কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে সামির (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। সি সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন সামির। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে ভেসে যান তিনি। পরে বন্ধুরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

চিরকুট: ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’

নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো এক জেলের মৃত্যু, নিহত বেড়ে ৩

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, ‘‘মরদেহ মর্গে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।’’

ঢাকা/তারেকুর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডাকসু নির্বাচন: চতুর্থ দিনে মনোনয়ন ফরম নিলেন একজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চতুর্থ দিনে মাত্র একজন মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৩ জন।”

তিনি আরো বলেন, “জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাদের ভোট থেকে বিরত রাখা হবে।”

ঢাকা/সৌরভ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ