ডিএস–৩০ সূচক থেকে বাদ পড়ল ৩ কোম্পানি
Published: 9th, July 2025 GMT
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি। এর বিপরীতে নতুন করে এই সূচকে যুক্ত হয়েছে তিন কোম্পানি। অর্ধবার্ষিক লেনদেন পর্যালোচনা করে ডিএস-৩০ সূচকে এই পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসই জানিয়েছে, ডিএস-৩০ সূচক থেকে যে তিনটি কোম্পানি বাদ পড়েছে সেগুলো হলো সরকারি মালিকানাধীন কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড বা বিএসআরএম লিমিটেড ও পাওয়ার গ্রিড। এর বিপরীতে এই সূচকে নতুন করে যুক্ত হয়েছে তিন কোম্পানি। নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো হাইডেলবার্গ সিমেন্ট, লাভেলো আইসক্রিম ও লিনডে বাংলাদেশ।
ডিএসই আরও জানিয়েছে, অর্ধবার্ষিক লেনদেন পর্যালোচনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ও ডিএসই এসএমই গ্রোথ সূচকে নতুন করে কোনো সূচক যুক্ত হয়নি বা বাদও পড়েনি। কারণ হিসেবে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, উল্লেখিত সময়ে শেয়ারবাজারে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। ফলে এই দুটি সূচক গণনায় নতুন কোনো কোম্পানি যুক্ত হয়নি।
বাজার পরিস্থিতি
এদিকে ঢাকার বাজারে আজ সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। ডিএসইএক্স সূচকটি এদিন ৫৩ পয়েন্ট বেড়ে আবারও ৫ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে। দিন শেষে সূচকটি বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৫ পয়েন্টে। প্রায় আড়াই মাসের ব্যবধানে এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ২১ এপ্রিল ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৪৪ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।
সূচকের পাশাপাশি লেনদেনেরও আরও উন্নতি হয়েছে আজ। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯১ কোটি টাকা। আট মাস পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর ঢাকার বাজারে সর্বোচ্চ ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিন ধরে শেয়ারবাজারে ভালো কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে। ফলে এসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পাশাপাশি দামও বাড়ছে। যার ইতিবাচক প্রভাব পড়ছে সূচক ও লেনদেনে। বিশেষ করে ব্যাংক খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি কয়েক দিন ধরে বাজারে সূচক ও লেনদেন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। গতকালও এর ব্যতিক্রম ছিল না। ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে দুটিই ছিল ব্যাংক। এর মধ্যে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। আর তৃতীয় অবস্থানে ছিল মিডল্যান্ড ব্যাংক। এর মধ্যে আজ ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি টাকার এবং মিডল্যান্ড ব্যাংকের প্রায় ১৪ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।
ভালো কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির মাধ্যমে বাজারের এই উত্থানকে ইতিবাচকই মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, গত কয়েক মাসের টানা দরপতনে ভালো মানের অনেক কোম্পানির শেয়ারের দাম অবমূল্যায়িত পর্যায়ে চলে গিয়েছিল। সেখান থেকে এখন এসব শেয়ারের দাম ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ভালো শেয়ারের মূল্যবৃদ্ধির মাধ্যমে যদি বাজারে গতি সঞ্চার হয়, তাহলে তা টেকসই হবে। তাই বিনিয়োগকারীদের বুঝে-শুনে বিনিয়োগে সিদ্ধান্ত নিতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক ত হয় ল নদ ন র নত ন ক ড এসই
এছাড়াও পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে তিনটি মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ জুলাই
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেমিস্টারে ২০তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত।
আবেদনের যোগ্যতা—এক বছর মেয়াদি এমএসসি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি।
এক বছর ৬ মাস মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা (তিন+এক বছর) মেয়াদি স্নাতক বা (দুই+দুই বছর) মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
দুই বছর মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।
আবেদন যেভাবে—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে অফিস চলাকালীন আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সব পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের লিংক দেখুন
ভর্তি পরীক্ষার বিস্তারিত—আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০২৫।
ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৫।
ক্লাস শুরুর তারিখ: ২৫ জুলাই ২০২৫।
আরও তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।