শনিবার ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন’
Published: 8th, May 2025 GMT
অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’। শনিবার (১০ মে) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এই আয়োজন করেছে।
সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মারুফ জানান, বাংলাদেশে চলচ্চিত্র চর্চাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা, স্থানীয় পর্যায়ে বিকাশ নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’।
শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রের চর্চা প্রচার ও প্রসারের মধ্য দিয়ে গত ছয় দশক ধরে চলছে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলন। সারা দেশের বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ের (চলচ্চিত্র সংসদ বা ফিল্ম ক্লাব) সংগঠনগুলোর অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই আয়োজনে থাকবে বাংলাদেশের চলচ্চিত্রের বাস্তব অবস্থা, উত্তরণের উপায় অনুসন্ধান এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।
আরো পড়ুন:
পূর্ণিমার রায়ে জিততে পারেন ১৫ লাখ টাকা!
ফের স্থগিত চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন!
চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বের জন্য একটি প্রতিনিধিত্বশীল কমিটি তৈরি করা এবং চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আয়োজনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের নবীন-প্রবীণ সংগঠকরা উপস্থিত থাকবেন। তা ছাড়াও অনলাইনে যুক্ত হবেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের প্রেসিডেন্ট জন পাওলো।
চলচ্চিত্র সংসদ হচ্ছে, সদস্যদের একটি সংগঠন যারা সিনেমাকে শিল্পকর্ম হিসেবে দেখতে ও চর্চা করতে পছন্দ করেন। সত্তরের দশকের শুরু থেকে দেশের চলচ্চিত্রে শৈল্পিক বিকাশের যাত্রা শুরু করে চলচ্চিত্র সংসদগুলো।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ, নির্মাণের জন্য সরকারী অনুদান প্রদান প্রথা, ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠাসহ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন চলচ্চিত্রের প্রায় শতভাগ সিনেমা চলচ্চিত্র আন্দোলনের সাফল্যে হয়েছে বলে জানিয়েছেন মারুফ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অন ষ ঠ ত
এছাড়াও পড়ুন:
ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ভূমি আপিল বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৮তম গ্রেডের ১৫টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার প্রকাশিত ফল অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন মোট ২২৬ জন। ১৪ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৯৫, সহকারী লাইব্রেরিয়ান পদে ৮, ক্যাশিয়ার পদে ১৮, ড্রাইভার পদে ৪৯, ডেসপাচ রাইডার পদে ২০ এবং অফিস সহায়ক পদে ৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি, ৯ম থেকে ১৬তম গ্রেডে নেবে ১১৪ জন১৫ নভেম্বর ২০২৫উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার (গাড়িচালক), ডেসপাচ রাইডার পদে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৮ ও ২৯ নভেম্বর, ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮১৩ নভেম্বর ২০২৫২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান যথাসময়ে ভূমি আপিল বোর্ডের ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি৪ ঘণ্টা আগেআরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫