মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ মাস বয়সী যমজ দুই কন্যা শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু লামিয়া ও সামিহা স্থানীয় বাসিন্দা মো. সোহাগ (২৮) ও শান্তা আক্তার (২৪) দম্পতির মেয়ে।

এদিকে দুই শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনার পর বাবা সোহাগ ও মা শান্তা আক্তার একে-অপরকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে। ফলে এ নিয়ে ধ্রুম্রজালের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। ঘটনার তদন্তের স্বার্থে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা সোহাগ ও মা শান্তাকে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে দুই যমজ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসীর ভাষ্য, ঘটনার পর বাবা সোহাগের অভিযোগ, তাদের মা শান্তা সন্তানদের পুকুরে ফেলে দিয়েছে। অপরদিকে মা শান্তা দাবি করেছেন, বাবা সোহাগই সন্তানদের পানিতে ফেলে হত্যা করেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুদের বাবা ও মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঘটন র

এছাড়াও পড়ুন:

তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। 

আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন।

আরেকটি পরিবর্তন করতে হওয়ার শঙ্কা ছিল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পুরোপুরি ফিট হয়ে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ম্যাচের আগে ফিটনেস টেস্ট পার হয়েই একাদশে ঢুকেছেন শান্ত। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।
 

সম্পর্কিত নিবন্ধ