অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’। শনিবার (১০ মে) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এই আয়োজন করেছে।

সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মারুফ জানান, বাংলাদেশে চলচ্চিত্র চর্চাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা, স্থানীয় পর্যায়ে বিকাশ নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’।

শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রের চর্চা প্রচার ও প্রসারের মধ্য দিয়ে গত ছয় দশক ধরে চলছে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলন। সারা দেশের বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ের (চলচ্চিত্র সংসদ বা ফিল্ম ক্লাব) সংগঠনগুলোর অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই আয়োজনে থাকবে বাংলাদেশের চলচ্চিত্রের বাস্তব অবস্থা, উত্তরণের উপায় অনুসন্ধান এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।

আরো পড়ুন:

পূর্ণিমার রায়ে জিততে পারেন ১৫ লাখ টাকা!

ফের স্থগিত চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন!

চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বের জন্য একটি প্রতিনিধিত্বশীল কমিটি তৈরি করা এবং চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আয়োজনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের নবীন-প্রবীণ সংগঠকরা উপস্থিত থাকবেন। তা ছাড়াও অনলাইনে যুক্ত হবেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের প্রেসিডেন্ট জন পাওলো।

চলচ্চিত্র সংসদ হচ্ছে, সদস্যদের একটি সংগঠন যারা সিনেমাকে শিল্পকর্ম হিসেবে দেখতে ও চর্চা করতে পছন্দ করেন। সত্তরের দশকের শুরু থেকে দেশের চলচ্চিত্রে শৈল্পিক বিকাশের যাত্রা শুরু করে চলচ্চিত্র সংসদগুলো।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ, নির্মাণের জন্য সরকারী অনুদান প্রদান প্রথা, ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠাসহ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন চলচ্চিত্রের প্রায় শতভাগ সিনেমা চলচ্চিত্র আন্দোলনের সাফল্যে হয়েছে বলে জানিয়েছেন মারুফ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অন ষ ঠ ত

এছাড়াও পড়ুন:

১০ দিন ছুটির প্রজ্ঞাপন দিল সরকার, যে যে নির্দেশনা থাকছে তাতে

১০ দিনের ছুটির প্রজ্ঞাপন দিল সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল। ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে ২০২৫) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫

ক. জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ–সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

খ. হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

গ. চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বহির্ভূত থাকিবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি২৪ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • টাইমের ১০০ প্রভাবশালী স্বাস্থ্য নেতৃত্বের তালিকায় আইসিডিডিআর,বির তাহমিদ
  • টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আইসিডিডিআরবির ডা. তাহমিদ আহমেদ
  • মাদ্রাসার ছুটির তলিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিতে মাস্টার্স, কোর্সের মেয়াদ ১ বছর
  • ২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: যা কিছু জানার আছে
  • আজ টিভিতে যা দেখবেন (৮ মে ২০২৫)
  • সীমান্তে উত্তেজনা তুঙ্গে, তবু নির্ধারিত সময়েই চলবে আইপিএল
  • দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি
  • ১০ দিন ছুটির প্রজ্ঞাপন দিল সরকার, যে যে নির্দেশনা থাকছে তাতে