রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা শেখ রেজাউল করিমের বয়স ৬৪ বছর। নিয়ম করে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা কাটান রমনা পার্কে। ৭ থেকে ১০ কিলোমিটার হাঁটেন অথবা দৌড়ান। অবসরে গান শোনেন। এই রুটিনেই অভ্যস্ত তিনি। দেখে মনে হবে একজন সুখী মানুষ। এই বয়সে তাঁর অবসর যাপন করার কথা। কিন্তু কাজকর্মে এখনো ব্যস্ত থাকেন তিনি। কাজটি অবশ্য তরুণদের। তিনি এই বয়সে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন।

শেখ রেজাউল করিমের জীবনের গল্পটাই এক বিস্ময়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে বসে তিনি নিজের গল্প শোনান।

২০০৩-০৪ সাল। ঢাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে চাকরি করতেন শেখ রেজাউল করিম। সীমিত বেতনে সংসারের ব্যয় মেটানো দুঃসাধ্য হয়ে উঠেছিল। বাড়তি আয়ের আশায় চার-পাঁচ লাখ টাকা জোগাড় করে বিনিয়োগ করেন শেয়ারবাজারে। লভ্যাংশ পুনর্বিনিয়োগ এবং কিছু নতুন বিনিয়োগও করেন। ২০১০ সালের শুরুতে সেই বিনিয়োগ দাঁড়ায় প্রায় ৬০ লাখ টাকায়। ব্রোকারেজ হাউস থেকে ঋণ নিয়ে আরও ১৪ লাখ টাকা বিনিয়োগ করেন রেজাউল করিম। ওই বছরের জুলাই মাসে তাঁর বিনিয়োগের বাজারমূল্য বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ টাকায়।

মাসে গড়ে লাখ টাকার ওপরে আয় হয় আমার। অবসর জীবনটাকে উপভোগ করি বিভিন্ন কাজের মাধ্যমে। ফ্রিল্যান্সিং তার মধ্যে একটি। মাসে কত টাকা উপার্জন করছি, এর চেয়ে আমার কাছে সুস্থভাবে বেঁচে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।রেজাউল করিম

নিজেকে সফলতম মানুষদের একজন মনে হচ্ছিল শেখ রেজাউল করিমের। কিন্তু ওই বছরেই তাঁর জীবনে আসে ভয়ংকরতম ধাক্কা। হঠাৎ শেয়ারবাজারে দরপতন শুরু হয়। একই সময়ে জিবিএস রোগে (গুলেন ব্যারি সিনড্রোম) আক্রান্ত হন তাঁর স্ত্রী হাসানাত উন নাহার। এটি স্নায়ুজনিত রোগ, এতে দেহের মাংসপেশি ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে। তাঁর সুস্থ স্বাভাবিক স্ত্রী, মাত্র তিন-চার দিনের মধ্যে পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লেন। সব ফেলে ছোটাছুটি শুরু হলো স্ত্রীকে নিয়ে। এর মধ্যে শেয়ারবাজারের পতন আরও বাড়ল। তাঁর বিনিয়োগ কমে প্রায় এক-দশমাংশ হয়ে পড়ে। তখন ঋণ পুনরুদ্ধারের জন্য ‘ফোর্সড সেলের’ (জোরপূর্বক বিক্রি) মাধ্যমে তাঁর সব শেয়ার বিক্রি করে দেয় ব্রোকারেজ হাউস। নিঃস্ব হয়ে পড়েন রেজাউল।

এদিকে সরকারি চাকরি থেকে অবসরের সময়ও এগিয়ে আসতে থাকে। অবসরজীবনে কী করবেন ভেবে ২০১৭ সালে গরুর একটা খামার শুরু করেন নিজ এলাকা বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামে। ২০২০ সালের জানুয়ারিতে তিনি অবসরে যান। আগে থেকেই তাঁর ধ্যানে-জ্ঞানে ছিল খামার। এটি ভবিষ্যতের অবলম্বন হিসেবে ভেবেছিলেন। কিন্তু করোনা মহামারি তাঁর সব পরিকল্পনা এলোমেলো করে দেয়। বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তিতাস অফিস থেকে ঋণ নিয়েছিলেন ৩০ লাখ টাকা। তাই অবসরে পাওয়া এককালীন টাকা থেকে সেটা কেটে নেওয়া হয়। তখন তিনি ১৪ লাখ টাকার মতো পান।

ল্যাপটপে কাজ করছেন রেজাউল করিম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘কিল বিল’ তারকা মাইকেল মারা গেছেন

‘কিল বিল’খ্যাত হলিউডের তারকা অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবুর বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি এ খবর প্রকাশ করেছে।  

মাইকেল ম্যাডসেনের বোন ভার্জিনিয়া ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তাতে তিনি বলেন, “আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র এবং মখমলের মতো। দুষ্টুমি কোমলতায় মোড়ানো। একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই।” 

বিবৃতির শেষাংশে ভার্জিনিয়া বলেন, “আমি তার জোকস, হাসির শব্দ মিস করব। আমি সেই ছেলেটিকে মিস করব যে কিংবদন্তি ছিল, আমি আমার বড় ভাইকে মিস করব।” 

আরো পড়ুন:

একই দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’

‘স্পাইডার-ম্যান’ তারকা জ্যাক মারা গেছেন

১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন মাইকেল ম্যাডসেন। তার বাবা ছিলেন একজন ফায়ার ফাইটার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। তার মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক। তার বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন অভিনেত্রী। 

মঞ্চনাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মাইকেল ম্যাডসেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার গেম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। এ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। তার পরের বছরই দুটো চলচ্চিত্রে অভিনয় করেন।  

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মাইকেল ম্যাডসেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ঘরানার ‘রিজার্ভার ডগস’ সিনেমায় সাইকোপ্যাথ খুনি মিস্টার ব্লন্ড চরিত্রে অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন। ‘কিল বিল’ সিনেমায় খলনায়কের ছোট ভাই বাড চরিত্র রূপায়ন করে দর্শক মনে এখনো গেঁথে আছেন মাইকেল।  

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘দ্য ন্যাচারাল’, ‘দ্য ডোরস’, বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’, ‘সিন সিটি’, ‘ব্যাটম্যান: ডাইয়িং ইজ ইজি’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা
  • ‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’
  • আশ্রয়শিবিরে রোহিঙ্গা শিশুদের পাঠদান আবার শুরু, স্থানীয় শিক্ষকদের পুনর্বহালের আশ্বাস
  • ‘কিল বিল’ তারকা মাইকেল মারা গেছেন
  • এনবিআরে অবসর, বরখাস্ত, বদলি ও তদন্ত–আতঙ্ক
  • এবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থতাকারীরা
  • এনবিআরের ৩ সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার
  • এবার এনবিআর সদস্য ও কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার
  • সিনিয়ররা না থাকায় নতুনদের জন্য সুযোগ দেখছেন মিরাজ