অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’। শনিবার (১০ মে) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এই আয়োজন করেছে।

সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মারুফ জানান, বাংলাদেশে চলচ্চিত্র চর্চাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা, স্থানীয় পর্যায়ে বিকাশ নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’।

শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রের চর্চা প্রচার ও প্রসারের মধ্য দিয়ে গত ছয় দশক ধরে চলছে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলন। সারা দেশের বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ের (চলচ্চিত্র সংসদ বা ফিল্ম ক্লাব) সংগঠনগুলোর অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই আয়োজনে থাকবে বাংলাদেশের চলচ্চিত্রের বাস্তব অবস্থা, উত্তরণের উপায় অনুসন্ধান এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।

আরো পড়ুন:

পূর্ণিমার রায়ে জিততে পারেন ১৫ লাখ টাকা!

ফের স্থগিত চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন!

চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বের জন্য একটি প্রতিনিধিত্বশীল কমিটি তৈরি করা এবং চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আয়োজনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের নবীন-প্রবীণ সংগঠকরা উপস্থিত থাকবেন। তা ছাড়াও অনলাইনে যুক্ত হবেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের প্রেসিডেন্ট জন পাওলো।

চলচ্চিত্র সংসদ হচ্ছে, সদস্যদের একটি সংগঠন যারা সিনেমাকে শিল্পকর্ম হিসেবে দেখতে ও চর্চা করতে পছন্দ করেন। সত্তরের দশকের শুরু থেকে দেশের চলচ্চিত্রে শৈল্পিক বিকাশের যাত্রা শুরু করে চলচ্চিত্র সংসদগুলো।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ, নির্মাণের জন্য সরকারী অনুদান প্রদান প্রথা, ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠাসহ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন চলচ্চিত্রের প্রায় শতভাগ সিনেমা চলচ্চিত্র আন্দোলনের সাফল্যে হয়েছে বলে জানিয়েছেন মারুফ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অন ষ ঠ ত

এছাড়াও পড়ুন:

একাদশ শ্রেণিতে ভর্তি: ইকিউ কোটায় সুযোগ যাদের

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল–কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় ইকিউ কোটার (এডুকেশন কোটা) সুযোগ রাখা হয়েছে। এই কোটায় সিলেকশন পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

আজ রোববার (১০ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনএসএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩৬ ঘণ্টা আগে

চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা–২০২৫ অনুযায়ী ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে ইকিউ কোটা–২ কোটায় সিলেকশন পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি শিক্ষা অফিসগুলোয় কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা এ কোটা সুবিধা পাবে।

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন৯ ঘণ্টা আগে

গত ৩০ জুলাই ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামীকাল সোমবার, ১১ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ফিরে দেখা: ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫
  • আজ টিভিতে যা দেখবেন (১২ আগস্ট ২০২৫)
  • শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হলেও শিক্ষকেরা আজ অবহেলায়
  • শিক্ষকেরা যেভাবে কাজ করবেন, সেভাবেই বাংলাদেশ গড়ে উঠবে
  • ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব
  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন
  • পিপলস লিজিংয়ের অর্ধবার্ষিকে লোকসান বেড়েছে ১৫.৩৩ শতাংশ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, স্বাস্থ্য সহকারীসহ ৫ পদে নেবে ২১০
  • আজ টিভিতে যা দেখবেন (১১ জুলাই ২০২৫)
  • একাদশ শ্রেণিতে ভর্তি: ইকিউ কোটায় সুযোগ যাদের