নিহত এসএসসি পরীক্ষার্থীর মায়ের আহাজারি, ‘মোটরসাইকেলে কেন গেলু, মা’
Published: 13th, May 2025 GMT
সন্তান হারানোর শোকে কাঁদছেন মা আলো বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন। শোকে পাথর বাবা আনারুল ইসলাম। মেয়ে আফসানা বেগমের আজ এসএসসির শেষ পরীক্ষা ছিল। মেয়ে জানিয়েছিল, পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্টও ভালো হবে। কিন্তু শেষ পরীক্ষা দেওয়ার আগে সড়ক দুর্ঘটনায় মারা গেল আফসানা।
আজ মঙ্গলবার রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী আফসানাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সকাল সোয়া নয়টার দিকে উপজেলার মীরবাগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্য দুজন হলেন মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা রুবিনা বেগম (৩২), তাঁর ছেলে রহমত (২)। আফসানার চাচা মোটরসাইকেলের চালক আশরাফুল ইসলাম দুর্ঘটনায় আহত হয়েছেন। আফসানা ওই গ্রামের মো.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে মহেষা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম তাঁর স্ত্রী রুবিনা বেগম, ছেলে রহমত ও ভাতিজি আফসানাকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়ার মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মাপাড়ের সামনে বিপরীত দিক দিয়ে আসা মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে তাঁরা চারজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। রুবিনা, আফসানা ও শিশু রহমত পড়েন সড়কের ডান দিকে। এ সময় পেছন থেকে আসা একটি মিনিবাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁরা তিনজন নিহত হন।
নিহত আফসানা মীরবাগ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার জানায়, পরীক্ষাকেন্দ্রে আফসানাকে মোটরসাইকেলে পৌঁছে দিতে যান আশরাফুল ইসলাম। পরে ছেলে রহমতকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন।
আজ দুপুরে মীরবাগের মহেষা গ্রামে গিয়ে দেখা যায়, তিনজনের মরদেহ বাড়িতে আনা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল করতে লাশ নিয়ে চাইলে বাধা নেন স্থানীয় ব্যক্তিরা। পরে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বাড়িতে গিয়ে দেখা যায়, মাটিতে লুটিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আফসানার মা আলো বেগম। তাঁকে সান্ত্বনা দিতে আসা কেউই সন্তানহারা মাকে মাটি থেকে তুলতে পারছিলেন না। বাবা আনারুল ইসলামও নির্বাক। মেয়েকে হারিয়ে কথা বলতে পারছিলেন না তিনি। একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনায় মহেশা গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
আলো বেগম আহাজারি করে বলছিলেন, ‘পরশুদিন ঘরদুয়ার ঝাড়িল রে। মোর ঘরদুয়ার পরিষ্কার করি মোক ছাড়ি চলি গেল রে। একপালা কাপড়চোপড় ধুয়ে দিছে। আল্লাহ রে, মোর সন্তানোক এমন করি নিয়ে গেলু কেন। মোটরসাইকেলে কেন গেলু মা।’
মীরবাগ বালিকা বিদ্যালয়ের শিক্ষক রওশন আরা বলেন, ‘আফসানা মেধাবী শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল। ভালো ফল হলে স্যার-ম্যাডামদের বাড়িতে দাওয়াত করে আপ্যায়ন করার কথা বলেছিল আফসানা।’
নিহত ব্যক্তিদের বাড়িতে কথা হয় কাউনিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) শাহানুর আলমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মোটরসাইকেলের সামনে একটি মাইক্রোবাস ছিল। তিনি মোটরসাইকেল ব্রেক করলে তাঁরা সড়কে ছিটকে পড়েন। একটি মিনিবাস তাঁদের পেছন দিক দিয়ে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ মিনিবাসটি শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় সড়ক আইনে নিহত ব্যক্তিদের পরিবার মামলা করবে বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ শাহ।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা দেওয়া হলো না আফসানার, মিনিবাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত৪ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: আশর ফ ল ইসল ম ন ন হত পর ক ষ ক উন য় পর ব র ম রব গ ত নজন আফস ন ঘটন য়
এছাড়াও পড়ুন:
এসএসসিতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ২৯৩
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন পরীক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছে ২৯৩ জন। পুনর্নিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে। আজ রোববার পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটি পড়তে চাইলে করুন আবেদন৩ ঘণ্টা আগেঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে জানিয়েছেন, এবার পুনর্নিরীক্ষণের জন্য মোট ৯২ হাজার ৬৭৬ হাজার জন পরীক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৯৪৬ জনের।
আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন পরীক্ষার্থী। তখন পাস করে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। পাসের হার ৬৮ দশমিক শূন্য ৪, যা গতবার ছিল ৮৩ দশমিক ৭৭ শতাংশ। এবার গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে ৩৮ হাজার ৮২৭। এবার জিপিএ-৫ পায় ১ লাখ ২৫ হাজার ১৮ জন। পুনর্নিরীক্ষণে এখন তা কিছু বেড়েছে।
আরও পড়ুনএসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেবে সরকার০৮ আগস্ট ২০২৫আরও পড়ুনসরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ২৯ জুলাই ২০২৫