দেড় যুগেরও বেশি সময় পর নিজ গ্রামে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে আসেন তিনি।

এ সময় শত শত গ্রামবাসী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। গ্রামে পৌঁছে প্রধান উপদেষ্টা পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করেন। পরে তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সমাবর্তনে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

উল্লেখ্য, প্রায় ৯ বছর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিক সনদ, ২২ জন গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। এছাড়া, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের সই করা সনদ পান।

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

ন্যায়সংগত কর ব্যবস্থার সুপারিশ 

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা একটি ন্যায়সংগত এবং ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থার সুপারিশ করেছেন। ‘কার্যকর বাজেট পরিকল্পনার মাধ্যমে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ: ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অগ্রাধিকার’ শিরোনামের এ আলোচনা গত সোমবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়। বৈঠক সঞ্চালনা করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। 

এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, উচ্চহার উৎসে কর কর্তন ও বহুস্তর ভ্যাট হারের মতো সমস্যা দূর করতে রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য। একটি ন্যায়সংগত কর ব্যবস্থা গঠনে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী হয়রানি কমাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে যথাযথ তথ্য জানানোর আহবান জানান। বিডার মহাসচিব মো. আরিফুল হক বলেন, রাজস্ব ও বিনিয়োগ একই মুদ্রার দুটি দিক। অটোমেশনের পাশাপাশি আমলাতান্ত্রিক মানসিকতার পরিবর্তন গুরুত্বপূর্ণ। 

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন বিভাগের পরিচালক গিনতাউতাস দিরগেলা বলেন, তামাক খাতে ধারাবাহিক কর বৃদ্ধির আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলো তারা সরকারকে জানিয়েছেন, যা কালোবাজারের সুযোগ বৃদ্ধি না করেই সরকারের আয় বাড়াবে। ডিবিএল গ্রুপের চিফ সাসটেইনেবিলিটি অফিসার মোহাম্মদ জাহিদুল্লাহ বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব কারখানার জন্য কর প্রণোদনা না থাকলে পোশাক খাতের  অর্ডার ভিয়েতনাম বা ভারতে স্থানান্তরিত হয়ে যাবে।  

গ্রামীণফোন লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত বলেন, একজন ভোক্তা ১০০ টাকা রিচার্জ করলে ৩৯ টাকা কর দেয়, যা ডিজিটাল অন্তর্ভুক্তি বাধাগ্রস্ত করছে। এ খাতের প্রবৃদ্ধি ও রাজস্ব স্থিতিশীলতার জন্য ভ্যাট ও নিয়ন্ত্রণমূলক শুল্ক যুক্তিসংগত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেসলে বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ও হেড অব ট্যাক্সেশন রেজাউল করিম বলেন, ভ্যাট রিটার্ন সহজ করলে ও করপোরেট করের হার কমিয়ে আনলে তা ব্যবসার খরচ কমাতে, ভোক্তার
ব্যয় উৎসাহিত এবং রাজস্ব বাড়াতে সহায়তা করতে পারে। 

সম্পর্কিত নিবন্ধ