বাংলাদেশের ক্লাব ফুটবলে আবার শ্রীলঙ্কান গোলকিপার
Published: 9th, July 2025 GMT
তিন যুগ পর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আবার দেখা যাবে একজন শ্রীলঙ্কানকে। ফর্টিস এফসি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ গোলকিপার সুজান পেরেরাকে। তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলেছেন। ৩২ বছর বয়সী পেরেরা সর্বশেষ খেলেছেন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবে।
একসময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অনেক শ্রীলঙ্কান খেলতেন। লায়নেল পিরিচ, চন্দ্র সিঁড়ির মতো গোলকিপার ছিলেন আবাহনীর গোলপোস্টের নিচে। পাকির আলী, প্রেমলাল, মাহেন্দ্র পালা, অশোকা রবীন্দ্রর মতো লঙ্কান ফুটবলারও খেলে গেছেন বাংলাদেশে।
সর্বশেষ কোনো শ্রীলঙ্কান হিসেবে বাংলাদেশে খেলেছেন পাকির আলী। আশির দশকের শুরুর দিকে আবাহনীতে যোগ দিয়ে ১৯৮৯ সালে সর্বশেষ আকাশি–নীলেই খেলেছেন। পাকিরের পর দীর্ঘ বিরতি দিয়ে আসছেন সুজান পেরেরা।
শ্রীলঙ্কার জাতীয় দলে এখন প্রবাসী ফুটবলারের ছড়াছড়ি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে ‘মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট কাজী রুম্পা এবং ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক মোঃ তানভীর আরেফিন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক গোলাম কিবরিয়া, মোঃ তানভীর, মোঃ জনি, ফ্রীডম লাইফ নিরাময় কেন্দ্রের জাফর ও সানী, জে.আর নিরাময় কেন্দ্রের রিয়াদ হোসেন সানী, কচিসহ বিভিন্ন নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা এবং বিভিন্ন রিকোভারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক বিষয়ে ফিরে আসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সুস্থতার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ জনকে বেইজ প্রদান এবং ১৫ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়।