কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়াটাই বড় খবর। ক্লাব ফুটবলে সম্ভাব্য প্রায় সব শিরোপা জেতা এই ইতালিয়ান দায়িত্ব নিচ্ছেন এমন এক দেশের, যারা সচরাচর বিদেশি কোচ নিয়োগ দেয় না। প্রচলিত ধারা ভেঙে সিবিএফ (কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল) আনচেলত্তিকে শুধু দায়িত্বই দিচ্ছে না, আর্থিকভাবে সুযোগ–সুবিধাও দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্য কোচদের চেয়ে বেশি।

ব্রাজিলের মতো আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের জন্য কোচের পেছনে টাকা ঢালে আরও অনেক দেশের ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানির মতো দেশগুলো তাদের জাতীয় দলের কোচকে দেয় বিপুল সুযোগ–সুবিধা, সঙ্গে থাকে পারফরম্যান্স বোনাস। নির্দিষ্ট সাফল্য পেলে আরও টাকা।

ব্রাজিলের গ্লোবোস্পোর্ত বলছে, আনচেলত্তিকে বছরে ১ কোটি ১১ লাখ মার্কিন ডলারের মতো বেতন দেবে সিবিএফ। অর্থ্যাৎ, প্রতি মাসে সোয়া নয় লাখ ডলারের মতো, যা বাংলাদেশি মুদ্রায় মাসে ১১ কোটি টাকার বেশি। বেতনের বাইরে রিও ডি জেনিরোতে বসবাসের জন্য অ্যাপার্টমেন্ট আর যাতায়াতের জন্য জেট বিমানও পাবেন।

আনচেলত্তির পেছনে ব্রাজিলের এত টাকা খরচের একটাই কারণ—দুই দশক ধরে না জেতা বিশ্বকাপ এনে দেওয়া। ২০২৬ সালে সেটা এনে দিলে পারফরম্যান্স বোনাসও দেওয়া হবে, পরিমাণ—৫৬ লাখ মার্কিন ডলার।

ব্রাজিলের চাকরিতে ব্যক্তিগতভাবে ৬৫ বছর বয়সী আনচেলত্তির ব্যস্ততা কমবে। ক্লাব ফুটবলে কোনো কোনো মাসে ৮–৯টি ম্যাচও খেলতে হয়। যেমন আনচেলত্তির বর্তমান দল রিয়াল মাদ্রিদ ২০২৪-২৫ মৌসুমে এরই মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছে ৬৩টি।

আরও পড়ুনব্রাজিলিয়ানরা কেন বিদেশি কোচ চায়, কেন চায় না১২ ফেব্রুয়ারি ২০২৩

ম্যাচকেন্দ্রিক এই তুমুল ব্যস্ততা কমে এলেও আনচেলত্তিকে সামলাতে হবে একটা গোটা দেশের প্রত্যাশার চাপ, যে দেশে ফুটবলটাই ধ্যানজ্ঞান। আর পুরো দেশের প্রত্যাশার চাপ, দীর্ঘ মেয়াদে শিরোপা–খরা ও সংশ্লিষ্ট দেশের আর্থিক সক্ষমতা বিবেচনাতেই জাতীয় দলের কোচরা কাজ কম হলেও ভালো পারিশ্রমিক পেয়ে থাকেন।

ব্রাজিলের চেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে ট্রফি নেই ইংল্যান্ডের। ইয়াহু স্পোর্টসের তথ্য বলছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) টমাস টুখেলকে বছরে ৬৭ লাখ মার্কিন ডলার বেতন দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ কোটি টাকা। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ না জেতা ইংল্যান্ড টুখেলের সঙ্গে চুক্তি করেছে ২০২৬ পর্যন্ত।

বিশ্বকাপ ট্রফি জেতার চাপের দিক থেকে ইংল্যান্ডের ধারেকাছেও নেই যুক্তরাষ্ট্র। তবে উত্তর আমেরিকার দেশটি তাদের কোচকে দিচ্ছে ইংল্যান্ডের কাছাকাছি বেতনই।

আরও পড়ুনবক্সার, রেফারি, আর্জেন্টাইন—৬০ বছর পর ব্রাজিলের ‘বিচিত্র’ বিদেশি কোচদের তালিকায় আনচেলত্তি১০ মে ২০২৫

ইএসপিএনের খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো ৬০ লাখ মার্কিন ডলারের ঘরে বেতন পেয়ে থাকেন। কখনো বিশ্বকাপ সেমিফাইনাল না খেললেও ২০২৬ বিশ্বকাপের আয়োজক হিসেবে পচেত্তিনোর কাছে বড় কিছুই চাওয়া যুক্তরাষ্ট্রের। আর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে কোচের পেছনে বড় অঙ্ক খরচের সামর্থ্য তো তাদের আছেই।

অর্থনীতির আকার বিবেচনায় জার্মানির সামর্থ্যও ভালোই। দলটি ইউলিয়ান নাগলসমানকে বেতন দেয় বছরে প্রায় ৫৪ লাখ মার্কিন ডলার। এই অর্থ অবশ্য পূর্ববর্তী কোচ হান্সি ফ্লিকের চেয়ে কম। বর্তমান বার্সেলোনা কোচ জার্মানি জাতীয় দলে থাকতে প্রায় ৭৩ লাখ ডলার বেতন পেতেন।

আন্তর্জাতিক ফুটবল কোচদের বেতনের তালিকায় শীর্ষ পাঁচে আছে পর্তুগালও। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ তাদের প্রধান কোচ রবার্তো মার্তিনেজকে দেয় ৪৫ লাখ মার্কিন ডলার। তুলনায় ফ্রান্সের দিদিয়ের দেশমের বেতনই কমই মনে হতে পারে কারও কারও। ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর ২০২২ বিশ্বকাপে রানার্সআপ করানো এই ফরাসি কোচ ২০২৪ সালে ৪১ লাখ মার্কিন ডলার বেতন পেতেন বলে জানিয়েছিল বিইনস্পোর্টস।

জাতীয় দলে কোচদের বাৎসরিক বেতন।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প জ ত য় দল ফ টবল

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, আবেদন সিজিপিএ ২.৫ হলেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে অ্যাকাউন্টিং বিভাগের ১৭তম ব্যাচে (জানুয়ারি–জুন ২০২৬) প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স প্রফেশনাল (এমপিএ) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ

প্রোগ্রামের মেয়াদ দুই বছর।

ক্রেডিট ঘণ্টা ৫১।

কোর্সের সংখ্যা ১৬, প্রজেক্ট পেপার থাকবে একটি।

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর২১ ঘণ্টা আগেভর্তির যোগ্যতা

১. যেকোনো বিভাগে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

২. সব পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ২.৫ (৪.০০–এর মধ্যে) থাকতে হবে।

পরীক্ষার বিস্তারিত

১. এমসিকিউ অংশ: গণিত, ইংরেজি, হিসাববিজ্ঞান বা সাধারণ জ্ঞান (যেকোনো একটি ব্যবসায় শিক্ষার বাইরের ছাত্রছাত্রীদের)।

২. লিখিত অংশ: ট্রান্সলেশন ও প্যারাগ্রাফ রাইটিং।

৩. মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার।

ক. এমসিকিউ ও লিখিত পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

খ. মৌখিক পরীক্ষার সময়: বিকেল পাঁচটা।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • পাহাড় থেকে পৃথিবীর পথে 
  • ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু
  • ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ, চাকরিজীবীরা ছুটি পাবেন ২৮ দিন
  • ২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
  • বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
  • রোনালদো কি সত্যিই বিশ্বকাপে ১-২ ম্যাচ মিস করবেন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, আবেদন সিজিপিএ ২.৫ হলেই
  • আইপিএল ২০২৬: কোন দলে কে থাকলেন, কারা কোথায় গেলেন
  • বাংলাদেশ নৌবাহিনী নেবে অফিসার ক্যাডেট, নিয়োগ পেতে করুন আবেদন
  • সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর