বাংলার গ্রীষ্মকাল মানেই রোদ, ঘাম আর ক্লান্তি। এ সময় ভারী মেকআপ যেমন অস্বস্তিকর, তেমনি ত্বকের জন্যও ক্ষতিকর হতে পারে। তাই গরমকালে হালকা ও ন্যাচারাল মেকআপই সবচেয়ে উপযুক্ত এবং কার্যকর। এটি যেমন চেহারায় এনে দেয় সতেজতা ও সজীবতা, তেমনি ত্বকও থাকে নিঃশ্বাস নেওয়ার মতো মুক্ত।
হালকা মেকআপ মানে কী
হালকা মেকআপ মানে ত্বককে ঢেকে না রেখে তার প্রকৃত সৌন্দর্যকে হাইলাইট করা। এতে কভারেজ কম, কিন্তু ফিনিশ থাকে মসৃণ ও প্রাকৃতিক। স্কিন ফ্রেন্ডলি প্রসাধনী ব্যবহার করে ন্যূনতম স্তরের সাজ, যা ত্বকে ভারী ভাব আনে না– এটিই হলো হালকা মেকআপের মূল দর্শন।
মেকআপ শুরুর আগে যা করণীয়
মেকআপ শুরুর আগে মুখ ভালো করে ধুয়ে নিন। সে ক্ষেত্রে আগে মুখে বরফ ঘষে নিলে মুখের লোমকূপে জমে থাকা ময়লা দূর হবে এবং মুখের ছিদ্রগুলো প্রশমিত হয়ে যাবে।
বেস মেকআপে সতর্কতা
মেকআপ শুরুর আগে ওয়াটারপ্রুফ প্রাইমার ব্যবহার করা ভালো। এটি মুখের তৈলাক্ত আভা রোধ করে এবং মেকআপ গলে যাওয়া রোধ করে। তবে গরমকালে ভারী ফাউন্ডেশন নয়, বরং টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহারই ভালো। এতে ত্বক রেশমি দেখাবে কিন্তু ঘাম বা তেল জমে যাবে না। চাইলে সানস্ক্রিন যুক্ত টিন্টেড ক্রিম বেছে নেওয়া যেতে পারে; যা ত্বকের টোন ও টেক্সচারকে সমান রাখবে এবং রোদের ক্ষতি থেকেও বাঁচাবে।
কনসিলার ও পাউডারের ব্যবহার
যদি চোখের নিচে ডার্ক সার্কেল বা দাগ থাকে, তবে সেগুলোর জন্য সামান্য কনসিলার ব্যবহার করাই যথেষ্ট। পুরো মুখে কনসিলার লাগানো বা লেয়ারিং এড়ানো উচিত। এরপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে ও ঘাম আটকাবে।
চোখের সাজে মিনিমালিজম
গরমে আইশ্যাডো কম ব্যবহার করাই ভালো। যদি ব্যবহার করতেই হয়, তবে পিচ বা ব্রাউন শেডের ম্যাট আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। ওয়াটারপ্রুফ মাশকারা আর একটু আইলাইনার যথেষ্ট। মাশকারা ব্যবহার করার আগে আইল্যাশে একটু পাউডার দিয়ে তারপর মাশকারা দিলে ল্যাশগুলো দেখতে সুন্দর লাগবে এবং গরমেও সহজে স্ন্যাজ হবে না। চোখে ভারী কাজল বা গ্লিটার গরমে গলে গিয়ে মেকআপ নষ্ট করে দিতে পারে। তাই কাজলের পরিবর্তে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করা যেতে পারে।
গাল ও ঠোঁটে সতেজতা
চিকবোনে একটু টিন্টেড ব্লাশ বা ক্রিমবেইজড ব্লাশ দিলে মুখে প্রাণ আসে। গরমে পাউডার ব্লাশের চেয়ে ক্রিম ব্লাশ বেশি টিকে থাকে। ঠোঁটে হালকা টিন্ট বা গ্লসই যথেষ্ট। গাঢ় রঙের লিপস্টিক নয়, বরং ন্যুড, পিচ বা কোরাল শেড ব্যবহার করা উচিত। ঠোঁটের রং ধরে রাখতে মেকআপের আগে লিপ ক্র্যাব করুন। চিনি ও মধু দিয়ে ক্র্যাব করে লিপ প্রাইমার লাগিয়ে নিন। অতঃপর লিপস্টিক লাগান। এই প্রক্রিয়ায় আপনার লিপস্টিকটি দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
হাইলাইটার ব্যবহারের কৌশল
সানকিসড লুকের জন্য হাইলাইটার ব্যবহার করা একটি চমৎকার উপায়। সে ক্ষেত্রে গরমের কথা মাথায় রেখে হালকা ক্রিম বা গোলাপি আভার হাইলাইটার ব্যবহার করুন। এটি গরমকালেও আপনাকে কাচের মতো স্বচ্ছ লুক এনে দেবে।
সেটিং স্প্রে ও মেকআপ ধরে রাখার কৌশল
মেকআপ শেষে একটি হালকা ফিনিশিং স্প্রে ব্যবহার করলে মেকআপ ঘামে ভাঙবে না। চাইলে দিনে একবার রিফ্রেশিং ফেসমিস্ট ব্যবহার করেও ফ্রেশ লুক বজায় রাখা যায়। তাই গরমেও সেটিং স্প্রে মিস করা যাবে না।
বোল্টিং পেপার ব্যবহার করুন
গরমের মধ্যে আপনার মেকআপ ঠিক রাখতে বোল্টিং পেপার বেছে নিন। এটিই আপনার ত্বকের ঘাম ও অতিরিক্ত তেল শোষণ করে ত্বকে সচেতনতা রক্ষা করবে এবং মেকআপকে দীর্ঘক্ষণ সুরক্ষিত রাখবে।
গরমে হালকা মেকআপ শুধু ফ্যাশন নয়, এক ধরনের বুদ্ধিমত্তাও। এটি ত্বকের প্রতি যত্নশীল এক সৌন্দর্যচর্চা, যেখানে ভারী সাজের চেয়ে প্রাকৃতিক লুককেই গুরুত্ব দেওয়া হয়। মেকআপের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তা মনে হয়, এটি মেকআপই নয়, স্বাভাবিক সৌন্দর্যেরই এক আবরণ।
মডেল: নভেরা রহমান; ছবি: কাব্য
উৎস: Samakal
কীওয়ার্ড: ম কআপ র ব যবহ র কর স ন দর য ম কআপ শ ত বক র র র আগ
এছাড়াও পড়ুন:
গরমে হালকা মেকআপ
বাংলার গ্রীষ্মকাল মানেই রোদ, ঘাম আর ক্লান্তি। এ সময় ভারী মেকআপ যেমন অস্বস্তিকর, তেমনি ত্বকের জন্যও ক্ষতিকর হতে পারে। তাই গরমকালে হালকা ও ন্যাচারাল মেকআপই সবচেয়ে উপযুক্ত এবং কার্যকর। এটি যেমন চেহারায় এনে দেয় সতেজতা ও সজীবতা, তেমনি ত্বকও থাকে নিঃশ্বাস নেওয়ার মতো মুক্ত।
হালকা মেকআপ মানে কী
হালকা মেকআপ মানে ত্বককে ঢেকে না রেখে তার প্রকৃত সৌন্দর্যকে হাইলাইট করা। এতে কভারেজ কম, কিন্তু ফিনিশ থাকে মসৃণ ও প্রাকৃতিক। স্কিন ফ্রেন্ডলি প্রসাধনী ব্যবহার করে ন্যূনতম স্তরের সাজ, যা ত্বকে ভারী ভাব আনে না– এটিই হলো হালকা মেকআপের মূল দর্শন।
মেকআপ শুরুর আগে যা করণীয়
মেকআপ শুরুর আগে মুখ ভালো করে ধুয়ে নিন। সে ক্ষেত্রে আগে মুখে বরফ ঘষে নিলে মুখের লোমকূপে জমে থাকা ময়লা দূর হবে এবং মুখের ছিদ্রগুলো প্রশমিত হয়ে যাবে।
বেস মেকআপে সতর্কতা
মেকআপ শুরুর আগে ওয়াটারপ্রুফ প্রাইমার ব্যবহার করা ভালো। এটি মুখের তৈলাক্ত আভা রোধ করে এবং মেকআপ গলে যাওয়া রোধ করে। তবে গরমকালে ভারী ফাউন্ডেশন নয়, বরং টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহারই ভালো। এতে ত্বক রেশমি দেখাবে কিন্তু ঘাম বা তেল জমে যাবে না। চাইলে সানস্ক্রিন যুক্ত টিন্টেড ক্রিম বেছে নেওয়া যেতে পারে; যা ত্বকের টোন ও টেক্সচারকে সমান রাখবে এবং রোদের ক্ষতি থেকেও বাঁচাবে।
কনসিলার ও পাউডারের ব্যবহার
যদি চোখের নিচে ডার্ক সার্কেল বা দাগ থাকে, তবে সেগুলোর জন্য সামান্য কনসিলার ব্যবহার করাই যথেষ্ট। পুরো মুখে কনসিলার লাগানো বা লেয়ারিং এড়ানো উচিত। এরপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে ও ঘাম আটকাবে।
চোখের সাজে মিনিমালিজম
গরমে আইশ্যাডো কম ব্যবহার করাই ভালো। যদি ব্যবহার করতেই হয়, তবে পিচ বা ব্রাউন শেডের ম্যাট আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। ওয়াটারপ্রুফ মাশকারা আর একটু আইলাইনার যথেষ্ট। মাশকারা ব্যবহার করার আগে আইল্যাশে একটু পাউডার দিয়ে তারপর মাশকারা দিলে ল্যাশগুলো দেখতে সুন্দর লাগবে এবং গরমেও সহজে স্ন্যাজ হবে না। চোখে ভারী কাজল বা গ্লিটার গরমে গলে গিয়ে মেকআপ নষ্ট করে দিতে পারে। তাই কাজলের পরিবর্তে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করা যেতে পারে।
গাল ও ঠোঁটে সতেজতা
চিকবোনে একটু টিন্টেড ব্লাশ বা ক্রিমবেইজড ব্লাশ দিলে মুখে প্রাণ আসে। গরমে পাউডার ব্লাশের চেয়ে ক্রিম ব্লাশ বেশি টিকে থাকে। ঠোঁটে হালকা টিন্ট বা গ্লসই যথেষ্ট। গাঢ় রঙের লিপস্টিক নয়, বরং ন্যুড, পিচ বা কোরাল শেড ব্যবহার করা উচিত। ঠোঁটের রং ধরে রাখতে মেকআপের আগে লিপ ক্র্যাব করুন। চিনি ও মধু দিয়ে ক্র্যাব করে লিপ প্রাইমার লাগিয়ে নিন। অতঃপর লিপস্টিক লাগান। এই প্রক্রিয়ায় আপনার লিপস্টিকটি দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
হাইলাইটার ব্যবহারের কৌশল
সানকিসড লুকের জন্য হাইলাইটার ব্যবহার করা একটি চমৎকার উপায়। সে ক্ষেত্রে গরমের কথা মাথায় রেখে হালকা ক্রিম বা গোলাপি আভার হাইলাইটার ব্যবহার করুন। এটি গরমকালেও আপনাকে কাচের মতো স্বচ্ছ লুক এনে দেবে।
সেটিং স্প্রে ও মেকআপ ধরে রাখার কৌশল
মেকআপ শেষে একটি হালকা ফিনিশিং স্প্রে ব্যবহার করলে মেকআপ ঘামে ভাঙবে না। চাইলে দিনে একবার রিফ্রেশিং ফেসমিস্ট ব্যবহার করেও ফ্রেশ লুক বজায় রাখা যায়। তাই গরমেও সেটিং স্প্রে মিস করা যাবে না।
বোল্টিং পেপার ব্যবহার করুন
গরমের মধ্যে আপনার মেকআপ ঠিক রাখতে বোল্টিং পেপার বেছে নিন। এটিই আপনার ত্বকের ঘাম ও অতিরিক্ত তেল শোষণ করে ত্বকে সচেতনতা রক্ষা করবে এবং মেকআপকে দীর্ঘক্ষণ সুরক্ষিত রাখবে।
গরমে হালকা মেকআপ শুধু ফ্যাশন নয়, এক ধরনের বুদ্ধিমত্তাও। এটি ত্বকের প্রতি যত্নশীল এক সৌন্দর্যচর্চা, যেখানে ভারী সাজের চেয়ে প্রাকৃতিক লুককেই গুরুত্ব দেওয়া হয়। মেকআপের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তা মনে হয়, এটি মেকআপই নয়, স্বাভাবিক সৌন্দর্যেরই এক আবরণ।
মডেল: নভেরা রহমান; ছবি: কাব্য