রাশিয়ার দুই প্রদেশ দখলের হুমকি ইউক্রেনের
Published: 9th, July 2025 GMT
রাশিয়ার কুরস্ক এবং বেলগোরোদ প্রদেশ দখলের হুমকি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেক্সান্দার সাইরিস্কি। এ দুটি প্রদেশ রাশিয়া-ইউক্রেন সীমান্তঘেঁষা।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় সাইরিস্কি বলেন, শিগগিরই এ দুটি প্রদেশ দখল করবে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেই কুরস্ক ও বেলগোরোদে ফের হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ দুটি প্রদেশে অভিযান চালানো হবে।
এর আগে গত বছরের মাঝামাঝি কুরস্ক প্রদেশ দখল করেছিল ইউক্রেন। সে সময় কুরস্ককে দখলমুক্ত করতে তীব্র সংঘাত হয়েছিল রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে।
দু’পক্ষেরই হাজার হাজার সেনা নিহত হয়েছিল সেই সংঘাতে। ৬ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে গত এপ্রিলের শেষ দিকে ইউক্রেনীয় সেনাদের কুরস্ক থেকে হটিয়ে দেয় রুশ সেনারা। কুরস্কে সংঘাতের তীব্রতায় বিচলিত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য রাশিয়ার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রুশ সম্প্রচার সংবাদাম্যধম আরটি। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
উৎস: Samakal
কীওয়ার্ড: র শ য় ইউক র ন য দ ধ দখল ইউক র ন ক রস ক
এছাড়াও পড়ুন:
প্রায় ২০ দিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ খুলছে ১২ জুলাই
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রায় ২০ দিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি ক্লাস শুরুর আগেই ছাত্রাবাস খোলার অনুমতি দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল আলম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জুলাই শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে। আর ১১ জুলাই সকাল থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে।
অধ্যাপক কামরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ ভবন খালি করতে আমরা ক্লাস ও হল বন্ধ করেছিলাম। সেটি আমরা করতে পেরেছি। নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবন তৈরিসহ শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমরা একমত। তবে সেগুলো দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। শিক্ষার্থীরাও বিষয়টি অনুধাবন করে ক্লাসে ফিরতে চাচ্ছে। ফলে আমরা ১১ জুলাই থেকে আবাসিক হল এবং ১২ জুলাই থেকে ক্লাস চালু করতে যাচ্ছি।’
নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মে মাস থেকে ক্লাস বর্জন করছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে ২১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কলেজ ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি ছিল—ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাস করা, নতুন আবাসন না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ, পুরোনো একাডেমিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা এবং আন্দোলন চলাকালে কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিযুক্ত করা।
আরও পড়ুনঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়তে নির্দেশ২১ জুন ২০২৫