সাকিব আল হাসান কারও কারও চোখে রেকর্ডের বরপুত্র। কাল রাতে আরও একটি রেকর্ড যোগ হয়েছে তাঁর নামের পাশে। তবে সাকিব এ রেকর্ড যে চাননি তা নিশ্চিত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সাকিবের।

পিএসএলে কাল রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯৫ রানের জয়ে ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। এ ম্যাচে লাহোরের ইনিংসে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ২ বলে ০ রানে আউট হন সাকিব। করাচির বিপক্ষে আগের ম্যাচে (২২ মে) লাহোর জিতলেও সাকিবকে ব্যাটিংয়ে নামতে হয়নি। তবে এই ম্যাচের চার দিন আগে পেশোয়ার জালমির বিপক্ষে সাতে ব্যাটিংয়ে নেমে ১ বল খেলে শূন্য রানে আউট হন সাকিব। অর্থাৎ ‘গোল্ডেন ডাক’ মারেন।

আরও পড়ুনপ্রথম পরীক্ষায় ‘এ’ গ্রেড রিশাদের৫১ মিনিট আগে

একটু নিচের দিকে ব্যাটিংয়ে নামায় রান তোলার তাড়া ছিল। সেই চেষ্টায় ঝুঁকি নিতে গিয়েই ছয় মাস পর ক্রিকেটে ফিরে টানা দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে দুবারই শূন্য রানে আউট হলেন সাকিব। কাল রাতে শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি তাঁর হয়ে যায়।

সাকিব কাল ব্যাটিংয়ে নামার আগ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এ সংস্করণে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। ২৩৭ ম্যাচে ২৩২ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য। সাকিব কাল শূন্য রানে আউট হয়ে সৌম্যকে পেছনে ফেলে নামের পাশে অনাকাঙ্ক্ষিতভাবে যোগ করেছেন ৩২টি ‘ডাক’—অর্থাৎ ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের এই কিংবদন্তি।

সাকিবের বয়স ৩৮ বছর। সৌম্যর ৩২ বছর। স্বাভাবিকভাবেই এই রেকর্ডটি এক সময় আবারও সৌম্যর নামের পাশে ফিরে আসার সম্ভাবনাই বেশি। দুজনের ইনিংসসংখ্যায় তাকালেই সেই সম্ভাবনাটা টের পাওয়া যায়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৪১০ ইনিংস খেলে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব। সৌম্য সেখানে ২৩২ ইনিংসেই মেরেছেন ৩১টি ‘ডাক’। অর্থাৎ সাকিবের তুলনার সৌম্যর শূন্য রানে আউট হওয়ার সম্ভাবনার হার বেশি।

আরও পড়ুনরিশাদের ৩ উইকেট, ফাইনালে লাহোর১২ ঘণ্টা আগে

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড সাকিবের মতোই একজন স্পিন অলরাউন্ডারের। সুনীল নারাইন। ক্যারিবিয়ান এই ক্রিকেটার ৩৫৮ ইনিংসে ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। শুধু এই তিনজনই অন্তত ৪০ বার শূন্য রানে আউট হয়েছেন। ২৮২ ইনিংসে ৪৫ বার শূন্য রানে আউট হয়েছেন রশিদ। ইংলিশ ওপেনার হেলস ৪৯২ ইনিংসে ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন।

সৌম্য সরকার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সবচ য়

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ