লা লিগার ট্রফি এখন বার্সেলোনার হাতে তুলে দেওয়াই যায়। বাকি তিন ম্যাচ থেকে দরকার মাত্র ২ পয়েন্ট। সে জন্য মাঠে নামাও জরুরি নয়। মঙ্গলবার রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে মায়োর্কার সঙ্গে না জিতলেই ২০২৪–২৫ লা লিগায় আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।

কাতালান ক্লাবটির ২৮তম লিগ ট্রফি হাতের নাগালে এসেছে গতকাল রাতে এল ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে দেওয়ায়। ৭ গোলের জমজমাট লড়াইয়ে বার্সার ৪–৩ ব্যবধানের জয়ে বড় অবদান লামিনে ইয়ামালের। গোল বেশি করেননি—মাত্র একটি। তবে পুরো ৯০ মিনিট রিয়াল মাদ্রিদকে চাপে রেখে দলকে ভরসা জুগিয়ে গেছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছেন, বয়স কম হলেও ইয়ামালের বড় কিছু করার সামর্থ্য আছে।

গতকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। পরে এরিক গার্সিয়া এক গোল শোধ করার পর ৩২ মিনিটে ইয়ামালই দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়েছেন। ম্যাচে বার্সেলোনা শট লক্ষ্যে রাখতে পেরেছে ৯টি, এর মধ্যে ৫টিই ইয়ামালের। দুই দল মিলিয়ে ম্যাচের সবচেয়ে বেশি ৪টি ড্রিবলও বার্সার এই বিস্ময়বালকের।

এখনো আঠারো না হওয়া ইয়ামাল বার্সার জন্য অনেক বেশিই দায়িত্বশীল ভূমিকা রাখছেন কি না, এ প্রশ্নে ফ্লিক বলেছেন, ‘সে বাচ্চা নয়। সে ভালো করছে। ভালো করার আত্মবিশ্বাসটা তার মধ্যে আছে; যেকোনো কিছু করতে পারার বিশ্বাস.

..। সে খুব বুদ্ধিমানও।’

বার্সেলোনার ৪–৩ ব্যবধানের জয়ে ইয়ামালের ভূমিকা তুলে ধরে বার্সেলোনা কোচ বলেন, ‘ওর গোলই আমাদের ম্যাচে ফিরিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ গোল ছিল। ১৭ বছর বয়সে এমন কিছু সত্যিই উঁচু মানের। তার কাছ থেকে আমরা এমনই চাই।’
এল ক্লাসিকো জিতে লিগ নাগালে আনার আগের ম্যাচেই ইন্টার মিলানের কাছে ৪–৩ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। ম্যাচের পর এ নিয়ে কথা বলেছেন ইয়ামালই, ‘এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল; বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির পর, যেটা আমরা ভুলেও গিয়েছি।’
লা লিগা নিশ্চিত হলে এ বছর স্পেনের ঘরোয়া ট্রেবল জিতবে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে—দুটিতেই রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছেন ইয়ামালরা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ