অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ
Published: 12th, May 2025 GMT
দাবিদাওয়া কিংবা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবিদাওয়া কিংবা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ রাস্তা অবরোধের প্রবণতা বেড়েছে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ জরুরি সেবাগ্রহীতারাও পড়ছেন বিপাকে। তীব্র যানজটের পাশাপাশি বিদেশগামী যাত্রী এবং গুরুতর অসুস্থ রোগী পরিবহনেও ব্যাঘাত ঘটছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অপ্রত্যাশিত সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক অবর ধ ড এমপ র অন র ধ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ