মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা মারবেন বলে শি জিনপিংকে হুমকি দিয়েছিলেন তিনি। 

গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেছিলেন। তহবিলদাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন।

বুধবার রয়টার্স জানায়, ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাতের আঁধারে ৭ শতাধিক ড্রোন নিয়ে এ হামলা চালিয়েছে দেশটি। এ ছাড়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশির ভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে কিয়েভ দাবি করেছে।  

বার্তা সংস্থাটি বলছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। মস্কো এখনও ট্রাম্পের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়নি, যদিও কিয়েভ তা গ্রহণ করেছে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ট্রাম্প তাঁর নতুন ঘোষণায় তা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। এর পরপরই জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ তিনি দিয়েছেন, যাতে ইউক্রেনের জন্য জরুরি প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করা যায়।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ইজ হ মক ইউক র ন র

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ