ও মাঈসা জাহান এবং ছেলে জাবীর চাকলাদারের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদকের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বলা হয়েছে, যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এখন তাঁরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে।

সাবেক প্রতিমন্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩ কোটি ৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর ব্যাংক হিসাবে ৪২ কোটি ৬৮ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হ ন চ কল দ র র

এছাড়াও পড়ুন:

সিলেটে মোটরসাইকেলে এসে অ্যাম্বুলেন্সে আগুন দিল দুর্বৃত্তরা

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে গতকাল শনিবার রাতের দুটি ঘটনায় কেউ হতাহত হননি।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে, শনিবার রাতে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। তারা মোটরসাইকেল রাস্তায় রেখে হাসপাতালের ভেতরে ঢুকে। পরে হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মাথায় হেলমেট ও গায়ে হুডি পরা ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত ৩টা ১৫ মিনিটে তাঁরা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণ করে রাত ৩টা ৪৮ মিনিটে ফিরে আসেন। অন্যদিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত ৩টা ৫০ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে আজ রোববার ভোর ৪টা ৫০ মিনিটে ফিরে আসেন।

আজ সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ