সন্তান হারানোর শোকে কাঁদছেন মা আলো বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন। শোকে পাথর বাবা আনারুল ইসলাম। মেয়ে আফসানা বেগমের আজ এসএসসির শেষ পরীক্ষা ছিল। মেয়ে জানিয়েছিল, পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্টও ভালো হবে। কিন্তু শেষ পরীক্ষা দেওয়ার আগে সড়ক দুর্ঘটনায় মারা গেল আফসানা।

আজ মঙ্গলবার রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী আফসানাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সকাল সোয়া নয়টার দিকে উপজেলার মীরবাগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্য দুজন হলেন মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা রুবিনা বেগম (৩২), তাঁর ছেলে রহমত (২)। আফসানার চাচা মোটরসাইকেলের চালক আশরাফুল ইসলাম দুর্ঘটনায় আহত হয়েছেন। আফসানা ওই গ্রামের মো.

আনারুল ইসলাম ও আলো বেগমের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে মেজ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে মহেষা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম তাঁর স্ত্রী রুবিনা বেগম, ছেলে রহমত ও ভাতিজি আফসানাকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়ার মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মাপাড়ের সামনে বিপরীত দিক দিয়ে আসা মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে তাঁরা চারজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। রুবিনা, আফসানা ও শিশু রহমত পড়েন সড়কের ডান দিকে। এ সময় পেছন থেকে আসা একটি মিনিবাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁরা তিনজন নিহত হন।

নিহত আফসানা মীরবাগ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার জানায়, পরীক্ষাকেন্দ্রে আফসানাকে মোটরসাইকেলে পৌঁছে দিতে যান আশরাফুল ইসলাম। পরে ছেলে রহমতকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন।

আজ দুপুরে মীরবাগের মহেষা গ্রামে গিয়ে দেখা যায়, তিনজনের মরদেহ বাড়িতে আনা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল করতে লাশ নিয়ে চাইলে বাধা নেন স্থানীয় ব্যক্তিরা। পরে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

বাড়িতে গিয়ে দেখা যায়, মাটিতে লুটিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আফসানার মা আলো বেগম। তাঁকে সান্ত্বনা দিতে আসা কেউই সন্তানহারা মাকে মাটি থেকে তুলতে পারছিলেন না। বাবা আনারুল ইসলামও নির্বাক। মেয়েকে হারিয়ে কথা বলতে পারছিলেন না তিনি। একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনায় মহেশা গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আলো বেগম আহাজারি করে বলছিলেন, ‘পরশুদিন ঘরদুয়ার ঝাড়িল রে। মোর ঘরদুয়ার পরিষ্কার করি মোক ছাড়ি চলি গেল রে। একপালা কাপড়চোপড় ধুয়ে দিছে। আল্লাহ রে, মোর সন্তানোক এমন করি নিয়ে গেলু কেন। মোটরসাইকেলে কেন গেলু মা।’

মীরবাগ বালিকা বিদ্যালয়ের শিক্ষক রওশন আরা বলেন, ‘আফসানা মেধাবী শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল। ভালো ফল হলে স্যার-ম্যাডামদের বাড়িতে দাওয়াত করে আপ্যায়ন করার কথা বলেছিল আফসানা।’

নিহত ব্যক্তিদের বাড়িতে কথা হয় কাউনিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) শাহানুর আলমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মোটরসাইকেলের সামনে একটি মাইক্রোবাস ছিল। তিনি মোটরসাইকেল ব্রেক করলে তাঁরা সড়কে ছিটকে পড়েন। একটি মিনিবাস তাঁদের পেছন দিক দিয়ে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ মিনিবাসটি শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় সড়ক আইনে নিহত ব্যক্তিদের পরিবার মামলা করবে বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ শাহ।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা দেওয়া হলো না আফসানার, মিনিবাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত৪ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আশর ফ ল ইসল ম ন ন হত পর ক ষ ক উন য় পর ব র ম রব গ ত নজন আফস ন ঘটন য়

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, সতর্ক করল শিক্ষাবোর্ড

এসএসসি পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নে অনীহা দেখাচ্ছেন পরীক্ষকরা। তারা নির্ধারিত তারিখে শিক্ষাবোর্ড থেকে খাতা নিচ্ছেন না। এতে ফলাফল প্রকাশে দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ সোমবার ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃক পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তাদের একটি অংশ দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না।

এতে আরও বলা হয়, এমন অবস্থায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সব পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা সংগ্রহের নির্দেশনা দিয়েছে। সেই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কও করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে এক ক্রমিক দুইবার, নেই ২৬ নম্বর
  • এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেপ্তার 
  • এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ ঢাকা বোর্ডের
  • এসএসসি পরীক্ষা দেওয়া হলো না আফসানার, মিনিবাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত
  • কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
  • রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
  • এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, সতর্ক করল শিক্ষাবোর্ড
  • অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুবায়ের ব্যথা-যন্ত্রণা নিয়েই দিচ্ছেন এসএসসি পরীক্ষা
  • বিশ্বাসীদের সাফল্যের সাত গুণ