ঢাকার তেজগাঁওয়ে নিখোঁজের এক দিন পর রোজা মনি নামে পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যার আগে অথবা পরে গরম পানি বা দাহ্য কিছু দিয়ে তার শরীর ঝলসে দেওয়া হয়। 

বুধবার (১৪ মে) সকালে তেজগাঁও থানার উপ-পরিদর্শক এস আই আব্দুল কাদের লাশ উদ্ধারের বিষয়টি রাইজিংবিডিকে জানান। তবে কে বা কারা কেন শিশুটিকে হত্যা করে শরীর ঝলসে দিয়েছে এখনও জানা যায়নি বলে তিনি জানান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন; এলাকায় মাইকিংও করা হয়।

পরের দিন বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। 

শিশুটির মা তার সাত সন্তানকে নিয়ে তজকুনিপাড়া এলাকায় থাকেন। বাবা মালয়েশিয়া প্রবাসী। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। প্রবাসে বাবার তেমন উপার্জন না থাকায় তেজজুনি পাড়ায় সাড়ে ৩ হাজার টাকায় একটি টিনশেড ঘর ভাড়া নেন। শিশুর মা গৃহকর্মীর কাজ করেন। 

পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে নিখোঁজে ৩ দিন পর মৃতদেহ উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়ি মনাটেক গ্রামের বিন্দু চাকমা (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজের তিন পর তার মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি মনাটেক গ্রামের গোপাল চাকমার ছেলে।

বুধবার (১৩ আগস্ট) সকালে মনাটেক গ্রামের বিলের কাপ্তাই হৃদের পানি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

মনাটেক গ্রামের বিমল চাকমা ও সুনীল চাকমা জানান, গত সোমবার (১১ আগস্ট) রাতে গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে নৌকায় করে ফেরার পথে নিখোঁজ হন বিন্দু চাকমা। এলাকাবাসীর ধারণা, ফেরার পথে কাপ্তাই হৃদের পানিতে পড়ে ডুবে যান তিনি। সেই সময় থেকে খোঁজাখুঁজি চলছিল। বুধবার সকালে মনাটেক গ্রামের বিল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

এ বিষয়ে মহালছড়ি থানার উপ পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম বলেন, “মনাটেক গ্রামের একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন সেটা জানি। তবে তাকে পাওয়া গেছে কিনা সে বিষয়ে কোন তথ্য পাইনি।”

ঢাকা/রূপায়ন/এস

সম্পর্কিত নিবন্ধ