বুধবার (৭ মে) ভোর রাতে ভারত হামলা চালায় পাকিস্তানে। সেদিন গোটা দক্ষিণ এশিয়ার মনোযোগ ছিল যুদ্ধের দিকে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে এই দিনটাকেই বেছে নিয়েছিলেন রোহিত শর্মা। সাদা পোষাকে ভারতের জার্সি গায়ে আর খেলবেন না রোহিত।

সাবেক ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল আথারটন মনে করেন, রোহিত সম্ভবত বুঝতে পেরেছিলেন যে তিনি ভারতের টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন। তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তিনি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘোষণা এলো ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর মাত্র এক মাস আগে।

টেস্টে রোহিতের ওপর অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে প্রচণ্ড চাপ ছিল। বিশেষ করে ভারতের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের কারণেই এই চাপ আরও বাড়ে।

এই প্রসঙ্গে আথারটন বলেন, “গুজব ছিল যে দলে রোহিতের জায়গা অনিশ্চিত হয়ে উঠেছে। তিনি বুঝে গিয়েছিলেন যে ইংল্যান্ড সিরিজে হয়তো দলে রাখা হবে না তাঁকে। হয়ত সেই কারণেই অবসর নিলেন। অবসরটা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত ছিল, নাকি কিছু আঁচ করেছিলেন? আমরা শুধু অনুমান করতে পারি, কিন্তু এই খবরটা মোটেই চমকপ্রদ ছিল না।”

তিনি আরও বলেন, “ম্যাচ হারলে এবং রান না করলে সেটা যে কোনো অধিনায়কের জন্য কঠিন পরিস্থিতি। রোহিতের অধিনায়কত্বে ভারত শেষ ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে।”

রোহিতের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তবে টেস্ট দলে নিয়মিত হতে তার অনেক সময় লেগেছিল। আথারটন বলেন, “ওয়ানডে ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা ওপেনার হিসেবে স্মরণীয় থাকবেন, কিন্তু তার টেস্ট ক্যারিয়ারটা কিছুটা অদ্ভুত ছিল। তিনি ক্যারিয়ারে দুই ভাগে খেলেছেন বলা চলে। প্রথমে দীর্ঘ সময় দলেরবাহিরে ছিলেন, পরে নিয়মিত হয়ে ওঠেন।”

রোহিত শর্মা ৬৭টি টেস্টে ৪,৩০১ রান করেছেন, গড় ৪০.

৫৮। রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি। আথারটনের ভাষায়, “এটি একটি ভালো রেকর্ড, তবে অসাধারণ নয়।”

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তাহলে ধোনি অবসর নিচ্ছেন না

এবারই তাহলে শেষ নয়!

মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে এই মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন না। কাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের পর ৪৪ বছর বয়সী ধোনি নিজে এ কথা জানিয়েছেন।

চেন্নাইকে ৫টি শিরোপা জেতানো এই অধিনায়ক অবসরের সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চান। যদিও কয়েক দিন আগে টসের সময় ড্যানি মরিসনের আগামী মৌসুমে খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘পরের ম্যাচে আসব কি না, আমি জানি না।’ তখন ধারণা করা হচ্ছিল ধোনি হয়তো এবার নিশ্চিতভাবেই অবসরে যাবেন। আপাতত আবার তা মনে হচ্ছে না!

২-৩ মৌসুম ধরেই পুরোপুরি ফিট না থেকেই আইপিএল খেলছেন ধোনি। তিনি খেলেন নিজেকে একটা ছকে বেঁধে। নিজেকে প্রস্তুত রাখেন কয়েকটি বলের জন্য। দলের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিংও জানিয়েছেন, ধোনির হাঁটু সমস্যা তাঁকে দীর্ঘ সময় ব্যাট করতে দিচ্ছে না। সে কারণেই আইপিএলে ৯ নম্বরেও ব্যাটিং করেছেন। ধোনির অনেক সমর্থকই ধোনির এত নিচে ব্যাটিং করা পছন্দ করছেন না।

আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না।ধোনি

অনেকেই বলছেন, প্রয়োজনে ধোনি অবসর নিক! এই যেমন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক। কয়েক দিন আগে ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে যেমন বলেছিলেন, ‘তার আর কিছুই অর্জনের বাকি নেই। ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার ওপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি পাল্টাবে? মালিকপক্ষ কি তার সঙ্গে কথা বলবে? আমরা জানি না। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। তবে আগামী বছর তাকে এখানে (আইপিএল) দেখলে খুব বিস্মিত হব।’

আরও পড়ুনআর্জেন্টিনাকে বিদায় বলা দি মারিয়া বেনফিকায় কত বেতন পান১ ঘণ্টা আগে

কিন্তু ধোনি নিজে এই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি, ‘আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না। এখনই আমার পক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে আমি যেখানেই যাই, মানুষের ভালোবাসা ও স্নেহ অনুভব করি।’

রান নেই ধোনির ব্যাটে

সম্পর্কিত নিবন্ধ

  • টেস্টকে বিদায় বলতে চান কোহলি, জানিয়েছেন বোর্ডকে
  • টেস্টে ছাড়তে চান কোহলি, কিন্তু ভারত কি তাঁকে ছাড়বে
  • তাহলে ধোনি অবসর নিচ্ছেন না