পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকেই লামিনে ইয়ামালকে তুলনা করা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে। বার্সার হয়ে লিগসহ একাধিক শিরোপা জিতে এবং ব্যক্তিগত কিছু রেকর্ড গড়ে সেই তুলনার মানও রেখেছেন ইয়ামাল।

যে কারণে কিছুদিন আগেও তাঁকে বার্সার ভবিষ্যৎ ভাবা হলেও তিনিই এখন দলটির বর্তমান। আগামী মৌসুমে মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটাও উঠবে ইয়ামালের গায়ে।

সব মিলিয়ে এখন পর্যন্ত মেসি হওয়ার পথে ইয়ামাল যে ঠিকঠাক হেঁটে চলেছেন, সেটা বলাই যায়। প্রশ্ন হচ্ছে, পারফরম্যান্স ও অর্জনে তো মেসি হওয়ার পথে এগোচ্ছেন, কিন্তু আয়ের দিক থেকে ইয়ামালের অবস্থান এখন কোথায়?

আরও পড়ুন১৭ বছর বয়সী ইয়ামালের সঙ্গে টক্কর শুধু পেলের, মেসি–রোনালদো অনেক পেছনে০২ মে ২০২৫

শেষ হতে যাওয়া মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের শিরোপা জিতেছেন ইয়ামাল। তাঁর নাম সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ীর তালিকায়ও আছে আলোচনায়।

লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে।”

আরো পড়ুন:

অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদসহ দুই উপদেষ্টার সাক্ষাৎ

তিনি বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লি থেকে ছঁক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।”

“ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে,” বলেন তিনি।

ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “তাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে।”

নাহিদ বলেন, “নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একইসাথে দিতে হবে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ