Samakal:
2025-11-17@11:05:19 GMT

গরমে হালকা মেকআপ

Published: 13th, May 2025 GMT

গরমে হালকা মেকআপ

বাংলার গ্রীষ্মকাল মানেই রোদ, ঘাম আর ক্লান্তি। এ সময় ভারী মেকআপ যেমন অস্বস্তিকর, তেমনি ত্বকের জন্যও ক্ষতিকর হতে পারে। তাই গরমকালে হালকা ও ন্যাচারাল মেকআপই সবচেয়ে উপযুক্ত এবং কার্যকর। এটি যেমন চেহারায় এনে দেয় সতেজতা ও সজীবতা, তেমনি ত্বকও থাকে নিঃশ্বাস নেওয়ার মতো মুক্ত।
হালকা মেকআপ মানে কী
হালকা মেকআপ মানে ত্বককে ঢেকে না রেখে তার প্রকৃত সৌন্দর্যকে হাইলাইট করা। এতে কভারেজ কম, কিন্তু ফিনিশ থাকে মসৃণ ও প্রাকৃতিক। স্কিন ফ্রেন্ডলি প্রসাধনী  ব্যবহার করে ন্যূনতম স্তরের সাজ, যা ত্বকে ভারী ভাব আনে না– এটিই হলো হালকা মেকআপের মূল দর্শন।
মেকআপ শুরুর আগে যা করণীয় 
মেকআপ শুরুর আগে মুখ ভালো করে ধুয়ে নিন। সে ক্ষেত্রে আগে মুখে বরফ ঘষে নিলে মুখের লোমকূপে জমে থাকা ময়লা দূর হবে এবং মুখের ছিদ্রগুলো প্রশমিত হয়ে যাবে। 
বেস মেকআপে সতর্কতা
মেকআপ শুরুর আগে ওয়াটারপ্রুফ প্রাইমার ব্যবহার করা ভালো। এটি মুখের তৈলাক্ত আভা রোধ করে এবং মেকআপ গলে যাওয়া রোধ করে। তবে গরমকালে ভারী ফাউন্ডেশন নয়, বরং টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহারই ভালো। এতে ত্বক রেশমি দেখাবে কিন্তু ঘাম বা তেল জমে যাবে না। চাইলে সানস্ক্রিন যুক্ত টিন্টেড ক্রিম বেছে নেওয়া যেতে পারে; যা ত্বকের টোন ও টেক্সচারকে সমান রাখবে এবং রোদের ক্ষতি থেকেও বাঁচাবে।
কনসিলার ও পাউডারের ব্যবহার
যদি চোখের নিচে ডার্ক সার্কেল বা দাগ থাকে, তবে সেগুলোর জন্য সামান্য কনসিলার ব্যবহার করাই যথেষ্ট। পুরো মুখে কনসিলার লাগানো বা লেয়ারিং এড়ানো উচিত। এরপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে ও ঘাম আটকাবে।
চোখের সাজে মিনিমালিজম
গরমে আইশ্যাডো কম ব্যবহার করাই ভালো। যদি ব্যবহার করতেই হয়, তবে পিচ বা ব্রাউন শেডের ম্যাট আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। ওয়াটারপ্রুফ মাশকারা আর একটু আইলাইনার যথেষ্ট। মাশকারা ব্যবহার করার আগে আইল্যাশে একটু পাউডার দিয়ে তারপর মাশকারা দিলে ল্যাশগুলো দেখতে সুন্দর লাগবে এবং গরমেও সহজে স্ন্যাজ হবে না। চোখে ভারী কাজল বা গ্লিটার গরমে গলে গিয়ে মেকআপ নষ্ট করে দিতে পারে। তাই কাজলের পরিবর্তে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করা যেতে পারে।
গাল ও ঠোঁটে সতেজতা
চিকবোনে একটু টিন্টেড ব্লাশ বা ক্রিমবেইজড ব্লাশ দিলে মুখে প্রাণ আসে। গরমে পাউডার ব্লাশের চেয়ে ক্রিম ব্লাশ বেশি টিকে থাকে। ঠোঁটে হালকা টিন্ট বা গ্লসই যথেষ্ট। গাঢ় রঙের লিপস্টিক নয়, বরং ন্যুড, পিচ বা কোরাল শেড ব্যবহার করা উচিত। ঠোঁটের রং ধরে রাখতে মেকআপের আগে লিপ ক্র্যাব করুন। চিনি ও মধু দিয়ে ক্র্যাব করে লিপ প্রাইমার লাগিয়ে নিন। অতঃপর  লিপস্টিক লাগান। এই প্রক্রিয়ায় আপনার লিপস্টিকটি দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
হাইলাইটার ব্যবহারের কৌশল 
সানকিসড লুকের জন্য হাইলাইটার ব্যবহার করা একটি চমৎকার উপায়। সে ক্ষেত্রে গরমের কথা মাথায় রেখে হালকা ক্রিম বা গোলাপি আভার হাইলাইটার ব্যবহার করুন। এটি গরমকালেও আপনাকে কাচের মতো স্বচ্ছ লুক এনে দেবে।
সেটিং স্প্রে ও মেকআপ ধরে রাখার কৌশল
মেকআপ শেষে একটি হালকা ফিনিশিং স্প্রে ব্যবহার করলে মেকআপ ঘামে ভাঙবে না। চাইলে দিনে একবার রিফ্রেশিং ফেসমিস্ট ব্যবহার করেও ফ্রেশ লুক বজায় রাখা যায়। তাই গরমেও সেটিং স্প্রে মিস করা যাবে না। 
বোল্টিং পেপার ব্যবহার করুন 
গরমের মধ্যে আপনার মেকআপ ঠিক রাখতে বোল্টিং পেপার বেছে নিন। এটিই আপনার ত্বকের ঘাম ও অতিরিক্ত তেল শোষণ করে ত্বকে সচেতনতা রক্ষা করবে এবং মেকআপকে দীর্ঘক্ষণ সুরক্ষিত রাখবে।
গরমে হালকা মেকআপ শুধু ফ্যাশন নয়, এক ধরনের বুদ্ধিমত্তাও। এটি ত্বকের প্রতি যত্নশীল এক সৌন্দর্যচর্চা, যেখানে ভারী সাজের চেয়ে প্রাকৃতিক লুককেই গুরুত্ব দেওয়া হয়। মেকআপের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তা মনে হয়, এটি মেকআপই নয়, স্বাভাবিক সৌন্দর্যেরই এক আবরণ।
মডেল: নভেরা রহমান; ছবি: কাব্য

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম কআপ র ব যবহ র কর স ন দর য ম কআপ শ ত বক র র র আগ

এছাড়াও পড়ুন:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে এই চিত্র দেখা যায়। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে আসছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আছেন র‍্যাব ও বিজিবির সদস্যরা। তাঁরা শক্ত অবস্থানে আছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায়।

পরে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে।

কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশের অন্তত এক সদস্য আহত হন।

আরও পড়ুনএক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ৪ ঘণ্টা আগে

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা পৌনে ২টার দিকে দুই ভাগে ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের আবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ।

বিক্ষোভকারীদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার জন্য দফায় দফায় চেষ্টা এবং তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনরায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন৫ ঘণ্টা আগে

বিক্ষোভকারীরা পুরোপুরি সরে না যাওয়ায়, বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে আসার চেষ্টা করায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়। এখন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক দুপুরে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’

গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনআড়াই ঘণ্টা ধরে পড়া হলো রায়, এরপর এল মৃত্যুদণ্ডের আদেশ২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ