ইয়ার্ন মার্চেন্ট নির্বাচনে এম সোলায়মানসহ ১৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায়
Published: 10th, May 2025 GMT
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ পর্ষদের নির্বাচনে জেনারেল গ্রুপে সংগঠনটির বর্তমান সভাপতি এম সোলায়মানসহ ১৫জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে রয়েছেন।
তবে এসোসিয়েট গ্রুপ থেকে ৬টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করায় এই গ্রুপের প্রার্থীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। শনিবার ১০ মে জেনারেল গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী তাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এই গ্রুপের প্রার্থী ১৫ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছে।
তাজুল ইসলাম জেনারেল গ্রুপ থেকে বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থী হলেও মেয়ের অসুস্থতাজনিত বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে গমনের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বে ১৫জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অন্যদিকে এসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমানের নেতৃত্বে ৬জন প্রার্থী এবং স্বতন্ত্র হিসেবে আরো দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
জেনারেল গ্রুপ থেকে তাজুল ইসলাম টুটুল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় জেনারেল গ্রুপের প্রার্থী এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো.
অপরদিকে এসোসিয়েট গ্রুপের প্রার্থীরা হলেন মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন।
উল্লেখ্য যে, তফসিল অনুযায়ী আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচন বোর্ডের দায়িত্বে আছেন শ্রী প্রবীর কুমার সাহা- চেয়ারম্যান, মো. হাবিব ইব্রাহিম- সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ) সদস্য। নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে আছেন, মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, মো. নিছারউদ্দিন কামাল সদস্য এবং মো. মকবুল হোসেন সদস্য।
নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১আরো পড়ুন
বিকেএমইএ নির্বাচনে হাতেম প্যানেল পূর্ণ জয়ী
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাদের পাশে থাকতে হবে : মাও. জব্বার
রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের উপর হামলা : এনটিজেইউ’র নিন্দা
হাতেমের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নীট এলায়েন্সের ইশতেহার ঘোষণা
২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, না’গঞ্জ নিউজ পেপার ওনার্স’র নিন্দা
সাংবাদিক মিলনের মায়ের মৃত্যুতে না’গঞ্জ নিউজ পেপার ওনার্স’র শোক
পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার পরিচিতি সভা
মহান মে দিবসে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল’র আলোচনা সভা
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: এস স য় ট গ র প স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ জন প র র থ ল ইসল ম র রহম ন আওয় ম সদস য
এছাড়াও পড়ুন:
৫ মামলায় জামিন পাওয়া আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
উচ্চ আদালতে পাঁচ মামলায় জামিন পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে এ আবেদন করা হয়। আদালত ১৩ নভেম্বর এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান। তিনি প্রথম আলোকে বলেন, রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ্ আল মাসুমের আদালতে পুলিশের ওপর হামলা মামলায় এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে আবদুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে ১৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। এর আগে গত রোববার (৯ নভেম্বর) উচ্চ আদালত থেকে পাঁচ মামলায় জামিন পান তিনি। পাঁচ মামলার মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা রয়েছে। এর মধ্যে তিন মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা আজ সোমবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নট টুডে’ (আজ নয়) রাখেন। ফলে আপিলের শুনানি পরে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপৃথক পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী০৯ নভেম্বর ২০২৫নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে ব্যবসায়ী আবদুর রহমান নিহতের ঘটনায় তাঁর ছেলে ফয়সাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় রোববার বিকেলে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাবেক মেয়র আইভী ছয় মাসের অধিক সময় ধরে জেলহাজতে আটক আছেন। তিনি নারায়ণগঞ্জের একজন পরিচ্ছিন্ন, সৎ এবং আদর্শবাদী মেয়র ও রাজনীতিক। উচ্চ আদালত পাঁচটি মামলায় তাঁর জামিন দেওয়ার পর বিরোধী পক্ষ তাঁকে হয়রানি করার জন্য তৎপর আছে। তাঁকে মিথ্যা মামলায় সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুনতিন মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানি পেছাল২ ঘণ্টা আগেআদালত সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই সদর উপজেলার ভুঁইগড় এলাকায় আবদুর রহমান হত্যা মামলায় ২২৮ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। তবে ওই মামলায় আইভী এজাহারভুক্ত আসামি নন। তাঁকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। অপর দিকে, গত ৯ মে আইভীকে আটক করে নিয়ে যাওয়ার মামলায় পুলিশের গাড়িবহরে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে নগরের দেওভোগের বাড়ি থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে আইভী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তাঁকে অব্যাহতি দেন।
আরও পড়ুনদুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আইভী কারাগারে২৯ মে ২০২৫