মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস
Published: 9th, July 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা মারবেন বলে শি জিনপিংকে হুমকি দিয়েছিলেন তিনি।
গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেছিলেন। তহবিলদাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন।
বুধবার রয়টার্স জানায়, ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাতের আঁধারে ৭ শতাধিক ড্রোন নিয়ে এ হামলা চালিয়েছে দেশটি। এ ছাড়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশির ভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে কিয়েভ দাবি করেছে।
বার্তা সংস্থাটি বলছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। মস্কো এখনও ট্রাম্পের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়নি, যদিও কিয়েভ তা গ্রহণ করেছে।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ট্রাম্প তাঁর নতুন ঘোষণায় তা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। এর পরপরই জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ তিনি দিয়েছেন, যাতে ইউক্রেনের জন্য জরুরি প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করা যায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ইজ হ মক ইউক র ন র
এছাড়াও পড়ুন:
২০ কোটি বছরের পুরোনো উড়ন্ত সরীসৃপের সন্ধান
ডাইনোসরের যুগের আকাশে ওড়া এক রহস্যময় প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মরুভূমিতে মিলেছে সেই প্রাণীর একটি চোয়ালের হাড়। বিজ্ঞানীদের মতে, এটিই উত্তর আমেরিকায় আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন পটেরোসর প্রজাতি।
২০১১ সালে প্রথম এই প্রাণীর ফসিল আবিষ্কৃত হলেও আধুনিক স্ক্যানিং প্রযুক্তির কল্যাণে সম্প্রতি এটি একেবারে নতুন প্রজাতির বলে নিশ্চিত করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরির নেতৃত্বে পরিচালিত গবেষণায় এই নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে ইওটেফ্রাড্যাকটিলাস ম্যাকইনটাইরি, যার অর্থ ‘অ্যাশ-উইংড ডন গডেস’ বা ‘ছাই ডানার ভোরের দেবী’।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ জার্নালে। গবেষক ড. ক্লিগম্যান বলেন, ‘ট্রায়াসিক যুগের পটেরোসরদের হাড় খুবই ছোট, পাতলা এবং প্রায়ই ফাঁপা হয়। ফলে সেগুলো সাধারণত ফসিল হওয়ার আগেই পচে যায় বা নষ্ট হয়ে যায়।’ তাই এমন সুসংরক্ষিত একটি নমুনা পাওয়া এক বিরল ঘটনা। ফসিলটি পাওয়া গেছে অ্যারিজোনার পেট্রিফাইড ফরেস্ট ন্যাশনাল পার্কের এক প্রাচীন নদীর তলদেশে। ২০ কোটি বছর আগে ওই এলাকায় ছিল সুপারকন্টিনেন্ট পানজিয়ার কেন্দ্রীয় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি প্রাগৈতিহাসিক নদী। যার তলদেশে আস্তে আস্তে জমা হতে থাকে জীবাশ্ম, দাঁত, আঁশসহ বিভিন্ন ধরনের ফসিল।
নতুন প্রজাতির ফসিলের প্রাণীটির চোয়ালের দৈর্ঘ্য প্রায় একটি সিগাল বা সামুদ্রিক পাখির সমান। তবে এটির মুখভর্তি দাঁত ছিল। বিশ্লেষণে দেখা গেছে, এর দাঁতের প্রান্তে ক্ষয় ছিল। যা ইঙ্গিত করে, প্রাণীটির খাদ্যতালিকা এমন কিছুর ওপর নির্ভর করত, যার দেহে শক্ত আবরণ ছিল। ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত হাড়ের তৈরি বর্মে ঢাকা প্রাচীন কিছু মাছ খেত। বিবিসি।