‘উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বয় বাড়ানো প্রয়োজন’
Published: 20th, May 2025 GMT
পিছিয়ে পড়া প্রান্তিক কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘স্বপ্নের সারথি’ প্রকল্পের বিশেষ সমন্বয় সভা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আরো বেশি সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার মতো প্রত্যন্ত অঞ্চলে আরো কাজ করার জন্য আমি জাগো ফাউন্ডেশন ট্রাস্টকে আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিষ্ঠান হিসেবে আন্তরিকতার সঙ্গে কাজগুলো করতে হবে।”
জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘স্বপ্নের সারথি’ প্রকল্পের এই সভার প্রধান উদ্দেশ্য ছিল প্রকল্পের চলমান অগ্রগতি, ভবিষ্যৎ কার্যক্রমসহ প্রকল্পের সার্বিক বিষয়াদি সম্পর্কে বান্দরবান জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা এবং প্রান্তিক ও পিছিয়ে পড়া কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সহযোগিতার আহ্বান জানানো।
বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নু ক্রাচিং মার্মা বলেন, ‘‘বান্দরবানের নারীরা সাধারণত পুরুষ অপেক্ষা অধিক পরিশ্রমী হয়ে থাকে তবুও কর্মক্ষেত্রে তারা পিছিয়ে আছে। তাদের উপযুক্ত দক্ষতামূলক প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যেতে পারে।”
স্বপ্নের সারথি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শোয়ে ওয়াই চিং বলেন, “সরকারি ও বেসরকারি সীমাবদ্ধতা ও প্রতিকূলতা উপেক্ষা করে স্বপ্নের সারথি প্রকল্প ১৩-২৪ বছর বয়সী জনগোষ্ঠীকে লক্ষ্য করে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা সকল অংশীদারদের থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি।”
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করিম, সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
ঢাকা/চাইমং/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ন দরব ন প রকল প র ব সরক র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫