ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ, সম্পাদক সিরাজুল
Published: 9th, May 2025 GMT
প্রায় পাঁচ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেইজে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খালেদ হোসেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। সম্প্রতি তিনি বুয়েট গ্রাজুয়েট ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে একাধিকবার ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।
আরো পড়ুন:
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধিদলের বৈঠক
এক কোটির অধিক নতুন সদস্য সংগ্রহে কর্মসূচি ঘোষণা বিএনপির
১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩২ জনকে উপদেষ্টা, ১৮ জনকে সহ-সভাপতি, ৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৪ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৬৮ জনকে সদস্য করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হককে নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লাকে নতুন কমিটিতে ১ নম্বর সদস্য এবং আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমদ ভুঁইয়াকে ২ নম্বর সদস্য করা হয়েছে। কবির আহমেদ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমান সানির বড় ভাই। বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল মান্নানকে নবগঠিত কমিটির তিন নম্বর সদস্য করা হয়েছে।
কমিটিতে মো.
মো. আলী আজমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বেলাল উদ্দিন সরকার, নূরে আলম সিদ্দিকী, মো. আজিম, মো. মনির হোসেন, মাইনুল হোসেন, মো. জামাল হোসেন ও মো. নাজমুল হুদা খন্দকারকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
কোষাধ্যক্ষ পদে মো. মিজানুর রহমান, মো. আসাদুজ্জামান শাহীনকে সাংগঠনিক সম্পাদক, তানিম শাহেদ, মো. শামীম মোল্লা ও আবুল মনসুরকে সাংগঠনিক সম্পাদক, মো. সামসুজ্জামান কাননকে দপ্তর সম্পাদক, মো. মাহিনকে প্রচার সম্পাদক, মো. ফারুক মিয়াকে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মো. আলমগীর হোসেনকে প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান লস্করকে আইন বিষয়ক সম্পাদক, মিসেস শামসুন্নাহারকে মহিলা বিষয়ক সম্পাদক, মো. নিয়ামুল হককে যুব বিষয়ক সম্পাদক, মো. রাশেদ কবির আখন্দকে ছাত্র বিষয়ক সম্পাদক, মো. মোস্তফা মিয়াকে শ্রম বিষয়ক সম্পাদক, এইচ এম আবুল বাশারকে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মো. নুরুল হুদা সরকারকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আরমান উদ্দিনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, অধ্যাপক মোতাহের হোসেনকে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী নাজমুল হোসেনকে অর্থনৈতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে মো. সাব্বির হোসেনকে ধর্ম বিষয়ক সম্পাদক, মো. ইসহাক মিয়াকে মানবাধিকার বিষয়ক সম্পাদক, চিকিৎসক সুপ্রিয় রায়কে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মজিবুর রহমানকে পরিবেশ বিষয়ক সম্পাদক, এ কে এম নুরুল হাসান আলমকে শিশু বিষয়ক সম্পাদক, মো. কাওছার কমিশনারকে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মো. মহসিন মিয়াকে ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক, মাইনুল হোসেনকে ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে।
পাঁচবারের সাবেক সংসদ সদস্য হারুন-আল রশিদ, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকসহ ৩২ জনকে উপদেষ্টা করা হয়েছে।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব র হ মণব ব এনপ র স ক কম ট র র সদস য ল ইসল ম র রহম ন কম ট ত
এছাড়াও পড়ুন:
ভারতের জম্মু ও অমৃতসরে বিস্ফোরণের শব্দ
ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে শিখদের পবিত্র শহর অমৃতসরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে শুক্রবার গভীর রাতে তারা ড্রোন ভূপাতিত করছে।
এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।
একাধিক কর্মকর্তা ও রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও 'প্রজেক্টাইল' দেখা গেছে।
বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকা বিদ্যুৎহীন।
'ড্রোন দেখা গেছে...সেগুলোকে প্রতিহত করা হচ্ছে,' বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা।
অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের বিমানবন্দরের কাছে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরও ১২টি স্থানে বিস্ফোরণ ঘটেছে।
এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে।