নিখোঁজের এক দিন পর বস্তায় শিশুর ঝলসানো লাশ
Published: 14th, May 2025 GMT
ঢাকার তেজগাঁওয়ে নিখোঁজের এক দিন পর রোজা মনি নামে পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যার আগে অথবা পরে গরম পানি বা দাহ্য কিছু দিয়ে তার শরীর ঝলসে দেওয়া হয়।
বুধবার (১৪ মে) সকালে তেজগাঁও থানার উপ-পরিদর্শক এস আই আব্দুল কাদের লাশ উদ্ধারের বিষয়টি রাইজিংবিডিকে জানান। তবে কে বা কারা কেন শিশুটিকে হত্যা করে শরীর ঝলসে দিয়েছে এখনও জানা যায়নি বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন; এলাকায় মাইকিংও করা হয়।
পরের দিন বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
শিশুটির মা তার সাত সন্তানকে নিয়ে তজকুনিপাড়া এলাকায় থাকেন। বাবা মালয়েশিয়া প্রবাসী। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। প্রবাসে বাবার তেমন উপার্জন না থাকায় তেজজুনি পাড়ায় সাড়ে ৩ হাজার টাকায় একটি টিনশেড ঘর ভাড়া নেন। শিশুর মা গৃহকর্মীর কাজ করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি