বাড়িতে পালনের জন্য খাঁচায় আটকে রাখা হয় মেছো বিড়াল, পরে উদ্ধার
Published: 12th, May 2025 GMT
কুমিল্লার লালমাই উপজেলায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছেন জেলার সামাজিক বন বিভাগের লোকজন। আজ সোমবার বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর উত্তর পাড়া এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করে লালমাই উদ্ভিদ উদ্যানে নেওয়া হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এটিকে সেখানে অবমুক্ত করা হবে।
গতকাল রোববার বিকেলে উপজেলার জগৎপুর উত্তর পাড়া এলাকায় বিড়ালটিকে প্রথম দেখতে পান উত্তর পাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক নুরুন্নবী। তিনি গ্রামবাসীর সহায়তায় এটিকে আটক করে কবুতরের খাঁচায় বন্দী করে রাখেন। পরে পারিবারিকভাবে লালন-পালন করতে এটিকে বাড়িতে নিয়ে যান নুরুন্নবীর ভাই অলি উল্যাহ।
নুরুন্নবী বলেন, গতকাল বিকেলে তিনি বাড়ির পাশের ফসলি জমিতে ঘাস কাটছিলেন। হঠাৎ মেছো বিড়ালটিকে পাশ দিয়ে হেঁটে যেতে দেখেন। বাঘ ভেবে এটিকে ধাওয়া দিয়ে কয়েকজনের সহযোগিতায় আটক করেন তিনি। তবে তাঁরা বিড়ালটির কোনো ক্ষতি করেননি বলে দাবি করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিড়ালটিকে একটি পাত্রে মুরগির মাংস খাওয়ার জন্য দেওয়া হয়। তবে এটি কোনো খাবারই খাচ্ছিল না। বাঘ ভেবে অনেকেই প্রাণীটিকে দেখতে ছুটে আসছিলেন।
প্রাণীটিকে পারিবারিকভাবে লালন-পালনের ইচ্ছা পোষণ করেছিলেন অলি উল্যাহ। তিনি বলেন, ‘সরকারি কোনো সংস্থা না নিলে অথবা আইনি বাধা না থাকলে আমি বিড়ালটিকে স্থায়ীভাবে পালন করব বলে ভেবেছিলাম। কিন্তু বিড়ালটিকে নিয়ে গেছেন বন বিভাগের লোকজন।’
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা জানান, বন বিভাগের কর্মকর্তাদের জানানোর পর তাঁরা দ্রুত বিড়ালটি উদ্ধার করতে যান। উদ্ধারের পর সুস্থতা সাপেক্ষে এটিকে বনে ছেড়ে হবে।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, আজ বিকেলে মেছো বিড়ালটি উদ্ধারের পর এটিকে লালমাই উদ্ভিদ উদ্যানে নেওয়া হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এটিকে অবমুক্ত করা হবে।
মোছো বিড়াল পরিবেশের উপকারী প্রাণী। জাতে বিড়াল হলেও অনেকেই প্রাণীটিকে ‘মেছো বাঘ’ নামে চেনেন। এই বাঘ পরিচিতিই প্রাণীটিকে বিপদে ফেলেছে। মানুষ প্রাণীটিকে দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন। প্রাণীটির প্রধান খাবার মাছ হলেও গৃহপালিত হাঁস-মুরগি খোয়া গেলেই মানুষ প্রাণীটির ওপর ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ ধাওয়া দিয়ে মেরে ফেলেন। কেউ ফাঁদ পেতে খাঁচাবন্দী করছেন। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, মেছো বিড়াল ফাঁদ পেতে ধরা, হত্যা, পাচার কিংবা ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন ব ভ গ র উপজ ল
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ