এনজেলের ‘তীল’ শুনে কী বলছেন শ্রোতারা
Published: 9th, May 2025 GMT
‘তীল’ শিরোনামে নতুন গান নিয়ে এলেন তরুণ সংগীতশিল্পী এনজেল নূর। বৃহস্পতিবার প্রকাশিত গানটি শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে।
১৯ ঘণ্টার ব্যবধানে ইউটিউবে ১০ হাজারেরও বেশি বার গানটি দেখা হয়েছে। দুই শতাধিক মন্তব্য জমা পড়েছে। ভারত থেকে প্রকাশ গোপ নামের এক শ্রোতা লিখেছেন, ‘তোমার গানের স্নিগ্ধতা ছুঁয়েছে নীরবে, গোপনে, মনপ্রাণে। মুগ্ধ হয়েছে মন আকাশ। রং মাখিয়েছে স্মৃতিতে, গাঢ় হয়েছে অনুভবের রং। এভাবেই গানে গানে ভরে উঠুক মনের গভীর। সাড়া ফেলুক বারংবার।’
নাদিয়া মুসতারি নামের আরেক দর্শক লিখেছেন, ‘গানটা অসাধারণ। এনজেলের কণ্ঠটা জাদুকরি, কথা ও সুর দারুণ।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫সামিহা তাসনিম নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘জানি না কেন জানি চোখে পানি চলে এসেছে। অসাধারণ সুন্দর কণ্ঠ। মাঝরাতে জোৎস্না দেখতে দেখতে শোনার জন্য একদম দারুণ হবে।
গাওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন এনজেল। সংগীতায়োজন করেছেন শাহরিন শাহরিয়ার। গানের ভিডিও চিত্র পরিচালনা করেছেন মাহাদি রহমান। গানটির বিষয়বস্তু নিয়ে এনজেল প্রথম আলোকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে গল্প বলার ঢঙে গানটি করেছি।’
এই মাসের শেষ ভাগে পাকিস্তানি ব্যান্ড বায়ানকে নিয়ে ‘বায়ান লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গাইবেন এনজেল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনজ ল
এছাড়াও পড়ুন:
গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুনদের অংশগ্রহণে জিরো ওয়েস্ট বিগ্রেড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে স্কুল প্রঙ্গনে এ গ্রীণ স্কুল ক্যাম্পেই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক এ এইচ এম রাসেদ।
উক্ত প্রতিযোগিতায় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায়। গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও প্লাস্টিক- ৩ এর উপর কর্মসূচী পালন করেন, দেলপাড়া গিয়াসউদ্দিন স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।